২০২৩ সাল জুড়েই একাধিক টুর্নামেন্ট ও সিরিজ খেলতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়া। বছরের শুরুতেই শ্রীলঙ্কাকে পরাস্ত করে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হয়ে ছিল। এবার পালা এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) জয়ের। আর এই এশিয়া কাপকেই কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা বিশৃঙ্খলা। বিগত ৮-৯ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না।
Read More: কেটে যাচ্ছে KKR-এর ঘন অন্ধকার, প্রধান কোচের ভূমিকায় আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায় !!
দুবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
৩০ আগস্ট প্রথম ম্যাচেই পাকিস্তান নেপালের মুখোমুখি হবে, পাশাপাশি বাংলাদেশ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি ৩১ শে আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে, তারপরে ২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত সংঘর্ষ হবে ক্যান্ডিতেই। এরপর ৩ সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হবে, এরপর আবার ক্যান্ডিতে ভারত-নেপালের মুখোমুখি হবে ৪ সেপ্টেম্বর। পাশাপাশি, শ্রীলঙ্কা ৫ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের সাথে খেলবে এবং এরপর সুপার ফোরের ম্যাচগুলো শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।
সেই ম্যাচগুলোর জন্য পাকিস্তানকে A1 হিসেবে মনোনীত করা হয়েছে এবং ভারতকে A2 হিসেবে মনোনীত করা হয়েছে। শ্রীলঙ্কা হবে B1 এবং বাংলাদেশ B2। নেপাল বা আফগানিস্তান যদি সুপার ফোরে ওঠে, তারা নক আউটের দলটির জায়গা নেবে।
এশিয়া কাপের পূর্ণ সূচি:
৩০ আগস্ট – পাকিস্তান বনাম নেপাল – মুলতান
৩১ আগস্ট – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ক্যান্ডি
১ সেপ্টেম্বর – বিরতি দিবস
২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ভারত – ক্যান্ডি
৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান – লাহোর
৪ সেপ্টেম্বর – ভারত বনাম নেপাল – ক্যান্ডি
৫ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা- লাহোর
৬ সেপ্টেম্বর – সুপার 4s – A1 বনাম B2 – লাহোর
সেপ্টেম্বর ৯ – B1 বনাম B2 – ক্যান্ডি
সেপ্টেম্বর ১০ – A1 বনাম A2 – ক্যান্ডি
১২ সেপ্টেম্বর – A2 বনাম A1 – ডাম্বুলা
সেপ্টেম্বর ১৪ – A1 বনাম B2 – ডাম্বুলা
১৫ সেপ্টেম্বর – A2 বনাম B2 – ডাম্বুলা
১৭ সেপ্টেম্বর – ফাইনাল – কলম্বো
ASIA CUP 2023 Schedule. pic.twitter.com/YSug274Jd7
— Johns. (@CricCrazyJohns) July 19, 2023