AUS vs PAK: ওয়াইড বা নো-তে নয়, স্রেফ দৌড়ে পাঁচ রান নিলো অস্ট্রেলিয়া, মেলবোর্নে প্রশ্নের মুখে পাক ফিল্ডিং !! 1

AUS vs PAK: মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি’তে ‘বক্সিং ডে’ টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান (AUS vs PAK)। সিরিজের প্রথম টেস্টে পারথের মাটিতে নাজেহাল হতে হয়েছে বাবর আজম, শাহীন আফ্রিদিদের। কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে খেলতে নেমে পাকিস্তানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন মিচেল মার্শ’ও (Mitchell Marsh)। ১-০ এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সদ্য বিশ্বকাপজয়ী অজি শিবির চতুর্থ ইনিংসে পাকিস্তানকে ছুঁড়ে দিয়েছে ৩১৭ রানের লক্ষ্যমাত্রা। আরও একবার ব্যাট হাতে তফাৎ গড়ে দিতে দেখা গিয়েছে মিচেল মার্শকে। প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছেন অধিনায়ক প্যাট কামিন্স’ও (Pat Cummins)। ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং-কে ভেঙেছেন নাথান লিয়ঁ’ও।

ফিল্ডিং নিয়ে বরাবরই সমস্যায় পড়তে দেখা গিয়েছে পাকিস্তান শিবিরকে। দিনকয়েক আগে বিশ্বকাপ চলাকালীন’ও পাক দলের ক্যাচ ফেলার সমস্যা তাদের বেকায়দায় ফেলেছিলো। একই সাথে রান গলানোর কারণেও পিছিয়ে পড়তে হয়েছিলো বাবর-রিজওয়ানদের। সেই একই সমস্যা তাদের তাড়া করে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতেও। পারথে প্রথম ম্যাচে উইকেটের পিছনে একাধিক ক্যাচ ফস্কেছিলেন সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। দ্বিতীয় টেস্টে বাধ্য হয়েই তাঁকে বাইরে রেখে মহম্মদ রিজওয়ানকে (Muhammad Rizwan) মাঠে ফেরাতে হয়েছে পাকিস্তানকে। তা সত্ত্বেও ফিল্ডিং-এর মানে বিন্দুমাত্র পরিবর্তন চোখে পড়ে নি। স্লিপে ক্যাচ ছেড়েছেন আবদুল্লাহ শফিক। ফায়দা তুলতে কোনো ভুল করেন নি অস্ট্রেলোয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ঢিলেঢালা ফিল্ডিং-এর সুবাদে পাঁচ রান তুলে নিলো টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন’রা।

Read More: নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি, একমাত্র প্লেয়ার হিসাবে ছুঁয়ে ফেললেন নতুন মাইলস্টোন !!

গলে ফেলো পাঁচ রান, হতশ্রী ফিল্ডিং পাকিস্তানের-

AUS vs PAK | Image: Getty Images
AUS vs PAK | Image: Getty Images

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৪ রানে পিছিয়ে ছি্লো শান মাসুদের (Shan Masood) দল। অস্ট্রেলিয়ার তোলা ৩১৮ রানের জবাবে পাকিস্তান থামে ১৬৪ রানে। বল হাতে শাহীন (Shaheen Afridi), মীর হামজার দাপটে শুরুটা ভালো করেছিলো পাক দল। ১৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিলো অস্ট্রেলিয়া। ফিরে গিয়েছিলেন খোয়াজা, ওয়ার্নার, লাবুশেন ও ট্র্যাভিস হেড। ধুঁকতে থাকা অজি ইনিংসকে অক্সিজেন যোগান মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। পালটা আক্রমণের পথে হেঁটে ৯৬ রান করেন মার্শ (Mitchell Marsh)। চলতি সিরিজে দ্বিতীয় বার ৯০-র ঘরে আউট হলেন তিনি। স্থিতধী ইনিংস খেলেন স্টিভ স্মিথ’ও (Steve Smith)। ৫০ রান আশে তাঁর ব্যাট থেকে।

মূলত তাঁদের দুজনের সৌজন্যেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া দল। ১৫৩ রানের জুটি গড়েন দুজনে। শুরুতে চাপ বাড়ালেও বোলিং ও ফিল্ডিং ব্যর্থতা পিছনের সারিতে পাঠালো পাকিস্তানকে।ক্রিজে তখন প্যাট কামিন্স (Pat Cummins) ও অ্যালেক্স ক্যারি। স্টিভ স্মিথ ও মিচেল মার্শের তৈরি করে দেওয়া মঞ্চ’কে দৃঢ়তর করার কাজ চালাচ্ছেন অজি অধিনায়ক ও উইকেটরক্ষক। ডান হাতি পেসার আমার জামালের ডেলিভারি কভারের দিকে হাল্কা পুশ করে দেন কামিন্স। দুই রানের বেশী হওয়ার কথা নয়। কিন্তু নন-স্ট্রাইকার প্রান্তে বল তালুবন্দী করতে ব্যর্থ হন শাহীন আফ্রিদি (Shaheen Shah Afridi)।

সুযোগসন্ধানী অজি জুটি বাড়তি রান স্কোরবোর্ডে যোগ করার সুযোগ হাতছাড়া করে নি। প্যাট কামিন্স (Pat Cummins) ও অ্যালেক্স ক্যারি (Alex Carey), দুজনেই দৌড়ান রান বাড়ানোর উদ্দেশ্যে। মেলবোর্নের বিশাল মাঠে বাউন্ডারি অবধি বলকে তাড়া করে কোনোক্রমে রুখতে সক্ষম হন ইমাম-উল-হক (Imam ul Haq)। ততক্ষণে আরও তিনবার ক্রিজের এদিক থেকে ওদিক পৌঁছে গিয়েছেন দুই ব্যাটার। সাধারণত নো-বল বা ওয়াইডে বল বাউন্ডারি স্পর্শ করলে পাঁচ রান দেখা যায়। তবে পাক ফিল্ডিং-এর গাফিলতিতে তা ছাড়াই পাঁচ রান যোগ হলো অজি স্কোরবোর্ডে।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: AUS vs PAK: বৃষ্টি বা প্রযুক্তিগত ত্রুটি নয়, নতুন এই কারণের জন্যই বিলম্বিত হলো অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *