বিগত ৯-১০ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। যেকারণেই এবছর দুই দেশে আয়োজিত হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট পাকস্তান ও নেপাল প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচটি পাকিস্তানে হতে চলেছে। পর দিনেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কায়। তবে, ইতিমধ্যে হয়েছে সময় সুচির পরিবর্তন। আসলে, প্রতিটি খেলায় সময় পরিবর্তন করে দুপুরে শিফট করা হয়েছে।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের আগে চোট পেলেন এই তুখোড় খেলোয়াড়, ব্যাকফুটে টিম ইন্ডিয়া!!
পরিবর্তন হলো এশিয়া কাপের সময়সূচি
পিসিবির তরফে প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এই এশিয়া কাপ আয়োজিত হবে। মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে ২০২৩ এশিয়া কাপ শুরু হবে। এই টুর্নামেন্টে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হবে: গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল, আর গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। সামনে ওডিআই বিশ্বকাপের (WC 2023) দিকে তাকিয়ে, এবারের এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচগুলো পঞ্চাশ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং হোস্টিং দায়িত্ব পাকিস্তান ও শ্রীলঙ্কা পালন করব। পাকিস্তান দুটি ভেন্যুতে চারটি ম্যাচ আয়োজন করবে এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
পাক বনাম ইন্ডিয়ার রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তান না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। সে কারণেই এবার এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দেশে হতে চলেছে। তবে এবারের এশিয়া কাপের সময়সূচিতে করা হয়েছে পরিবর্তন। এবারের এশিয়া কাপ দুপুর ৩ টায় শুরু হতে চলেছে। এশিয়া কাপে কমকরে দুবার মুখোমুখি হবে ভারত-পাক, প্রথমে ২ সেপ্টেম্বর ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হবে।