Asia Cup 2023: এশিয়া কাপের সুপার-ফোরের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দুটি ম্যাচের দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। আজকের ম্যাচ দিয়েই সুপার ফোর অভিযানের সূচনা করেছেন দাসুন শানাকারা। অন্যদিকে গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলিয়ে বাংলাদেশ খেলেছে তিনটি ম্যাচ। জয় পেয়েছে কেবল আফগানিস্তানের বিরুদ্ধে। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে শুরুটা করেছিলেন শাকিব আল হাসানরা, এরপর পাকিস্তানের বিরুদ্ধে শেষ চারের লড়াইতেও হেরেছেন তারা। সেই কারণেই কলম্বোতে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় সাক্ষাৎ জিততেই হবে শাকিব বাহিনীকে। না জিতলেই বাজবে বিদায়ঘন্টা।
‘মাস্ট উইন’ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন শাকিব। শ্রীলঙ্কা ব্যাটিং-কে ভোঁতা করতে আজ এক অতিরিক্ত স্পিনার খেলায় টাইগার্সরা। আফিফ হোসেনের জায়গায় প্রথম এগারোতে সুযোগ পেলেন নাসুম আহমেদ। ১০ ওভারে ৩১ রান দিলেও উইকেট অবশ্য পান নি তিনি। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস এবং সাদিরা সমরাবিক্রমার দাপটে ২৫৭ রান স্কোরবোর্ডে যোগ করে শ্রীলঙ্কা দল। নিশাঙ্কা ৪০, মেন্ডিস ৫০ এবং সমরাবিক্রমা করেন ৯৩ রান। বাংলাদেশের বোলিং-এর মূল ভরসা তাস্কিন আহমেদ প্রথম স্পেলে নিষ্প্রভ থাকলেও ডেথ ওভারে পুরনো বলে গতির আগুন ঝরালেন প্রেমাদাসার পিচে। পঞ্চাশতম ওভারে তুলে নিলেন জোড়া উইকেট।
পঞ্চাশতম ওভারে যে তিনি বাড়তি উদ্যম নিয়ে বোলিং করতে চলেছেন তা প্রথম বলেই বুঝিয়ে দিয়েছিলেন তাস্কিন। উপমহাদেশের পিচেও গতিকে কাজে লাগিয়ে বাউন্স আদায় করে নেন তিনি। উল্টোদিকে ব্যাট হাতে ছিলেন মহেশ তীক্ষণা। শ্রীলঙ্কান স্পিনার উপায়ন্তর না দেখে হুক মারার প্রয়াস করেছিলেন, কিন্তু বলের নাগাল পান নি। বল তাঁর গ্লাভস স্পর্শ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের দস্তানায় জমা হয়। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়। গ্লাভস ভেদ করে বলের অভিঘাত যে বাম হাতে ভালোই ঠাহর করেছেন তীক্ষণা, তা বোঝা গেলো তিনি সাজঘরে ফেরার সময়। যন্ত্রণায় বাম হাত চেপে ধরেছিলেন তিনি। বাংলাদেশের জয় আটকাতে হলে শ্রীলঙ্কার হয়ে বোলিং-এ বড় ভূমিকা নিতে হবে তীক্ষণাকে, কিন্তু আহত অফস্পিনার আদৌ বোলিং-এর জাদু দেখাতে পারেন কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে।
দেখে নিন ভিডিও-
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur