আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়ন ভারত খেতাব রক্ষার অভিযান শুরু করবে ১০ তারিখ। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট শুরুর আগে কপালে ভাঁজ বিসিসিআই কর্তাদের। দিনকয়েক আগে হঠাৎই সরে দাঁড়িয়েছে ‘লিড স্পন্সর’ ড্রিম ইলেভেন। ২০২৩-এর জুলাইতে ৩৫৮ কোটি টাকার বিনিময়ে ৩ বছরের চুক্তি করেছিলো তারা। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’-এর কারণে ফ্যান্টাসি গেমিং নিষিদ্ধ ঘোষিত হওয়ায় চুক্তির মেয়াদ ফুরানোর আগেই সরতে হচ্ছে ড্রিম ইলেভেনকে। এত কম সময়ে নতুন কোনো সংস্থার সাথে চুক্তি করাও সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। ফলে স্পন্সর ছাড়াই এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে হচ্ছে তাদের। নয়া চ্যালেঞ্জ সামলাতে মিতব্যয়িতার পথই বেছে নিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা।
Read More: TOP 5: হরভজন-শ্রীশন্থ চড়কাণ্ড থেকে বিরাট-গম্ভীর বাগ্বিতণ্ডা, ফিরে দেখা আইপিএলের পাঁচ বিতর্কিত অধ্যায় !!
আলাদা আলাদা যাচ্ছেন তারকারা-

এতদিন বিদেশ সফরের আগে নিজ নিজ শহর থেকে মুম্বইতে আসতেন ক্রিকেট তারকারা। সেখান থেকে এরপর তাঁরা উড়ে যেতেন গন্তব্যের দিকে। কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) আগে সেই রীতিতে বদল এনেছে বিসিসিআই। এবার মুম্বই আসার বদলে ক্রিকেটাররা নিজেদের শহর থেকেই ধরবেন মধ্যপ্রাচ্যের বিমান। সংবাদসংস্থা পিটিআই-কে নাম গোপন রাখার শর্তে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “অবশ্যই বেশ কয়েকজন মুম্বই থেকেই যাবে। কিন্তু অন্যদের প্রথমে মুম্বই এসে ফের দুবাই যেতে বলার কোনো অর্থ নেই। সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের বিমানযাত্রার খরচ দু’বার করে দিতে হত। তাই সবাই এবার নিজেদের শহর থেকেই যাবে। দুবাই এমনিতেও বেশী দূরত্বের ফ্লাইট নয় অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলির তুলনায়।”
গত ১৯ তারিখ এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণা করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। মূল দলে থাকা ১৫ জনকেই আপাতত দুবাই নিয়ে যাওয়া হচ্ছে। স্ট্যান্ড-বাই তালিকায় থাকা পাঁচ ক্রিকেটার থাকছেন ভারতেই। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে জিতেশ শর্মা, শুভমান গিল (Shubman Gill) ও জসপ্রীত বুমরাহ শীঘ্রই রওনা হবেন দুবাইয়ের উদ্দেশ্যে। বাকিরাও বৃহস্পতিবারের মধ্যে যাবেন সেখানে। এই প্রসঙ্গে পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ঐ বোর্ড কর্তা জানিয়েছেন, “৪ সেপ্টেম্বর সন্ধ্যের মধ্যে দুবাইতে সকলে পৌঁছে যাবেন। ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট সেশন রাখা হয়েছে।” স্পন্সর নিয়ে মুখ খুলেছেন খোদ বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। বিকল্পের সন্ধান শুরু হয়েছে ইতিমধ্যে, আশ্বস্ত করেছেন তিনি।
নতুন স্পন্সর নিয়ে রয়েছে জল্পনা-

কারা হবেন টিম ইন্ডিয়ার (Team India) স্পন্সর? নানান দেশী-বিদেশী বহুজাতিক সংস্থার নাম ভাসছে ক্রিকেটমহলের অলিন্দে। ফিন-টেক সংস্থা আপস্টক্স আগ্রহ দেখিয়েছে বলে খবর মিলেছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে যে দৌড়ে রয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা টয়োটাও। ক্রিকেটে বিনিয়োগের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাদের। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া’র সাথে চুক্তি ছিলো তাদের। বর্তমানে ইংল্যান্ডের জার্সিতে দেখা যায় টয়োটা’র লোগো। ক্রিকেটের ‘বিগ থ্রি’র তৃতীয় সদস্যের সাথেও চুক্তি করার ব্যাপারে আশাবাদী তারা। দেনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে অন্তত ২০২৭-এর বিশ্বকাপ অবধি চুক্তি চাইছে বোর্ড। সেই কারণেই স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়ার পথে হাঁটছে তারা।