Asia Cup 2025: বুধবার ভারত জিতেছিলো ৯ উইকেটের ব্যবধানে। শুক্রবার জয় দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করলো পাকিস্তান’ও। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো পাক শিবির। দুর্বল ওমানের বিরুদ্ধেও শুরুটা ভালো হয় নি তাদের। ওপেনার সাইম আইয়ুব (Saim Ayub) যখন সাজঘরে ফেরেন তখন সাজঘরে মাত্র ৪ রান। সাফল্যের মুখ দেখেন নি অধিনায়ক সলমন, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফরাও। কিন্তু তারপরেও ২০ ওভারে পাকিস্তানের স্কোর যে ১৬০ ছুঁলো তার কৃতিত্ব মহম্মদ হারিসের (Mohammad Haris)। কঠিন পিচে চমৎকার অর্ধশতক করেন তিনি। সঙ্গত করেন সাহিবজাদা ফারহান, ফখর জামানরা। পাক বোলিং-এর বিরুদ্ধে ওমান যে বেশীক্ষণ লড়াই চালাতে পারবে না তা নিশ্চিতই ছিলো। ১৬.৪ ওভারে ৬৭ করেই গুটিয়ে যায় তারা। রবিবারের এল-ক্লাসিকোর আগে দুই পয়েন্ট ছিনিয়ে নেয় ‘মেন ইন গ্রিন।’
Read More: “ওদের ঘর-বাড়ি জ্বালিয়ে…” বেফাঁস মন্তব্য শাহীদ আফ্রিদির, ভারত-পাক ম্যাচের আগে উস্কে দিলেন বিতর্ক !!
সহজ জয় পেলো পাকিস্তান-

তরুণ ওপেনার সাইম আইয়ুব’কে (Saim Ayub) নিয়ে চর্চার শেষ নেই পাক ক্রিকেটমহলের। একটা সময় বাবর আজম’কে (Babar Azam) যেমন বিরাট কোহলির সমকক্ষ প্রমাণের মরিয়া চেষ্টা চালিয়েছিলেন পড়শি দেশের বিশেষজ্ঞরা, তেমনই অভিষেক শর্মা বা যশস্বী জয়সওয়ালের সাথে প্রতিনিয়ত তুলনা চলছে সাইমের। দিনকয়েক আগে আমিরশাহীর বিপক্ষে ১৬ বলে ৩০ করেছিলেন অভিষেক। ওমানের বিরুদ্ধে ব্যাট হাতে তার আশেপাশেও পৌঁছতে পারলেন না সাইম। এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে খাতাই খুলতে পারলেন না তিনি।। অন্য ওপেনার সাহিবজাদা ফারহান করেন ২৯ বলে ২৯। ফখর জামানের (Fakhar Zaman) ব্যাট থেকে আসে ২৩। অন্য ব্যাটাররা চাপে পড়লেও ব্যতিক্রম মহম্মদ হারিস (Mohammad Haris)। রিজওয়ানের বদলে তাঁর উপরে আস্থা রেখেছে পিসিবি। সেই ভরসার দাম দিলেন তিনি। ৪৩ বলে করেন ৬৬। আজ পাক ইনিংসের প্রধান স্থপতি তিনিই।
এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান। পাকিস্তানের মত হেভিওয়েটের বিরুদ্ধে এঁটে উঠতে পারলেন না তাদের ব্যাটাররা। তৃতীয় ওভারের শুরুতেই আউট হন অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh)। ১-এর বেশী করতে পারেন নি তিনি। দ্বিতীয় ওপেনার আমির কালিন আউট হন ১৩ রান করে। কিছুটা লড়লেন তিন নম্বরে নামা হাম্মাদ মির্জা (Hammad Mirza)। তরুণ স্পিনার সুফিয়ান মুকিমের বলে উইকেট হারানোর আগে ২৩ বলে ২৭ করে যান তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ওমানের জার্সিতে সর্বোচ্চ রান তাঁরই। নয়ে নেমে শাকিল আহমেদ করেন বুধবার সংযুক্ত আরব আমিরশাহীকে ৫৭ রানে বেঁধে রেখেছিলো টিম ইন্ডিয়া। আজ ওমানকে পাকিস্তান থামিয়ে দিলো ৬৭ তেই। বড় ব্যবধানে জিতলেও নেট রান-রেটে আপাতত দ্বিতীয় স্থানেই রইলেন শাহীন আফ্রিদিরা।
ফোকাস এখন রবিবারের ম্যাচে-

ব্যাট হাতে রান না পেলেও বল হাতে নজর কাড়লেন সাইম আইয়ুব। ২ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন তিনি। সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফদের ঝুলিতেও জমা পড়েছে ২টি করে উইকেট। ১টি করে সাফল্য মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) ও আবরার আহমেদের। দুবাইয়ের মন্থর পিচে এই পঞ্চভুজ যে ঘাতক হতে পারে তা প্রমাণিত হলো আজ। ফ্রন্টলাইন পেসার হিসেবে শাহীন শাহ আফ্রিদির উপরেই আস্থা রেখেছিলেন কোচ মাইক হেসন। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছেন তিনি। বোলিং পাস মার্ক পেলেও চিন্তা কিন্তু থেকেই গেলো পাক ব্যাটিং নিয়ে। সাইম, সলমন আলি আঘা খাতাই খুলতে পারেন নি আজ। দশ পেরোন নি হাসান নওয়াজ, ফাহিম আশরাফরা। কুলদীপ, বুমরাহদের বিপক্ষে রবিবারের ম্যাচে এহেন ব্যাটিং পারফর্ম্যান্স যে যথেষ্ট হবে না তা বলা যায় নির্দ্বিধায়।