আর মাত্র কয়েক দিন পরেই এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) এর আসর বসতে চলেছে UAE-তে। আর সেই উপলক্ষে ভারতীয় দলে জায়গা পাওয়া ও না-পাওয়া খেলোয়াড়দের নিয়ে বিস্তর আলোচনা চলছে। নির্বাচক কমিটির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার জায়গা পাননি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেএল রাহুলদের (KL Rahul) মতন তারকা ক্রিকেটারদের এশিয়া কাপের দলে জায়গা দেওয়া হয়নি, যা ভক্ত এবং ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে বিস্ময় ও বিতর্ক সৃষ্টি করেছে। এশিয়া কাপের স্কোয়াডে যে, ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের ব্যাতিত একটি একাদশ প্রকাশ্যে এসেছে।সমাজ মাধ্যমে, সেইসব নাম উঠে এসেছে যাদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও এশিয়া কাপের দলে রাখা হয়নি।
দলের ক্যাপ্টেনসি করবেন শ্রেয়স

এই তালিকায় ওপেনিংয়ে রয়েছেন সাই সুধারশন (Sai Sudharsan) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুজনই আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিকতার সাথে প্রদর্শন দেখিয়েছিলেন, বিশেষ করে জয়সওয়াল আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করেছেন। সদ্য সম্প্রতি ঘটে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে দুরন্ত ছন্দ দেখিয়েছিলেন। তবুও নির্বাচকরা তাকে এশিয়া কাপে সুযোগ দেননি। এই দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে রাখা হয়েছে ঈশান কিষানকে (Ishan Kishan)। যিনি আগে ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। তবে, স্কোয়াড ঘোষণা হওয়ার সময় তাঁর নামও ছিল না। তিনি এই দলের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। মিডিল অর্ডারে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তিনি বর্তমান সময়ে দুর্দান্ত ছন্দ বজায় রেখেছেন। ঘরোয়া ক্রিকেটে আইপিএলে এবং ভারতের হয়েও বিগত কয়েক সিরিজে বেশ ভালো প্রদর্শন ছিল তাঁর। তিনিও দলের অংশ নন। তাকে এই দলের মিডিল অর্ডারে অর্থাৎ চারে রাখা যেতে পারে।পাশাপাশি কেএল রাহুল (KL Rahul) যিনি ব্যাট হাতে ও অভিজ্ঞতায় যে কোনো দলে ভারসাম্য আনতে পারতেন।
স্পিন ও পেস বিভাগে দেখা যাবে তারতম্য

অলরাউন্ডার হিসেবে আছেন রিয়ান পরাগ (Riyan Parag) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বিশেষ করে পরাগের সাম্প্রতিক ব্যাটিং ও বোলিং দুটিতেই উন্নতি হয়েছে, আর সুন্দর তার অফ-স্পিন ও ব্যাটিং দিয়ে টি-টোয়েন্টিতে কার্যকরী হতে পারতেন। স্পিন বিভাগে রয়েছেন রবি বিষ্ণু (Ravi Bishnoi) ও যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) – দুজনই অভিজ্ঞ এবং টি-টোয়েন্টি বিশেষজ্ঞ, কিন্তু তবুও বাদ পড়েছেন মূল স্কোয়াড থেকে।
পেস বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar)। তাছাড়া, তারকা পেসার মহম্মদ সিরাজ বর্তমানে ভারতের অন্যতম সেরা পেসার হলেও তাঁকে এশিয়া কাপের দল থেকে বিশ্রাম দিয়ে বাদ দেওয়া হয়েছে। দলে ভুবনেশ্বর কুমার থাকায় তাঁর অভিজ্ঞতা ও ডেথ ওভারে বোলিং দক্ষতার জন্য তিনি কার্যকর হতে পারতেন।
এশিয়া কাপে নির্বাচিত না হওয়া ভারতীয় দল
যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রিয়ান পরাগ, ওয়াসিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণু, মোহম্মদ সিরাজ, জুজভেন্দ্র চাহাল।