Asia Cup 2023: কমছে ভারত-পাক দূরত্ব, এশিয়া কাপে পাক সফরে যাচ্ছেন জয় শাহ ?? 1

Asia Cup 2023:  ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের আঁচ অনুভব করা যাচ্ছে মাঠের বাইরেও। গত অক্টোবরে বিসিসিআই-এর সচিব পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর জয় শাহ চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে ‘টিম ইন্ডিয়া’ যাবে না পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সূচী অনুযায়ী ২০২৩-এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের থাকলেও, ভারত বেঁকে বসায় বিশ বাঁও জলে পড়ে টুর্নামেন্টের ভবিষ্যৎ। লাগাতার চাপানউতোর, বেশ কয়েকবার বৈঠক শেষে অবশেষে গলেছিলো বরফ। পিসিবি চেয়ারম্যান নাজম শেঠির (Najam Sethi) হাইব্রিড মডেলের দাবী মেনে নিয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সল। টুর্নামেন্টের চার ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিলো পাকিস্তান। বাকি নয় ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারত নিজেদের সবক’টি ম্যাচই শ্রীলঙ্কার মাটিতে খেলবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে সূচি প্রকাশ করেছে তা অনুযায়ী ৩০ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর অবধি চলার কথা এশিয়া কাপের (Asia Cup 2023)। অংশগ্রহণকারী দলের সংখ্যা ছয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পাকিস্তান এবং নেপালের মধ্যে। ভারতের বেঁকে বসার ফলে ভেস্তে যাওয়ার মুখে থাকা টুর্নামেন্ট শেষমেশ যে আয়োজিত হতে চলেছে তা নিয়ে খুশির হাওয়া মহাদেশীয় ক্রিকেটের অন্দরে। ব্যাকসিটে ভারত-পাক (IND vs PAK) কূটনৈতিক যুদ্ধও। এতদিন পাক ক্রিকেটমহলের চোখে যিনি ‘ভিলেন’ ছিলেন সেই জয় শাহের (Jay Shah) দিকেই সৌহার্দ্যের হাত বাড়াতে দেখা গেলো পিসিবিকে।

Read More: IPL 2024: আবারও RCB’তে এন্ট্রি নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, কিংবদন্তী নিজেই করলেন কনফর্ম !!

সূচি প্রকাশ নিয়ে PCB-র রোষানলে জয় শাহ-

Jay Shah | Asia Cup 2023 | Image: Getty Images
Jay Shah | Image: Getty Images

আয়োজক দেশ হিসেবে এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি প্রকাশ করতে চেয়েছিলো পাকিস্তান। সেইমত লাহোরে একটি পাঁচতারা হোটেল ভাড়া নেওয়াও হয়েছিলো। আমন্ত্রণ জানানো হয়েছিলো প্রাক্তন ক্রিকেটারদের, ছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আসরাফও (Zaka Ashraf)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অনুষ্ঠানমঞ্চের ছবিও ট্যুইট করা হয় তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। জানা গিয়েছিলো পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী ৭টা ১৫ মিনিটে সূচি প্রকাশ করা হবে পিসিবি’র তরফে। কিন্তু অনুষ্ঠানের আধ ঘন্টা আগেই ঘটে বিপত্তি। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এশিয়া কাপের সম্পূর্ণ সূচি পোস্ট করে দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রেসিডেন্ট এবং বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। যার ফলে অর্থহীন হয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যাবতীয় আয়োজন। একে একক আয়োজনের দায়িত্ব ছাড়তে হয়েছে পাকিস্তানকে, এরপর সূচি প্রকাশের সুযোগও না পাওয়ায় ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেটমহল।

পাক বোর্ডের অন্দরের এক সূত্র জানায়, পিসিবি আগেই এসিসিকে জানিয়েছিলো যে লাহোরে অনুষ্ঠান শুরুর পাঁচ মিনিটের মধ্যে এশিয়া কাপের সূচি প্রকাশ করবে তারা কিন্তু ৭টা ১৫তে অনুষ্ঠান শুরুর আধঘন্টা আগেই জয় শাহ সূচি ঘোষণা করে দেন সময়ের নিরিখে পাকিস্তানের তুলনায় আধ ঘন্টা এগিয়ে ভারত। সেই কারণেই এই ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে জানিয়েছে এসিসি। পিসিবি সূত্র জানিইয়েছিলো, পাক বোর্ড এসিসির কাছে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে তাদের তরফে সময়ের তফাতের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানানো হয়েছে জয় শাহের এই ঘোষণা আমাদের অবাক করেছিলোএমনিতেই ভারত-পাক ক্রিকেট সম্পর্ক এখন ভালো নেই। তার উপর জয় শাহের এই ‘অনিচ্ছাকৃত ভুল’ সম্পর্কের রসায়নে কোনো নতুন জটিলতা আনতে পারে বলে আশঙ্কা করেছিলো দুই দেশের ক্রিকেটমহল।

পাক বোর্ড আমন্ত্রণ জানালো BCCI সচিব’কে-

Jay Shah and Zaka Ashraf | Asia Cup 2023 | Image: Getty Images
Jay Shah and Zaka Ashraf | Image: Getty Images

সূচি প্রকাশের দিনের অনভিপ্রেত ঘটনার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকার আশঙ্কা করা হয়েছিলো। তবে বাস্তবে দেখা গেলো উলটো ছবি। পূর্বের বৈরিতা ভরা অধ্যায়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। নাজম শেঠির পর পিসিবি চেয়ারম্যানের গদিতে বসেছেন জাকা আসরাফ (Zaka Ashraf)। প্রথমে এশিয়া কাপের (Asia Cup 2023) হাইব্রিড মডেলের বিরুদ্ধে মুখ খুললেও পরে তা মেনে নেন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার ডারবানে জয় শাহের (Jay Shah) সাথে সাক্ষাৎ’ও করেন। পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে প্রশাসনিক স্তরে যে যে জটিলতা তৈরি হয়েছিলো তা মেটাতেও উদ্যোগী হয়েছেন তিনি। এবার ভারতের ক্রিকেট বোর্ডের দিকেও সৌহার্দ্যের হাত বাড়ানোর চিন্তাভাবনা করছে আসরাফের নেতৃত্বাধীন পিসিবি।

.আগামী ৩০ অগস্ট মুলতানের মাঠে এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধন। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিসিসিআই সচিব ও এসিসি প্রেসিডেন্ট জয় শাহ’কে (Jay Shah) আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। এর আগে ডারবানের বৈঠকের পর জাকা আসরাফ জানিয়েছিলেন, সূচনাটা ভালো হয়েছে আমরা দুই দেশের সম্পর্কে উন্নতির চেষ্টা করছি এমন বৈঠক আরও হবে ভবিষ্যতেতখনও পাক মিডিয়ার তরফে দাবী করা হয়েছিলো জয় শাহকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন আসরাফ। তখন অবশ্য বিসিসিআই কর্মকর্তা এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল (Arun Dhumal) সেই জল্পনাকে নস্যাৎ করেছিলেন। জয় শাহ (Jay Shah) আদৌ পাকিস্তানে যাবেন কিনা সেই বিষয়ে কোনো সংবাদ এখনও পাওয়া যায় নি।

Also Read: WC 2023: এই চার দলকে বিশ্বকাপ ২০২৩’এর সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিলেন এবি ডি ভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *