asian-games-2023-chinese-officials-cheating-in neeraj-chopra-first-throw

Asian Games 2023: চিনের হাংঝাউ এশিয়ান গেমসে অফিসিয়ালদের নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এবার বিতর্কের মুখে পড়লেন ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া (Neeraj Chopra)। উল্লেখ্য বুধবার ৮৮.৮৮ মিটার দূরত্বে ছুঁড়ে সোনা জিতেছেন নীরজ। কিন্তু কোনো এক অজানা কারণে বসত তাঁর প্রথম থ্রোটি বাতিল করে দেওয়া হয়। সেটা নিয়ে দীর্ঘ সময় ধরে কতৃপক্ষের সঙ্গে কথাকাটাকাটি চলেই যাচ্ছিল। এমনকি সেই থ্রোয়ের দূরত্বও মাপা হয়নি। শেষ পর্যন্ত থ্রোটি বাতিল করে দেওয়া হয় অফিসিয়ালদের তরফে। যে কারণে দ্বিতীয়বার তাঁকে জ্যাভলিন ছুড়তে বাধ্য করা হয়। চিনা অফিসিয়ালরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন বলেই ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে।

Read Also: Neeraj Chopra: “চাপ নিও না, উপভোগ করো…” সোনার ছেলে নীরজ চোপড়ার মন্ত্রেই বিশ্বকাপ জয় ভারতের মেয়েদের !!

ম্যাচ অফিসিয়ালদের সাথে শুরু হয় বিপত্তি

Neeraj chopra

নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টের সময় প্রথম থ্রো মাপা হয়নি এবং তার প্রবীণ ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ করেছেন এবং তার মতে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের টার্গেট করেছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে, নীরাজ এবিষয়ে মন্তব্য করে জানিয়েছেন, “আমি জানি না কেন আমার প্রথম থ্রোটি মাপা হয়নি। কিন্তু আমার পর দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীদের নিক্ষেপের দূরত্ব পরিমাপ করা হয়েছিল।” প্রথমবার এমন কোনো নিদর্শনের সাক্ষী হলেন নীরাজ (Neeraj Chopra)। এবিষয়ে মুখ খুলে নীরাজ বলেছেন, “সাধারণত একটি প্রতিযোগিতায় ছ’বার জ্যাভলিন ছুঁড়তে হয়। কিন্তু আমাকে ৭ বার ছুঁড়তে হয়েছে। এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি আমি, তবে কোনো একটা সমস্যা তো ছিলই। জানিনা কেন আমার থ্রোটা ওরা মাপেনি। সেটা ওরাই ভালো বলতে পারবে। তবে আমার মতে তারা আমার বর্শা কোথায় পড়েছিল সেটি ভুলে গেছে।

আবার একবার সোনা সুনিশ্চিত করলেন নীরাজ

Neeraj chopra
Neeraj Chopra and Kishore Jana | Image: Twitter

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অঞ্জু ববি জর্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের নিশানা আনার অভিযোগ করেছেন। অঞ্জু বলেছেন, “তারা আমাদের সাথে প্রতারণা করার এবং আমাদের ক্রীড়াবিদদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল। নীরজের প্রথম থ্রোটি দুর্দান্ত ছিল এবং এখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল।আমরা তখন নীরজকে সেখানেই প্রতিবাদ জানাতে বলেছিলাম। শুধু নীরাজ কেন জেনার থ্রোটাও ফাউল ডেকেছিল যদিও স্পষ্ট দেখা যায় সে এক পা পিছন থেকে জ্যাভলিন ফেলেছিল।” তার মতে চীনে জেতা খুব কঠিন। মন্তব্য করে আরও বলেন যে, “আমরা আমাদের সেরা অ্যাথলেটদের মাঠে নামালেও তারা তাদের কষ্ট দেওয়ার চেষ্টা করবে।

Read More: ঋষভ পন্থকে মন থেকে মুছে ফেললেন উর্ভশী, হাতে লিখলেন নতুন বয়ফ্রেন্ডের নাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *