Asia Cup 2025, BAN vs AFG Toss Report in Bengali: টস জিতলো বাংলাদেশ, মরণবাঁচন ম্যাচে লিটনদের একাদশে চার পরিবর্তন !! 1

Asia Cup 2025: শ্রীলঙ্কার বিরুদ্ধে হতশ্রী পরাজয়ের পর ব্যাকফুটে বাংলাদেশ। এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে বিদায়ের দোরগোড়ায় লিটন দাসের (Litton Das) দল। সুপার ফোর পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয় অত্যন্ত প্রয়োজন তাদের। আবু ধাবি’র মাঠে তাই সর্বস্ব দিক দল, চান তাদের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। মন্থর বাইশ গজে কার্যকরী ভূমিকা নিতে পারেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), শেখ মেহদীরা। ব্যাটিং বিভাগেরও প্রভূত উন্নতি প্রয়োজন টাইগারদের। অধিনায়ক লিটনের পাশাপাশি নজর থাকবে শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীকদের দিকে। পক্ষান্তরে আফগানিস্তান মাঠে নামতে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই। রশিদ খান (Rashid Khan), নূর আহমে’দের ঘূর্ণি প্রধান অস্ত্র হতে পারে তাদের। ব্যাটিং বিভাগের ভার সামলাবেন সিদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাইরা।

Read More: এশিয়া কাপের মধ্যেই মালামাল হলো BCCI, অ্যাপোলোর সাথে হলো কোটি টাকার চুক্তি !!

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

বাংলাদেশ (BAN) বনাম আফগানিস্তান (AFG)

ম্যাচ নং- ০৯

তারিখ- ১৬/০৯/২০২৫

ভেন্যু- শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Sheikh Zayed Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Sheikh Zayed Stadium, Abu Dhabi | Image: Twitter
Sheikh Zayed Stadium, Abu Dhabi | Image: Twitter

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সম্মুখসমরে বাংলাদেশ ও আফগানিস্তান (BAN vs AFG)। দুবাইয়ের মত এখানেও সাধারণত মন্থর বাইশ গজ চোখে পড়ে। কার্যকরী হন স্লো মিডিয়াম পেসার ও স্পিন বোলাররা। পাশাপাশি আউটফিল্ড যথেষ্ট বড় ও মন্থর হওয়ায় কঠিন হয় বাউন্ডারি হাঁকানোও। বিশেষজ্ঞদের মতে আজকের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ভাগ্য তাই নির্ধারণ করতে পারেন বোলাররাই। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৭। দ্বিতীয় ইনিংসের ১২৩। পরিসংখ্যান বলছে যে আবু ধাবিতে আয়োজিত ৯৪টি টি-২০ ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল সাফল্য পেয়েছে ৪৩টিতে। আর রান তাড়া করে জয় এসেছে বাকি ৫১টি খেলায়।

Abu Dhabi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Abu Dhabi Weather Forecast | Image: Twitter
Abu Dhabi Weather Forecast | Image: Twitter

মাঠের প্রতিপক্ষের সাথে এশিয়া কাপে (Asia Cup 2025) আবহাওয়ার বিরুদ্ধেও যুঝতে হচ্ছে ক্রিকেটারদের। চূড়ান্ত গরমের মধ্যে চলছে টুর্নামেন্ট। আজ আবু ধাবি’তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদ্‌’রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৫৭ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। খেলা চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা।

BAN vs AFG হেড টু হেড পরিসংখ্যান-

BAN vs AFG | Image: Getty Images
BAN vs AFG | Image: Getty Images
  • মোট ম্যাচ- ১২
  • বাংলাদেশের জয়- ০৫
  • আফগানিস্তানের জয়- ০৭
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- আফগানিস্তান ৮ রানের ব্যবধানে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Litton Das and Rashid Khan | Image: Getty Images
Litton Das and Rashid Khan | Image: Getty Images

লিটন দাস-

আমরা প্রথমে ব্যাটিং করব। এই খেলার জন্য সব ছেলেরা উত্তেজিত, আমাদের অবশ্যই জিততে হবে। উইকেটটা একটু ধীর গতির, ১৬০ রান যথেষ্ট ভালো স্কোর হবে। মনে হচ্ছে পিচ বেশ ভালোই, কিন্তু একটু ধীর গতির। দলের মেজাজ ভালো, গত কয়েক মাস আমাদের ভালো কেটেছে। আগের খেলা নিয়ে খুব বেশি ভাবতে পারছি না। আমাদের একাদশে চারটি পরিবর্তন থাকছে। ফিরছে তাস্কিন। তিনজন স্পিনার এবং দুইজন পেসার নিয়ে নামছি আমরা।

রশিদ খান-

প্রথমে ব্যাট করতেও ভালো লাগত, কিন্তু টি-টোয়েন্টিতে এটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ছেলেরা তিন দিন ভালো সময় কাটিয়েছে এবং আমরা ভালো করে অনুশীলন সেরেছি। আমাদের শক্তি হলো আমাদের বোলিং ইউনিট, বিশেষ করে স্পিন বোলিং। আমাদের এখনও একটি দল হিসেবে ভালো বোলিং করতে হবে এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামা দরকার। শরীর ভালো আছে। ম্যাচ উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছি। আমরা হংকংয়ের বিপক্ষে যে দলটি খেলেছে সেটিই অপরিবর্তিত থাকছে।

দুই দলের প্রথম একাদশ-

BAN vs AFG | Asia Cup 2025 | Image: Getty Images
BAN vs AFG | Image: Getty Images

বাংলাদেশ (BAN)-

সইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহদী, নুরুল হাসান, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীক, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান (AFG)-

সিদিকুল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদ্রান, মহম্মদ নবি, গুলবদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, ফজলহক ফারুখি, আল্লাহ গজনফর।

BAN vs AFG, টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।

Also Read: বেটিং কাণ্ডে ED’র নজরে এবার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা, হাজিরার নির্দেশ দুই ক্রিকেটতারকাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *