Asia Cup 2025, BAN vs SL TOSS REPORT: টসে জিতল লঙ্কানরা, দাপট দেখাতে মরিয়া লিটন বাহিনী !! 1

এশিয়া কাপের গ্রুপ পর্বে এবার নামতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা (BAN vs SL)। লিটন দাসের (Liton Das) নেতৃত্বে রিতিমতন দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তারা হংকংকে ৭ উইকেটে পরাস্ত করেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দলকে প্রবল আত্মবিশ্বাস দেবে এবং বাংলাদেশের বিপরীতে মাঠে নামতে চলেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ চারিথ আসালঙ্কার নেতৃত্বে নামছে শ্রীলঙ্কা। দু’দলই চাইবে আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে যেতে। আপাতত এই এশিয়া কাপে এখনও একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি শ্রীলঙ্কাকে। তারাও আজ প্রথন ম্যাচটি খেলতে নামবে। আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ স্টেডিয়ামে দুই দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। দুই দলের মধ্যে কোনো দল আজকের ম্যাচ জিতলে সেটি দলগুলোর কাছে বোনাস হতে চলেছে।

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

বাংলাদেশ (BAN) বনাম শ্রীলঙ্কা (SL)

ম্যাচ নং- ০৫

তারিখ- ১৩/০৯/২০২৫

ভেন্যু- শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Read More: এশিয়া কাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত অধিনায়কের, চাপের মুখে দল !!

Sheikh Zayed Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Asia Cup 2025, BAN vs SL TOSS REPORT: টসে জিতল লঙ্কানরা, দাপট দেখাতে মরিয়া লিটন বাহিনী !! 2
Abudhabi Cricket Stadium | Image: Twitter

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবুধাবির পিচ সবসময়ই ব্যাট-বল দুই পক্ষকেই সমান সুযোগ দেয়। বাংলাদেশ এই মাঠে আগে একটি ম্যাচ খেলেছে যার ফলে তাদের কাছে এটি একটি বাড়তি সুবিধা হতে চলেছে। শুরুতে নতুন বলে পেসাররা সুইং পেতে পারেন। তবে, খেলা এগোনের সাথে সাথে এখানকার গরম স্পিনারদের জন্য বেশ কার্যকর হয়ে উঠবে। গত ম্যাচগুলোতে স্পিনারদের তান্ডব দেখা গিয়েছে।এখানে প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ১৪৫-১৫০-এর কাছাকাছি, আর দ্বিতীয় ইনিংসে তা নেমে আসে প্রায় ১৩০-এ। উভয় দলের ব্যাটসম্যানরা চাইবে পাওয়ার প্লের ভরপুর ফায়দা তুলতে এবং যতটা সম্ভব রান বানিয়ে নেওয়ার।

Abu Dhabi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আবুধাবিতে গরম থাকলেও সন্ধ্যার পর কিছুটা স্বস্তি মিলবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন ৩০ ডিগ্রী। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে ৪৫% আর্দ্রতা থাকবে, আর খেলাকালীন সময়ে ১৬-১৮ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে।

BAN vs SL, হেড টু হেড পরিসংখ্যান-

টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪ বার, আর লঙ্কানরা জিতেছে ৮ বার। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২৩ সালে, যেখানে শ্রীলঙ্কা ৩ উইকেটে জয় পেয়েছিল।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

লিটন দাস (Bangladesh Captain)

প্রথমে ব্যাট করতে আপত্তি নেই, দেখতে ভালো উইকেট বলে মনে হচ্ছে। প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। একটা খেলা জিততে হলে সবকিছু ঠিকঠাক করতে হবে। তাসকিন খেলছে না আর শরিফুল বদলে এসেছে ।

চারিথ আসালঙ্কা (Sri Lanka Captain)

আমরা বল করতে যাচ্ছি, দেখতে নতুন পিচের মতো, তাই আমরা বল করতে চাই। অবশ্যই হ্যাঁ। এটা একটা ভালো স্মৃতি এবং আমরা এই গতি ধরে রাখতে চাই। অধিনায়ক হিসেবে এটা একটা ভালো চ্যালেঞ্জ এবং আমাদের কাছে অনেক ভালো খেলোয়াড় আছে। ৭-৪ কম্বো, তিনজন অলরাউন্ডার। হাসারাঙ্গা খেলছে ।

দুই দলের প্রথম একাদশ-

বাংলাদেশ (BAN)- পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (WK/C), তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা (SL)- পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (WM), কামিল মিশারা, কুসল পেরেরা, চরিথ আসালাঙ্কা (C), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামেরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা

BAN vs SL, টস রিপোর্ট- টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

Read Also: BCCI’এর নতুন পদে বসতে চলেছেন হরভজন সিং, খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *