asia-cup-2023-video-of-muslim-begging-on-plane-goes-viral

Asia Cup 2023: আগামী মাসের শেষ থেকেই এশিয়া কাপের আসর বসতে চলেছে। এশিয়া কাপকেই কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা বিশৃঙ্খলা বিগত ৮-৯ মাস ধরে।  ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। তার জেরেই শেষমেশ পাকিস্তানকে বড় ধাক্কা দিল BCCI। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসলে নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেখানে যেতে অস্বীকার করেছিল। এছাড়াও গত কয়েকদিন ধরে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। সম্প্রতি একটি জীবন্ত উদাহরণ দেখা গেল একটি ফ্লাইটে। এক পাকিস্তানি ব্যক্তিকে টাকা ভিক্ষা করতে দেখা গিয়েছে ফ্লাইটে।

Read More: WI vs IND: বাদের খাতায় উনাদকাট, দ্বিতীয় টেস্টে এই দুর্দান্ত ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে ভারত !!

এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

IND VS PAK, asia cup 2023
IND VS PAK | Image: Getty Images

ভারত-পাকিস্তান (IND vs PAK) দল যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে আসে, সর্বদা একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চায় সমর্থকরা। এবারেও একই রোমাঞ্চের প্রত্যাশা করেছেন সমস্ত ভারতীয় ভক্তদের। এই টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই টুর্নামেন্টের সবথেকে বড় হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে।

আসলে, ভারত-পাকিস্তানের মধ্যেকার বৈরিতা বহু শতাব্দীর পুরনো। দুই দেশের অতীত রাজনৈতিক মতপার্থক্যের প্রভাব খেলাধুলায় দেখা যায়। যখন দুই দল মুখোমুখি হয় তখন উষ্ণতার পারদ ঠিকরে বার হয়। এবার এশিয়া কাপে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে। মোট ৩ বার দুই দল মুখোমুখি হতে পারবে এশিয়া কাপের মঞ্চে, পাশাপাশি বিশ্বকাপেও ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই দল।

ভাইরাল হলো ভিডিও

Asia cup 2023পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে খুব খারাপ ছিল। সম্প্রতি একটি জীবন্ত উদাহরণ দেখা গেল এর যখন একটি ফ্লাইটে এক পাকিস্তানি ব্যক্তিকে টাকা ভিক্ষা করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। লোকজন এই নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন।

Read Also: নেতৃত্ব হারাতে চলেছেন হার্দিক পান্ডিয়া, অজিত আগারকারের পছন্দের এই প্লেয়ার পাবেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *