এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ৪’এর ম্যাচগুলি শনিবার থেকে শুরু হয়েছে। ভারতীয় দল এই পর্বে রবিবার পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামছে। এই দুই চির প্রতিদ্বন্দ্বী যতবার একে অপরের মুখোমুখি হয়েছে ক্রিকেটের উন্মাদনা ভক্তদের মন ছুঁয়ে গেছে। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে ব্লু ব্রিগেডরা দুরন্ত জয় তুলে নিয়ে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) যোগ্য জবাব দেয়। সাম্প্রতিক সময় পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জন্য ভারতের যে ক্ষতি হয়েছে তার প্রতিবাদে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) খেলার মাঠে কোনোরকম সৌজন্য দেখায়নি। এই বিতর্কের জট এখনও কাটেনি। এর সঙ্গেই আসন্ন ম্যাচ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)
ম্যাচ নং: সুপার ফোর ২
তারিখ: ২১/০৯/২০২৫
ভেন্যু: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম
সময়: রাত ৮ টা (ভারতীয় সময়)
Read More: “জিততে কালঘাম ছুটে গেল…” ওমানের বিরুদ্ধে ২১ রানে ম্যাচ জিতেও সমাজ মাধ্যমে ট্রোলড টিম ইন্ডিয়া !!
IND vs PAK ম্যাচের পিচ রিপোর্ট-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্ৰুপ পর্বে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনেকগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠেই গ্ৰুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচে স্পিনারদের দাপট প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছিল। ব্লু ব্রিগেডদের হয়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) সব মিলিয়ে মোট ৬ টি উইকেট সংগ্রহ করেন। তবে এই পিচের প্রথম দিকে পেসাররা উপযুক্ত বাউন্স এবং সুইং পেয়ে উইকেট সংগ্রহ করে নিতে পারেন।
ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এখনও পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ৯৪ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪৩ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫০ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। এই মাঠে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ইনিংসের গড় রান ১৪০ এবং দ্বিতীয় ইনিংসের গড় রান ১২৪।
দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-

রবিবার দুবাইয়ের আকাশে সামান্য মেঘের আনাগোনা থাকবে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৫৭ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে গড়ে ঘন্টায় ১৭ কিমি বেগে।
IND vs PAK হেড টু হেড-

এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৪ টি ম্যাচে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১১ টি ম্যাচে ভারতীয় দল এবং ৩ টি ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। অন্যদিকে এই দুই দেশের শেষ ৫ বারের মুখোমুখিতে ব্লু ব্রিগেডরা ৪ বার জয়লাভ করেছে। ১ ম্যাচ ড্র হয়েছিল এবং কোনো ম্যাচে পাকিস্তান জয়লাভ করতে পারেনি।
IND vs PAK ম্যাচের লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ সহ এশিয়া কাপের (Asia Cup 2025) সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলি সম্প্রচারিত হচ্ছে সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। অনলাইনে ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে সোনি লিভ অ্যাপে।
ভারতের সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী
পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
সাইবজাদা ফারহান, সাইম আইয়ুব, মহম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, খুশদিল শাহ, হারিস রাউফ