Asia Cup 2023: পাকিস্তানকে ভয় পেয়েই দল নির্বাচনে দেরী করছে BCCI, জয় নিশ্চিত করতে এই ১৭ জন খেলোয়াড় হলেন কনফর্ম !! 1

২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম, এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। বিগত ১০ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের আয়োজন নিয়ে চলছিল জল্পনা। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহের (Jay Shah) পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানোর সিদ্ধান্তের জন্যই শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর মাত্র কয়েকদিন বাকি এবং টিম ইন্ডিয়া এখনও ঘোষণা করেনি তাদের স্কোয়াড। পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল ইতিমধ্যেই ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য তাদের নিজ নিজ দল ঘোষণা করেছে।

এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী দল মাঠে নামানোর জন্যই দল নির্বাচনে বিলম্ব হচ্ছে টিম ইন্ডিয়ার। জাতীয় নির্বাচকরা কেএল রাহুল (KL Rahul) এবং শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে চান। এছাড়াও, বর্তমানে আয়ারল্যান্ড সফরে থাকা জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) কতটা ফিট তা নিয়েও সজাগ হতে চায় টিম ম্যানেজমেন্ট।

Read More: Asia Cup 2023: চাকরি হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া, এশিয়া কাপে ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন হচ্ছেন জসপ্রীত বুমরাহ !!

১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বুমরাহ

Jasprit Bumrah , asia cup 2023
Jasprit Bumrah | Image: Getty Images

বুমরাহ এশিয়া কাপ (Asia Cup 2023) ও ওয়ানডে বিশ্বকাপের (WC 2023) জন্য কতটা প্রস্তুত তা আয়ারল্যান্ড সফরেই দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লজ্জাজনক পারফরম্যান্সের পরে, বিসিসিআই এশিয়া কাপে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চায় না। তাই দলের প্রমুখ প্লেয়ারদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে দল। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে বেশ দারুন ছন্দে দেখা যাচ্ছে বুমরাহকে। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ফেলেছেন তিনি পাশাপাশি ভালো ক্যাপ্টেন্সিও করেছেন তিনি।

তবে শ্রেয়াসকে নির্বাচনের জন্য পাওয়া না যায়, তাহলে তার জায়গায় নির্বাচকদের প্রথম পছন্দ হবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ দারুন পারফরম্যান্স দেখিয়েছেন তিলক ভার্মা (Tilak Varma)। আসলে,ভারতীয় দলের মিডিল অর্ডার নিয়ে চলছে বেশ সমস্যা, এই স্থানে আপাতত রাহুল ও শ্রেয়সকেই বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রমুখ বলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যিনি প্রস্তুত বিশ্বকাপের জন্য।

২১ তারিখ প্রকাশিত হবে ভারতীয় স্কোয়াড

Indian team, asia cup 2023
Indian Cricket Team | Image: Getty Images

বিসিসিআই সূত্রে জানা গেছে, ২০ আগস্ট আয়ারল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ এবং পরের দিন ২১ আগস্ট এশিয়া কাপের জন্য দল নির্বাচন করা হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। তবে, ভারতীয় দলের জন্য সুখবর হতে চলেছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কেএল রাহুলের (KL Rahul) ফিটনেস। শুক্রবার জাতীয় ক্রিকেট একাডেমিতে (NCA) কয়েক ঘণ্টা ব্যাটিং ও উইকেটকিপিং অনুশীলন করতে দেখা যায়। তবে, এই ফরম্যাটে উইকেটকিপিং করার জন্য রাহুল প্রস্তুত কিনা সেটাও দেখার একটি বিষয়।

বাড়তি চাপ রয়েছে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ নিয়ে

Asia Cup 2023: পাকিস্তানকে ভয় পেয়েই দল নির্বাচনে দেরী করছে BCCI, জয় নিশ্চিত করতে এই ১৭ জন খেলোয়াড় হলেন কনফর্ম !! 2
India’s captain Virat Kohli (L) and his Pakistan’s counterpart Babar Azam greet each other before the start of the ICC mens Twenty20 World Cup cricket match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on October 24, 2021. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানেই বাড়তি একটি চাপ, আর এই চাপ বিগত কয়েক বছর ধরে সহ্য করতে পারছে না টিম ইন্ডিয়া। ২০২১টি টোয়েন্টি বিশ্বকাপে পাকস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজয় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, প্রথম ম্যাচে পরাজয়ের পরে বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি টিম ইন্ডিয়া। ওই ম্যাচে শাহীন আফ্রিদির (Shaheen Afridi) প্রথম ওভারেই রোহিত ও রাহুল প্যাভিলিয়নে ফিরে গেলে খেলা পাকিস্তানের দখলে চলে আসে। এছাড়া বিগত দুই এশিয়া কাপে শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছে, যেখানে দুটিই ভারতের কাছে জয়ের জন্য বেশ সহজ ছিল।

বাড়তি চাপ ভারতের পক্ষে এইসব ম্যাচে  জয়গুলি অনেক কঠিন বানিয়ে দেয়। ঠিক তেমনই, ভারতীয় দল গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, তখন বিরাট কোহলির (Virat Kohli) দুর্দান্ত ইনিংসে ভারতের জয় মিললেও , এই জয় ছিনিয়ে নিতে রিতিমতন হিমশিম খেয়ে যায় টিম ইন্ডিয়া। এবার ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। এবারের এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে দুবার মুখোমুখি হবে এই দুই দল, এমনকি বিশ্বকাপেও দেখা যাবে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ।

এশিয়া কাপের জন্য সম্ভাব্য একাদশ

শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, রোহিত শর্মা (C), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (VC), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জুজুভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের দল থেকে আউট শ্রেয়াস আইয়ার, টিমে এন্ট্রি নিচ্ছেন তিলক ভার্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *