Asia Cup 2023: দীর্ঘ টালবাহানার পর অবশেষে দিনক্ষণ স্থির হয়েছে পুরুষদের সিনিয়র এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) পাকিস্তানের দাবী মেনে হাইব্রিড মডেলে সম্মতি দিয়েছে। এই পদ্ধতি অনুযায়ী ৪টি ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯ ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কাতে। ভারত যাচ্ছে না পাকিস্তান। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে প্রতিযোগিতার সবক’টি ম্যাচ খেলবে তারা। ইতিমধ্যেই নির্ঘন্টও ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপের (Asia Cup 2023)। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। চলবে ১৭ সেপ্টেম্বর অবধি। ২০১৮ সালের পর এশিয়া কাপ জেতে নি ভারতীয় দল। গত বছর শেষ চারে পাকিস্তানের কাছে হেরে যাত্রা থেমেছে তাদের। এবার তাই জয়ের জন্য মরিয়া কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। দিনকয়েক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছে ভারত। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টায় থাকবে ‘মেন ইন ব্লু।’
সাফল্যের অন্বেষণে মাঠে নামার আগে পুরুষ দলের তারকা ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন ভারতের তরুণীদের মধ্যে থেকে। এর আগে শ্বেতা শেহরাওয়াত (Shweta Sehrawat), তিতাস সাধুরা (Titas Sadhu) টি-২০ বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। আজ তাঁদের ঝুলিতে জমা পড়লো মেয়েদের এমার্জিং এশিয়া কাপের খেতাবও। আগামীর ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। দাপটের সাথে খেলে দারুণ সাফল্য অর্জন করলো ভারতের মেয়েদের ‘এ’ দল। ফাইনালে তারা হারালো বাংলাদেশকে।
Read More: Ashes 2023: গ্যালারি থেকে উড়ে এলো অশ্রাব্য গালিগালাজ, জবাবে ‘গান্ধীগিরি’ হাতিয়ার ডেভিড ওয়ার্নারের !!
হংকং-এ সেরার শিরোপা ভারতের-
হংকং কথার অর্থ ‘সুবাসিত বন্দর।’ সেই বন্দর থেকে জয়ের সুবাস দেশের মাটিতে নিয়ে ফিরছেন ভারতীয় তরুণীরা। গোটা প্রতিযোগিতাতেই বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিলো ভারতের মেয়েদের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯ উইকেটে ভারত সহজেই জয় তুলে নিয়েছিলো আয়োজক হংকং-এর বিরুদ্ধে। এরপর থেকে ফাইনালের আগে অবধি একটি ম্যাচেও মাঠে নামতে পারেন নি তিতাস সাধু (Titas Sadhu), শ্রেয়াঙ্কা পাতিলরা (Shreyanka Patil)। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে নেপাল ও পাকিস্তান-এ দলের বিরুদ্ধে ম্যাচ দুটি। সেমি-ফাইনাল ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কা এ-র। ভারী বর্ষণে একবলও এগোয় নি ম্যাচ। সরাসরি ফাইনালে জায়গা করে নেন ভারতের তরুণীরা।
অপরপক্ষে পাকিস্তান-এ দল’কে ছয় রানে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার টিকিট অর্জন করেছিলো বাংলাদেশ-এ। খেতাবী যুদ্ধে ভারতীয় অধিনায়ক শ্বেতা শেহরাওয়াত (Shweta Sehrawat) টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন। ২০ ওভারের ম্যাচে ভারত স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে যোগ করে ১২৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন বৃন্দা দীনেশ (Vrinda Dinesh)। তিনি ২৯ বলে করেন ৩৬ রান। এছাড়াও কণিকা আহুজার (Kanika Ahuja) ব্যাট থেকে আসে ২৩ বলে ৩০* রানের ইনিংস। বল হাতেও জ্বলে উঠতে দেখা গেলো ভারতের মেয়েদের। বাংলাদেশ –এ দল’কে তাঁরা রুখে দিলেন ৯৬ রানে। চার বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ‘টাইগার্স’ তরুণীদের ইনিংস। হংকং-এর বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)। ৩ ওভারে ২ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ফাইনালে জারি রইলো তাঁর আগুনে ফর্ম। আজ তিনি ১৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ব্যাটের পর বল হাতেও সফল কণিকা আহুজা (Kanika Ahuja)। তাঁর সংগ্রহে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট। ম্যাচের সেরাও মনোনীত হলেন তিনিই। বাংলার তিতাস সাধু (Titas Sadhu) ২.২ ওভারে ১৪ রানের বিনিময়ে ১ উইকেট পান।