২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। যদিও টিম ইন্ডিয়ার পারফরমেন্সে মাথায় হাত ভারতীয় ক্রিকেট ভক্তদের। উইন্ডিজদের মতন দুর্বল দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভাবাচ্ছে ভক্তদের। তবে, ভারতীয় দলের স্কোয়াড কি হতে চলেছে সে বিষয়ে রয়েছে সংশয়। মূলত, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চেলছে এবারের ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023), আর ঘরের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে ভারতীয় প্লেয়ারদের উপর অনেক প্রত্যাশা থাকে। আর এবারের বিশ্বকাপে ভারতীয় দলের প্রত্যাশা থাকবে বিরাট কোহলির (Virat Kohli) উপর। ভারতীয় দলের ভরসযোগ্য প্লেয়ার হলেন বিরাট কোহলি। ২০১১ সালের বিশ্বকাপে একজন তরুণ উদীয়মান সুপারস্টার হিসাবে খেলেছিলেন এবং বর্তমানে তিনি দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে খেলবেন।
Read More: Independence Day 2023: সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটাররা ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস এভাবে উদযাপন করছেন !!
২০২৩ বিশ্বকাপে কোহলির ফর্ম হবে গুরুত্বপূর্ণ

২০১১ সালেই প্রথম বর্ষেই বিশ্বকাপ ট্রফি জেতেন বিরাট কোহলি। দীর্ঘ ২৮ বছর পর এমএস ধোনির নেতৃত্বে (MS Dhoni) বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। যদিও এরপর গত দুই বিশ্বকাপে ভারতীয় দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় টিম ইন্ডিয়াকে বড় সমস্যার মধ্যে ফেলে দেয়। তবে, সবকিছু ভুলিয়ে টিম ইন্ডিয়াকে নতুন অভিযান শুরু করতে হবে। আর এই বিশ্বকাপে ভারতকে পথ দেখাবেন বিরাট কোহলি। হয়তো ২০২৩ বিশ্বকাপ খেলেই বিদায় নেবেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হলেন বিরাট কোহলি। বিশ্বকাপ ইতিহাসে তিনি ৪৬.৮১ গড়ে ১০৩০ রান বানিয়েছেন এমনকি তার ঝুলিতে ২ টি শতরান ও ৬ টি অর্ধশতরান বানিয়েছেন।
কোহলি হবেন বিশ্বকাপের সেরা

শুধু তাই নয়, ভারতীয় দলের এই প্লেয়ারকে নিয়ে বেশ উৎফুল্ল তার সতীর্থ ক্রিকেটার আশিষ নেহরা (Asish Nehra)। ২০১১ সালের বিশ্বকাপের আর একজন সদস্য হলেন আশিষ। ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলিকে তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন। আসলে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে কে ব্যাটিং করবে সেই নিয়ে নিজের মন্তব্য করেন আশিষ নেহরা। তার মতে এই পজিশনে বিরাট কোহলি ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানকে মানায় না। এবিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “তিন নম্বর পজিশনের জন্য আপনি হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব সবাইকে চেষ্টা করুন, তারা দ্রুত খেলবে কিন্তু তিন নম্বরে কেউ যদি সামঞ্জস্যতা বজায় রাখে তাহলে সেটি হলেন বিরাট কোহলি।” আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে আশিষ সতীর্থ বিরাটকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী।