AUS vs PAK: পারথ ও মেলবোর্নে সিরিজের প্রথম দুই টেস্টে হতশ্রী পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিলো পাকিস্তানকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অন্তিম টেস্টেও বদল এলো না ফলাফলে। চার দিনের মধ্যেই অস্ট্রেলীয় পরাক্রমের সামনে মাথানত করতে হলো টিম পাকিস্তানকে। ফের একবার ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়ালো তাদের সামনে। ম্যাচে প্রথম ব্যাট করতে ৩১৩ তুলেছিলো পাকিস্তান। খাদের কিনারা থেকে তাদের উদ্ধার করেছিলেন আমের জামাল (Aamer Jamal)। এরপর বল হাতেও সফল হন তিনি। অজিদের প্রথম ইনিংস থামে ২৯৯ রানে। তৃতীয় ইনিংসে হ্যাজেলউড ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়েন বাবর-শান মাসুদ’রা। ১১৫ রানে গুটিয়ে যান তারা। মাত্র ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
সিডনি টেস্টকে ঘিরে আবেগের ফল্গুধারা বইছিলো অস্ট্রেলীয় ক্রিকেটমহলে। কিংবদন্তি টেস্ট ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারে ইতি টানতে চলেছেন তিনি। বছরের শুরুতে একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। আজ অস্ট্রেলীয় ‘ব্যাগি গ্রিন’ মাথায় চাপিয়ে শেষবারের জন্য মাঠে নামেন তিনি। সারা মাঠ উঠে দাঁড়িয়ে সম্মান জানালো তাঁকে। দর্শকাসনে কারও চোখই হয়ত শুকনো ছিলো না আজ। সারা জীবন যেমন ডাকাবুকো ক্রিকেট খেলেছেন, তেমন বিদায়ী ইনিংসেও ঝলমলে অর্ধশতক করে ফেলেন তিনি। নাতিদীর্ঘ চেহারাটা সাজঘরে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হলো একটা বড়সড় অধ্যায়। ক্রিকেট কেরিয়ারে বরাবরই অনুরাগীদের ‘কাছের মানুষ’ ছিলেন তিনি। বিদায়বেলাতেও এক ক্ষুদে ভক্তের মন জিতলেন ওয়ার্নার (David Warner)।
Read More: কেরিয়ারের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে জিতিয়ে কেঁদে ভাসালেন ডেভিড ওয়ার্নার, বিপক্ষ দলও দিল অভিনব সম্মান !!
অবসর ওয়ার্নারের, আবেগাপ্লুত সিডনি-
গত দুই বছরে অস্ট্রেলিয়ার বাইরে টেস্ট পরিসংখ্যান বিশেষ ভালো ছিলো না ওয়ার্নারের (David Warner)। অনেকেই তাঁকে বাদ দেওয়ার কথা বলছিলেন। নির্বাচকদের সেই সুযোগ আর দেন নি তিনি। বরং বোর্ডের কাছে আর্জি রেখেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে (AUS vs PAK) ঘরের মাঠে খেলে বিদায় নিতে চাওয়ার। তা মঞ্জুরও করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনেকেই মনে করেছিলেন দীর্ঘতম ফর্ম্যাটকে বিদায় জানালেও সাদা বলের দুই ফর্ম্যাটেই নিয়মিত খেলবেন ওয়ার্নার (David Warner)। কিন্তু ২০২৪-এর গোড়াতেই সকলকে চমকে দিয়ে ওয়ান থেকেও অবসরের ঘোষণা করে বসেন তিনি। জানান যদি দলের প্রয়োজন হয়, তবেই ফিরবেন ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। না হলে নয়। জুন মাসের টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলবেন। তবে ওয়ার্নারের ‘ব্যাগি গ্রিন’ তুলে রাখার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আবেগে ভাসিয়েছিলো সারা বিশ্বের ক্রিকেটজনতাকে।
আজ সাজিদ খানের (Sajid Khan) বল যখন প্যাডে আছড়ে পড়েছিলো তাঁর, তখন আম্পায়ার প্রথমে নট-আউট দেন। অনেকেই চেয়েছিলেন শেষ ইনিংসে নট-আউট থাকুন ওয়ার্নার (David Warner)। কিন্তু পাকিস্তান রিভিউ নেওয়ায় বদলে যায় সিদ্ধান্ত। ৫৭ রানেই শেষ হয় অন্তিম ইনিংস। ১১২ টেস্টে ৪৪.৫৯ গড়ে ৮৭৮৬ রানে থামলেন তিনি। শতকের সংখ্যা ২৬। রয়েছে দ্বিশতক এমনকি ত্রিশতক’ও। ক্রিকেট কেরিয়ারে অজস্রবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কুখ্যাত ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’তে নাম জড়ানোতে এক বছর নির্বাসিত’ও ছিলেন। কিন্তু বিদায়বেলায় সেই বিতর্ক মনে রাখতে চায় নি সিডনি। ‘পিঙ্ক টেস্ট’ দেখতে মাঠে আসা জনতা উঠে দাঁড়িয়ে বিদায় সম্বর্ধনা দেয় ওয়ার্নারকে। গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী ক্যান্ডিস (Candice Warner) ও তিন কন্যা আইভি, ইন্ডি ও আইলা’ও। বিদায়ী কিংবদন্তিকে অভিবাদন জানাতে দেখা যায় তাঁদেরও।
ক্ষুদে ভক্তকে বিশেষ উপহার ওয়ার্নারের-
৫৭ রানের ইনিংস খেলে যখন সাজঘরে ফিরছেন ডেভিড ওয়ার্নার (David Warner), গ্যালারি থেকে এক কিশোর ছুটে আসেন তাঁর কাছে। তাঁকে নিজের গ্লাভস ও হেলমেট’টি দিয়ে দেন অস্ট্রেলীয় তারকা। প্রিয় ক্রিকেটারের বিদায়ী ম্যাচের স্মারক বুকে জড়িয়ে নিতে দেখা যায় সেই কিশোরকে। দিনকয়েক আগে ওয়ার্নার প্রিয় ‘ব্যাগি গ্রিন’ টুপিটি চুরি হয়েছিলো। সোশ্যাল মিডিয়ায় তা ফেরত চেয়ে একটি আবেদন’ও করেছিলেন তিনি। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে জানা যায় টুপি ফিরে পেয়েছেন ওয়ার্নার (David Warner)। খেলা শেষে তাঁর সম্মানে যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো, সেখানে পুরনো টুপি মাথাতেই দেখা যায় তাঁকে। সিডনি গ্যালারির দর্শককে এই বিদায়ী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মাঠের অভ্যন্তরে পা রাখার সুযোগ দেওয়া হয়েছিলো। পরিবার, সতীর্থ ও অনুরাগীদের পাশে নিয়েই ৩৭ বছর ৭১ দিন বয়সে বুটজোড়া তুলে রাখলেন ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার।
দেখুন ঘটনার ভিডিও-
The final walk of David Warner in Test career.
– Thank you for all memories 🤝pic.twitter.com/vk5S213x4f
— Johns. (@CricCrazyJohns) January 6, 2024