দাদু হচ্ছেন সুনীল শেট্টি, বিয়ের দেড় বছরের মাথায় নতুন অতিথি আসছে রাহুল-অথিয়ার ঘরে !! 1

চলতি সময়ে ফর্মের সঙ্গে লড়াই অব্যহত কেএল রাহুলের (KL Rahul)! কয়েকদিন ধরেই ভারতীয় টেস্ট দলে তার সুযোগ পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হলেন কেএল রাহুল। একসময় তিন ফরম্যাটে দাপিয়ে ক্রিকেট খেলেছেন তিনি, তবে এখন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে প্রায় এক সমুদ্র দূরে রয়েছেন রাহুল এবং বাকি দুই ফরম্যাটে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামগ্রিকভাবে তার বাজে ফর্মের জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজের আগে রাহুলকে ভারতীয় এ দলের সঙ্গে পাঠানো হয়েছে, তবে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে পারেননি রাহুল। দুই ইনিংস জুড়ে রাহুলের সংগ্রহ ৪ ও ১০। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে ব্যার্থ হন এবং দ্বিতীয় ইনিংসে ১২ রান করে আউট হন রাহুল।

রাহুল-অথিয়ার পরিবারে এন্ট্রি নিচ্ছে নতুন অথিতি

KL Rahul
KL Rahul and Athiya Shetty | Image: Getty Images

তার এই বিচ্ছিন্ন পারফরমেন্সের পর অবশেষে খুশির খবর সামনে আসলো। প্রসঙ্গত, ২০২৩ সালে চারহাত এক হয়েছিল তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) ও বলিউড তারকা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির। বিয়ের দুই বছরের মধ্যেই ভক্তদের সুসংবাদ দিলেন তারকা জুটি। এ বার ২০২৫-এ আসতে চলেছে রাহুল-আথিয়ার সন্তান। সন্তান আগমনের খবর সমাজ মাধ্যমে নিজেই দিলেন সুনীল-কন্যা। সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শীঘ্রই আসছে, ২০২৫-এ।’’ সঙ্গে দুটো ছোট্ট পায়ের ছবি দিয়েছেন আথিয়া।

Read More: “আবার নিজের ফর্মে ফিরে এসেছে…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্লপ হয়েছেন হার্দিক পান্ডিয়া, সমাজ মাধ্যমে হয়েছে চর্চা !!

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন রাহুল-অথিয়া জুটি। সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউজে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল অথিয়া ও রাহুলের। তাদের বিয়ের একাধিক ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল, এমনকি বিয়ে শেষে সুনীল শেট্টি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে মিষ্টি বেলাতেও দেখা গিয়েছিল। রাহুলকে সমর্থন করতে বিয়ের আগে বেশ কয়েকবার দেখা গিয়েছিল অথিয়াকে। এমনকি রাহুলের খারাপ সময়ে তাকে খুব ভাবে সমর্থন করে আসছেন অথিয়া।

ফর্মের সাথে লড়াই চালাচ্ছেন রাহুল

Kl rahul
KL Rahul | Image: Getty Images

অন্যদিকে রাহুলের কথা বলতে গেলে, তিনি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মিডল অর্ডারে আপাতত তাকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে, তিনি এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান হাঁকিয়েছেন। রাহুল চাইবেন অস্ট্রেলিয়া সফরে তার হারিয়ে যাওয়া ফর্ম খুঁজে পেতে। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে ৫৩ টেস্টে ৩৩.৮৮ গড়ে ২৯৮১ রান বানিয়েছেন।

Read Also: KL Rahul: বর্ডার গাভারস্কার সিরিজের আগে আবার ফ্লপ হলেন KL রাহুল, জাতীয় দলে পাবেন না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *