Asia Cup 2022 Live Stream, Squad, Teams, Match Details: এশিয়া কাপের সময়সূচী, সমস্ত দেশের দল, লাইভ স্ট্রিম, সরাসরি সম্প্রসারণ, ম্যাচ প্রিভিউ ও স্টেডিয়ামের বিবরণ !! 1

Asia Cup 2022 Live Stream: সারা বিশ্ববেপী ক্রিকেট প্রেমীদের মনে আনন্দ দেবার জন্য শুরু হতে চলেছে বিশ্ববিখ্যাত এশিয়া কাপ(Asia Cup 2022)। এই বছরের এশিয়া কাপ ২৭ই আগস্ট থেকে শুরু হবে দুবাইয়ের মাটিতে এবং শেষ হবে ১১ই সেপ্টেম্বর। এশিয়া মহাদেশের ৬টি শক্তিশালী দলগুলিকে নিয়ে এশিয়া কাপের আয়োজন করে থাকে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি। এই ৬টি দলের মধ্যে ইতিমধ্যেই ভারত, শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান সহ ৫টি দেশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং হংকং, কুয়েত, সিঙ্গাপুর এবং দুবাই এই ৪টি দল ৬নাম্বার জায়গার জন্য নিজেদের মধ্যে কোয়ালিফায়ার রাউন্ড খেলছে। এই ৪টি দলের ভেতর থেকে যে দল জিতবে তারাই এশিয়া কাপের মূল মঞ্চে প্রবেশ করতে সক্ষম হবে। এই বছরের এশিয়া কাপ t20 ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি কারণ এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর।

Asia Cup 2022 Live Stream, Squad, Teams, Match Details: এশিয়া কাপের সময়সূচী, সমস্ত দেশের দল, লাইভ স্ট্রিম, সরাসরি সম্প্রসারণ, ম্যাচ প্রিভিউ ও স্টেডিয়ামের বিবরণ !! 2
Afghanistan’s Hamid Hasan (2L) walks back to the pavilion after losing his wicket for six runs as Sri Lanka’s Lasith Malinga is mobbed by teammates during the 2019 Cricket World Cup group stage match between Afghanistan and Sri Lanka at Sophia Gardens stadium in Cardiff, south Wales, on June 4, 2019. – Sri Lanka won the match by 34 runs. (Photo by GEOFF CADDICK / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read GEOFF CADDICK/AFP via Getty Images)

এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় দল সব থেকে বেশি ৭বার বিজয়ী হয়েছে এবং তারপরের স্থান হলো শ্রীলংকার যারা ৫বার এশিয়া কাপ বিজয়ী হয়েছে। এছাড়াও ভারতীয় দল এই বছর এশিয়া কাপ নিজেদের কাছেই ধরে রাখতে চাইবে কারণ তারা গতবারের এশিয়া কাপ বিজেতা। তবে খবর সূত্রে এটাই জানা গেছে কোয়ালিফায়ারে মধ্যে থেকে হংকং দল বিজেতা হয়ে এশিয়া কাপের মূল মঞ্চে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।

Read More: Asia Cup 2022: এশিয়া কাপের আসরে যে ৩ বড়ো সমস্যার সম্মূখীন হতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা !!

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি:

Date Match Details Venue Time (IST)
Aug 27 Sri Lanka vs Afghanistan, 1st Match, Group B Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Aug 28 India vs Pakistan, 2nd Match, Group A Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Aug 30 Bangladesh vs Afghanistan, 3rd Match, Group B Sharjah Cricket Stadium, Sharjah 7:30 PM
Aug 31 India vs Hong Kong, 4th Match, Group A Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 1 Sri Lanka vs Bangladesh, 5th Match, Group B Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 2 Pakistan vs Hong Kong, 6th Match, Group A Sharjah Cricket Stadium, Sharjah 7:30 PM
Sep 3 TBC vs TBC, Super Four, Match 1 (B1 v B2) Sharjah Cricket Stadium, Sharjah 7:30 PM
Sep 4 TBC vs TBC, Super Four, Match 2 (A1 v A2) Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 6 TBC vs TBC, Super Four, Match 3 (A1 v B1) Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 7 TBC vs TBC, Super Four, Match 4 (A2 v B2) Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 8 TBC vs TBC, Super Four, Match 5 (A1 v B2) Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 9 TBC vs TBC, Super Four, Match 6 (B1 v A2) Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM
Sep 11 TBC vs TBC, Final Dubai International Cricket Stadium, Dubai 7:30 PM

 

এশিয়া কাপের গ্রুপ পর্ব: প্রাথমিক পর্বে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে ৬টি দলকে। গ্রুপ এ তে- ভারত,পাকিস্তান এবং হংকং। গ্রুপ বি তে- শ্রীলংকা,বাংলাদেশ এবং আফগানিস্তান। এই দুটি গ্রুপের মধ্যে থেকে প্রথম দুটি করে দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরের লড়াইতে ৪টি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের শীর্ষে থাকা দু দল ফাইনাল খেলবে।

এশিয়া কাপে প্রতিটা দলের স্কোয়াড:

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,  দীপক হুডা, ঋষভ পান্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।

রিসার্ভ বেঞ্চ: শ্রেয়াস আইয়ার,আক্সার প্যাটেল এবং দীপক চাহার।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক),সাদাব খান, আসিফ আলী, ফাকার জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী,মোহাম্মদ হাসনাইন, নাসীম শাহ, ,শাহনাওয়াজ দাহানি এবং উসমান কাদির।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জার্দান, আফসার জাজাই, আজমাতুল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ মালিক, ফাজালহাক ফারুকী, হাসমাতুল্লাহ শাহিদী, হাজরাতউল্লাহ জাজাই, ইব্রাহিম জার্দান, করিম জানত, মুজিবুর রহমান, নায্বাতুল্লাহ জার্দান, নাভিন উল হক, নূর আহমেদ, রাহামানুল্লাহ গুরবাজ, রাশিদ খান, সামিনুল্লাহ সিনুয়ারি।

রিসার্ভ বেঞ্চ: নিজাত মাসুদ,কোয়াশি আহমেদ এবং শারফুদ্দিন আসরাউফ।

বাংলাদেশ দল: সাকিব উল হাসান (অধিনায়ক), আমিনুল হক, মুশফিকার রাহিম, আফিফ হুসেন, মোসাদ্দেক হুসেন, মাহাদুল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মেহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হুসেন, পারভেজ হুসেন ইমন, নুরুল হুসেন, তাসকিন আহমেদ।

শ্রীলংকা দল: দাসুন সানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাটিলাকা, কুশল মেন্ডিস, চারিত আসালংকা (সহ অধিনায়ক), ভানুকা রাজাপাসকে, আসীন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, ওনিন্দু হাসারাঙ্গা, মাহিস টিকসানা, জেফ্রি ভেন্ডার্সে, পারভীন জয়াভিকক্রমে, চামিকা কুরুরাত্নে, দিলশান মাদুসানকা, মাতিস পাথিরানা, নুবন্দু ফার্নান্দো, দুস্মন্ত চামিরা, দীনেশ চান্দিমাল।

এশিয়া কাপ সম্প্রসারণকারী চ্যানেল:

ভারত: ষ্টার স্পোর্টস এবং ডিজনি হটস্টার
পাকিস্তান: পিটিভি এবং টেন স্পোর্টস
বাংলাদেশ: গাজী টিভি
আফগানিস্তান: আরিয়ানা টিভি
অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস
সাউথ আফ্রিকা: সুপার স্পোর্টস নেটওয়ার্ক
দুবাই: উইলও টিভি
উনাইটেড কিংডম: স্কাই স্পোর্টস
মিডল ইস্ট: UAE এবং OSN স্পোর্টস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *