PCB: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়তে ব্যার্থ টিম ইন্ডিয়া। চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে মাত্র ২২ রানে পরাস্ত করে সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। একদিকে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ে বেশ লড়াই চালাচ্ছে তো অন্যদিকে বিনা কারণেই কোটি কোটি টাকা ওড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট মানেই বিনোদন। বিনোদনে ভরা এই ক্রিকেট বোর্ডের উপর ক্রমশ চড়ছে আর্থিক অনিয়মের পাহাড়। সদ্য, PCB’র অডিটর জেনারেলের রিপোর্টে ফাঁস হল কোটি কোটি টাকার বেহিসেবি খরচ—যার কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi)। একেরপর এক বেলাগাম খরচ দেখানো হয়েছে এই ওডিতে। সূত্রের দাবি, কেবলমাত্র পুলিশকে খবর সরবরাহ করেই নাকি ৬ কোটি ৩৩ লক্ষ টাকা খাতা কলমে খরচ করে ফেলেছে বোর্ড। আন্তর্জাতিক ম্যাচগুলো চলাকালীন নিরাপত্তার অজুহাত দেখিয়েই এই খরচের দাবি জানিয়েছে পিসিবি।
PCB প্রধানের নামে উঠলো কারচুপির দাবি

এরপর, করাচির হাই পারফরম্যান্স সেন্টারে অনুর্ধ্ব-১৬ দলের তিন কোচকে বেআইনিভাবে নিয়োগ দিয়ে তাদের বেতন বাবদ প্রায় ৫৪ লক্ষ টাকার খরচ দেখানো হয়েছে। এছাড়াও একাধিক বেআইনি লেনদেন চলেছে পিসিবির অন্দরমহলে। আসলে, ২০২৪ সাল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন মহসিন নকভি। পিসিবির সাথে যুক্ত থাকার পাশাপশি, তিনি পাকিস্তান সরকারের মন্ত্রীও। সূত্রের দাবি, গত ১ বছরে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের জন্যই ১২ লক্ষ টাকা খরচ করেছে বোর্ড। মিডিয়া রাইটসের জন্য প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেছে। এর পাশাপশি, নিজের ভরণপোষণের জন্যও খরচ করেছেন পিসিবি প্রধান। সূত্রের দাবি, গত এক বছরে থাকা বিদেশ সফরে খাওয়া ও যাতায়াতের জন্য ১৫ লক্ষ টাকা, বোর্ডের বুলেটপ্রুফ গাড়ির তেলের জন্য প্রায় ৬০ লক্ষ ও মালপত্র বহনের পিছনে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করেছেন।
Read More: অধিনায়ক শুভমান গিল, বাদ ঋষভ পান্থ, শ্রীলঙ্কার বিপক্ষে ODI সিরিজের জন্য প্রকাশ্যে ভারতীয় দল !!
৬ কোটি টাকা লোকসান PSB’এর

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, তাদের প্রায় ৬ কোটি টাকা লোকসান হয়েছে। এবার সেই খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন অডিটর জেনারেল। অন্যদিকে, পাকিস্তানের আইসিসি ইভেন্টের কথা বলতে গেলে, ২০২২ সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। তবে, শেষ তিনটি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। মহসীন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদেও বহাল রয়েছেন। তাই সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও বোর্ড থেকে একই খাতে টাকা নেওয়া হয়েছে, যা নিয়মের মধ্যে পড়ে না। শুধু যে বোর্ডের সঙ্গে দুর্নীতি করেছেন নাকভি তা নয়, তিনি পিসিবি প্রধান হওয়ার পর পাকিস্তানের একাধিক কোচ ও ক্যাপ্টেনের পরিবর্তনের হয়েছে। এই অবস্থায় পিসিবি-র উপর চাপ বাড়ছে।