aus-vs-pak-khawaja-shoes-cuases-stir
Usman Khawaja and the message on his shoes in Perth this week.

AUS vs PAK: ভারতের মাটি থেকে বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতে ফেরার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন অস্ট্রেলীয় তারকা ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অজি শিবির একটী টি-২০ সিরিজ খেললেও, সেখানে অংশ নিয়েছিলেন মূলত তরুণ ক্রিকেটাররা। প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথ’রা (Steve Smith) মাঠে ফিরছেন আগামীকাল থেকে। শুরু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ২০২৩-২৫ চক্রের অন্তর্গত এই তিন ম্যাচের সিরিজ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের খেতাব রক্ষার লড়াই শুরু করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে যত বেশী সম্ভব পয়েন্ট নিজেদের ঝুলিতে ভরে নিতে চাইবে তারা।

দুই হেভিওয়েটের যুদ্ধ ছাড়াও একাধিক কারণে এবারের অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) টেস্ট সিরিজ বিশেষ মর্যাদা পাচ্ছে। বাবর আজম সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন শান মাসুদ (Shaan Masood)। আগামীকাল পারথে নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে সাফল্য এনে দিতে পারেন নি কোনো অধিনায়ক। শানের ‘বিগিনার্স লাক’ কতদূর কার্যকরী হয়, নজর থাকবে সেইদিকে। এছাড়াও এই সিরিজ দিয়েই লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিংবদন্তির ‘ফেয়ারওয়েল’ নিয়েও আবেগপ্রবণ অস্ট্রেলীয় ক্রিকেটমহল। এই সিরিজকে ঘিরে এতসব ঘটনার ঘনঘটার মাঝে বিতর্কের জন্ম দিলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। তাঁর জুতোয় লেখা বার্তা ঘিরে শুরু হলো চর্চা।

Read More: যুবরাজ ও ধোনির বিকল্প পেয়ে গেলো টিম ইন্ডিয়া, ‘ফিনিশার’ হিসেবে রাজ করবেন ক্রিকেটদুনিয়া !!

খোয়াজার কর্মসূচিতে বাধা দিলো অজি বোর্ড-

Usman Khawaja | AUS vs PAK | Image: Twitter
Usman Khawaja’s shoes caused a stir ahead of AUS vs PAK | Image: Twitter

ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দুনিয়া। এর আগে প্রকাশ্যে প্যালেস্টাইনকে সমর্থন করে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। ব্যাটে প্যালেস্টাইনের পতাকার স্টিকার লাগিয়ে শাস্তির মুখে পড়েছিলেন পাক ব্যাটার আজম খান’ও (Azam Khan)। এবার ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে মতামত জানিয়ে খবরের শিরোনামে উসমান খোয়াজাও (Usman Khawaja)। পাক বংশোদ্ভূত অস্ট্রেলীয় ওপেনার খোয়াজাকে পারথ টেস্টের আগে অনুশীলনে এক বিশেষ জুতো ব্যবহার করতে দেখা যায়। সেখানে হাতে লেখা ছিলো একটি বার্তা। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় “স্বাধীনতা একটি মানবাধিকার আর সকলের জীবনের মূল্য সমান।” প্যালেস্টাইনে নিহতদের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিতে চেয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিলো টেস্ট ম্যাচেও এই জুতো পরেই মাঠে নামা।

খোয়াজার কর্মসূচিতে বাধ সেধেছে খোদ অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র নিয়ম অনুসারে কোনোরকম রাজনৈতিক বার্তা ক্রিকেটীয় কোনো সরঞ্জামের উপর ব্যবহার করা চলে না। ২০১৯ বিশ্বকাপ চলাকালীন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতীয় সেনার ‘বলিদান’ ব্যাজটি দস্তানায় ব্যবহার করেছিলেন। তা সরিয়ে ফেলতে বাধ্য করা হয়েছিলো আইসিসি’র তরফে। খোয়াজাকেও আইসিসি’র নিয়মের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে অজি বোর্ডের তরফে। তারা জানিয়েছে, “আমরা ক্রিকেটারদের ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকারকে সম্মান করি। কিন্তু আইসিসি ব্যক্তিগত মতামত এভাবে প্রদর্শনের বিপক্ষে। আমরা আশা করছি যে ক্রিকেটাররাও এই নীতি মেনে চলবেন।”

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স’ও (Pat Cummins)। খোয়াজার (Usman Khawaja) সাথে আলোচনা করার পর কামিন্স সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে মাঠে এই জুতো পরে না নামার ব্যাপারে সম্মত হয়েছেন তারকা ওপেনার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন, “ওর (খোয়াজার) জুতোয় কিছু শব্দ লেখা ছিলো। আমাদের দলের সবচেয়ে ভালো বিষয়টি হলো যে সবার নিজস্ব ভাবনা আর মতামত রয়েছে। আমি ওর সাথে অল্প সময় এটা নিয়ে কথা বলেছি। আমার মনে হয় না ও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি চেয়েছিলো। তবে আমরা ওর পাশে রয়েছি।” আজ দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কার করতে দেখা গিয়েছে খোয়াজাকে।

Also Read: IPL 2024: LSG-র সাথে বৈঠকে বসছে কেএল রাহুল, তবে কি করছেন দল ত্যাগ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *