AUS vs PAK: বলের আঘাতে আহত শান মাসুদ, অধিনায়ককেই সপাটে মেরে বসলেন ইমাম উল হক !! 1

AUS vs PAK: পারথের অপ্টাস স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান (PAK vs AUS)। গতকাল আগাগোড়া দাপট দেখিয়েছিলো অস্ট্রেলিয়া। বিদায়ী সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত শতরান ছিনিয়ে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আজ সকালেও মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারিদের সৌজন্যে রানের পাহাড় চড়তে দেখা গেলো অজিদের। লাঞ্চ বিরতির পর দ্রুত কিছু উইকেট তুলে অস্ট্রেলীয় ইনিংসে দাঁড়ি টানতে সক্ষম হয় পাকিস্তান দল। বড় রানের ভার মাথায় নিয়ে ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিক (Abdullah Shafique) ও ইমাম উল হক (Imam ul Haq)  ভালোই শুরু করেছিলেন। শফিক ফেরার পর ক্রিজে আসেন পাকিস্তান দলের নবনিযুক্ত অধিনায়ক শান মাসুদ (Shan Masood)। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসটা বিশেষ স্মরণীয় হলো না তাঁর। বড় রান তো পেলেন না, উলটে সহ্য করতে হলো আঘাত।

Read More: SA vs IND: ধাক্কা খেলো দল, শামির পর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন এই তারকা বোলার !!

ইমামের শটে আঘাত পেলেন শান মাসুদ-

Shan Masood | AUS vs PAK | Image: Getty Images
Shan Masood | AUS vs PAK | Image: Getty Images

প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪৮৭ রান যোগ করেছিলো অস্ট্রেলিয়া। গতকাল ওয়ার্নার ১৬৪ রান করে আউট হওয়ার পর আজ ব্যাট হাতে বিক্রম দেখালেন মিচেল মার্শ (Mitchell Marsh)। দ্রুত ৯০ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে আবদুল্লাহ শফিক ও ইমাম উল হকের ওপেনিং জুটি স্থায়ী হয়েছিলো ৩৭ ওভার। এরপর স্পিনার নাথান লিয়ঁ’র বলে ব্যক্তিগত ৪২ রানের মাথায় আউট হয়ে ফেরেন শফিক। ক্রিজে এসে স্কোরবোর্ডকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন অধিনায়ক শান মাসুদ। কিন্তু ৪৩তম ওভারে ঘটে বিপত্তি। চতুর্থ বলটিতে ফ্রন্ট ফুটে এসে মারতে চেয়েছিলেন ইমাম উল হক। ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই শট এসে আছড়ে পড়ে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো শানের (Shan Masood) পিঠে। যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েন শান। বেশ খানিকক্ষণ চিকিৎসা চলে তাঁর। পরে অবশ্য উঠে দাঁড়ান তিনি।

দেখে নিন সেই আঘাত লাগার দৃশ্য-

৩৫৫ রানে পিছিয়ে পাকিস্তান-

AUS vs PAK | Image: Getty Images
AUS vs PAK | Image: Getty Images

৪৮৭ রানের বোঝা ঘাড়ে নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান শিবির। ইমাম উল হক ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটিতে ওঠে ৭৪ রান। ১২১ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। এরপর ক্রিজে আসেন শান মাসুদ (Shan Masood)। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিনি ২০০ করেছিলেন। আজও ইতিবাচক মনোভাব নিয়েই খেললেন তিনি। চোট সামলে ৪৩ বলে ৩০ রান করেন তিনি। পাক অধিনায়ককে ৫০তম ওভারে সাজঘরের রাস্তা দেখালেন মিচেল স্টার্ক। দিনের শেষে ক্রিজে রয়েছেন ইমাম উল হক (Imam ul Haq)। ১৩৬ বলে ৩৮ রানের মন্থর ইনিংস খেলে অপরাজিত রয়েছেন তিনি। অপর প্রান্তে নাইটওয়াচম্যান নামিয়েছে পাকিস্তান। খুররম শাহজাদ (Khurram Shahzad) অপরাজিত রয়েছেন ৭ রান করে। পাকিস্তানের স্কোর ২ উইকেটের বিনিময়ে ১৩২ রান। এখনও অস্ট্রেলিয়ার থেকে তারা ৩৫৫ রানে পিছিয়ে।

Also Read: আদালতে বড় জয় MS ধোনির, CSK অধিনায়কের অভিযোগের ভিত্তিতে জেল হেফাজত IPS অফিসারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *