Asia Cup

Asia Cup 2025: গতকাল ভারতের বিরুদ্ধে ৪১ রানের ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের মাঠে নেমে পড়লো টাইগারবাহিনী। আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান। পাঁজরের চোটে আজও নেই অধিনায়ক লিটন দাস। তাঁর বদলে দায়িত্ব সামলাচ্ছেন জাকের আলি অনীক। দিনকয়েক আগে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলো পাকিস্তান। ফাইনালে ভারতের মোকাবিলা করার স্বপ্ন দেখছিলেন শাহীন শাহ আফ্রিদি, সলমন আলি আঘা’রা। কিন্তু আজ দুবাইয়ের বাইশ গজে বল হাতে পাক শিবিরকে যেভাবে চাপের মুখে ফেলেছে বাংলাদেশ, সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে আপাতত সংশয়ে ক্রিকেটমহল। একমাত্র মহম্মদ হারিস ও মহম্মদ নওয়াজ ছাড়া নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারেন নি কেউই। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৫ করেই থামতে হয়েছে তাদের।

Read More: “ভারত’কে হারাতে হলে…” পাকিস্তানে গৃহযুদ্ধ, মহসীন নকভি ও আসিম মুনির’কে কটাক্ষ ইমরান খানের !!

প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিলো পাকিস্তান। ছন্দে থাকা ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তাস্কিন আহমেদ। ভারতের বিরুদ্ধে অর্ধশতক করে বন্দুক চালানোর সেলিব্রেশন করেছিলেন তিনি। আজ ব্যর্থ হওয়ায় তাঁকে পড়তে হয়েছে নেটজনতার তোপের মুখে। ‘আজ বন্দুকটা উলটো দিকে চলেছে মনে হয়,’ লিখেছেন একজন। ‘কাকতালীয় ভাবে কেউ সাফল্য পেলে তার উদ্‌যাপনটাও অশালীনই হয়,’ লিখেছেন আরেক জন। পাক শিবিরের বাকিরাও বিশেষ সুবিধা করতে পারেন নি আজ। আরেক ওপেনার ফখর জামান ২০ বলে ১৩ করে রিশাদ হোসেনের শিকার হন। ‘আজ তো কোনো বিতর্কিত সিদ্ধান্ত দেন নি আম্পায়ার। তাহলে এভাবে মুখ থুবড়ে পড়তে হলো কেন?’ ফখরের ব্যর্থতায় প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়া।

আজ ফের  খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। চরম কটাক্ষের শিকার হয়েছেন তিনিও। ‘এই নিয়ে চলতি টুর্নামেন্টে চার নম্বর শূন্য। এ নাকি পাকিস্তানের সেরা প্রতিভা?’ ব্যঙ্গ এক নেটনাগরিকের। ‘যে হারে ডাক করছেন সাইম, তাতে তাঁকে দিনকয়েকের মধ্যে ক্রিকেট ছেড়ে হাঁস প্রতিপালন করতে দেখলে অবাক হব না,’ খোঁচা দিয়েছেন আরও একজন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হুসেন তালাত। আজ তিনি আউট হয়েছেন ৩ রান করে। ‘এক-আধদিনই শুধু ভালো পারফর্ম করে ও,’ তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন খোদ পাকিস্তান সমর্থকেরাই। ধুঁকতে থাকা পাকিস্তানকে খানিক লড়াইতে ফেরায় তাদের লোয়ার মিডল অর্ডার। ৩১ করেন মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ করেন ২৫, শাহীন আফ্রিদি আউট হন ১৯ করে। ফাহিম আশরাফের ব্যাট থেকেও এসেছে ১৪।

পাক ব্যাটাররা যেখানে পড়েছেন ট্রলিং-এর মুখে, তখন বাংলাদেশ বোলারদের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। গতকালও পাওয়ার প্লে’তে ৭২ রান হজম করার পর ভারতকে ১৬৮তে রুখে দিতে পেরেছিলেন তাঁরা। আজ পাকিস্তানকেও  ১৩৫-এ বেঁধে রাখলেন তাস্কিন-রিশাদ’রা। ‘গত কয়েক মাসে বাংলাদেশের বোলিং বিভাগ দারুণ উন্নতি করেছে,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘ভারতকে বাদ দিলে এই এশিয়া কাপে বাংলাদেশের বোলিং-ই সবচেয়ে ভালো পারফর্ম করেছে,’ মন্তব্য আরও একজনের। ‘তাস্কিন-মুস্তাফিজুররা বুঝিয়ে দিলেন যে অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না,’ প্রশংসায় মেতেছেন এক নেটিজেন। ‘রিশাদ টাইগারদের ভবিষ্যত। ওর যত্ন নেওয়া হোক,’ বিসিবি’র কাছে আর্জি আরেক ভক্তের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN ASIA CUP 2025 HIGHLIGHTS: অভিষেক ঝড়ে কুপোকাত বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *