IND vs AUS: ভারতের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া, এই মারকাটারি খেলোয়াড়কে দেখানো হলো বাইরের পথ !! 1

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ গত কয়েক দশকে যেন এক অন্য মাত্রা পেয়েছে। অ্যাসেজের পরেই ক্রিকেট বিশ্বে একে শ্রেষ্ঠতম টেস্ট প্রতিদ্বন্দ্বিতা বললেও মনে হয় না বিন্দুমাত্র আপত্তি জানাবেন কেউ। ২০০১ সালে স্টিভ ওয়ার অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া দলকে ভারতের মাটিতে পরাজিত করে যে ধারা চালু করেছিলেন সৌরভ, শচীনরা, সেই ধারাকেই আজ বহন করে নিয়ে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli), চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) মত তারকারা।  দুই দলের মধ্যে হওয়া বর্ডার-গাওস্কর ট্রফির শেষ দুই পর্বে ভারত গিয়েছে অস্ট্রেলিয়াতে। দুইবারই চরম কঠিন পরিস্থিতিতেও ক্যাঙারুভূমে তিরঙ্গা পতাকা ওড়াতে সক্ষম হয়েছিলেন বিরাট কোহলিরা। ঘরের মাঠে অন্যান্য দলের বিরুদ্ধে বারবার জিতলেও ভারতের কাছেই স্তিমিত হয়েছেন অজিরা। শেষবার অস্ট্রেলিয়া ভারতে এসেছিলো ২০১৬ সালে। সেই সিরিজেও ‘টিম ইন্ডিয়া’ নাস্তানাবুদ করেছিলো অজিদের। তবে এই বার পরিস্থিতি খানিক ভিন্ন। এখনও অব্দি ২০২১-২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে অপরাজিত অস্ট্রেলিয়া। অন্যদিকে সাম্প্রতিক কালে ভারতের পারফর্ম্যান্স গ্রাফ খানিক নড়বড়ে। ট্রফি পুনরুদ্ধারের জন্য তাই মরিয়া হয়ে ঝাঁপাতে চাইছেন কামিন্স (Pat Cummins), ওয়ার্নাররা (David Warner)। সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার হাতছানি রয়েছে ভারতের সামনেও। তাই লড়াই-এর জন্য প্রস্তুত ‘মেন ইন ব্লু’ও।

চার টেস্টে মুখোমুখি হবে দুই দল-

IND vs AUS kohli | image: twitter
India has been dominant against Australia in test cricket in recent years

এই বছরই শেষবারের মত বর্ডার-গাওস্কর ট্রফি হবে চার টেস্টের। এর পরের পর্ব থেকে দুই দল খেলবে পাঁচটি করে টেস্ট। ২০২৩ এর প্রতিযোগিতার প্রথম টেস্ট হওয়ার কথা নাগপুরে। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারী নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবেন কামিন্স, কোহলিরা। দ্বিতীয় টেস্ট দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। শুরু হবে ১৭ ফেব্রুয়ারী, চলবে ২১ তারিখ অব্দি। সিরিজের তৃতীয় টেস্টটি খেলা হবে ধর্মশালাতে। পাহাড়ের কোলে ছবির মত সুন্দর এই মাঠে ১ মার্চ থেকে ৪ মার্চ লাল বলের লড়াইতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। চতুর্থ ও শেষ টেস্টের জন্য দুই দলকে পাড়ি দিতে হবে দেশের পশ্চিম অংশে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্ট খেলবে দুই দল। এছাড়াও সফরে তিনটি একদিনের ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া দল। ম্যাচগুলি হবে আগামী ১৭, ১৯ এবং ২২ ফেব্রুয়ারী যথাক্রমে মুম্বই, বিশাখাপত্তনম এবং চেন্নাইতে।

ভারত সফরে অস্ট্রেলিয়া টেস্ট দল-

Australia test team | image: twitter
Cricket Australia named a 18 man squad to face India in the Border-Gavaskar Trophy

প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে এখনও অপরাজিত অস্ট্রেলিয়া দল। উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে গত দুই টেস্ট সিরিজে রীতিমত উড়িয়ে দিয়েছে তারা। ভারত সফরে বড় পরীক্ষা কামিন্সের সামনে। চোট পেয়ে বাইরে ছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারত সফরের দলে রয়েছেন তিনি। আঙুলের চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেন নি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও (Cameron Green)। ভারতের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়েছে তাঁরও।

সম্পূর্ণ দল-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকোম্ব, জশ হ্যাজেলউড, উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, ল্যান্স মরিস, টড মার্ফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *