ইংলিশদের বিপক্ষে ব্যাট বলের লড়াই শেষে টিম ইন্ডিয়া মাঠে নামবে এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে। যদিও দলের অন্যতম ভরসার প্রতীক বিরাট কোহলি থাকবেন না দলের সাথে তবুও ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা, রয়েছে প্রত্যাশাও।
এবার দেখে নেওয়া যাক কী কী বিশেষ কৌশল নিয়ে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় টীম
১. শিখর ধবন ও রোহিত শর্মার ইনিংস উদ্বোধন

বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলে সফল জুটি হিসেবেই বেশ পরিচিতি রয়েছে ধবন ও রোহিত শর্মার জুটিটি। ক্যাপ্টেন কোহলি না থাকায় দলের গুরুদায়িত্ব যখন রোহিতের কাঁধেই বর্তায় তখন দায়টা যেন আর বেশি। তাই সকলেরই প্রত্যাশা পুরো টুর্নামেন্ট জুরেই দেখা যাবে রোহিত-ধবনের ব্যাটের ঝলক। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে সেই উত্তেজনার বিস্ফোরণ ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারার প্রতিশোধ নিতেই চাইবেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
২. মিডল অর্ডারে লোকেশ রাহুল, মনীষ পান্ডে, কেদার যাদব

বিরাট কোহলির জায়গায় অর্থাৎ তিন নাম্বার পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে লোকেশ রাহুলকে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট সায় দেয়নি তাঁর পক্ষে তবে সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে পেস বল মোকাবেলা করতে স্বাচ্ছন্দ্যবোধ করা এই ব্যাটসম্যানের।
চার নাম্বার পজিশনে খেলার জন্য দলে রয়েছেন মনীষ পান্ডে, আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক। ইংলিশদের বিপক্ষে ধুঁকতে থাকা কার্তিক একাদশে থাকার সুযোগ খুব একটা নেই বললেই চলে। অন্যদিকে আইপিএলে দারুণ পারফর্ম করা রাইডু সম্প্রতি ‘এ’ দলের হয়ে ব্যাট ঘুরিয়েছেন ঠিকমতই। তবে মনীষ পান্ডের ব্যাটেও সম্প্রতি ধরা দিয়েছে রান। এই পজিশনে কে নামতে পারেন তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত।
কেদার যাদব শুধু একজন ব্যাটসম্যানই নন দলের প্রয়োজনে বল হাতেও ষষ্ঠ বোলার হিসেবে দেখা যায় তাঁকে। তাছাড়া শেষের দিকে কম বল খেলে বেশি রান করে ম্যাচ ফিনিশ করার কাজটাও বেশ দক্ষ হাতেই করতে পারেন যাদব।
৩. লোয়ার মিডল অর্ডার: ধোনি ও হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বকালের সেরাদের তালিকায় থাকা মহেন্দ্র সিং ধোনি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ৫৯ বল খেলে করেছেন মাত্র ৩৭ রান। তাই তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটভক্তরা, যাতে করে তাঁর ব্যাট হাসে প্রতিটি ম্যাচেই।
বর্তমানে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হার্দিক পান্ডিয়া দলের জয়ে ব্যাপক ভূমিকা রাখতে পারেন তা আর বুঝতে বাকি নেই কারো। এই অলরাউন্ডার দল চাপে থাকলেও নিজের নার্ভ ধরে রেখে বল কিংবা ব্যাট উভয় দিক থেকেই দলের জয়ের জন্য অবদান রাখতে পারেন।
৪. বোলার: ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যজুবেন্দ্র চহেল, জসপ্রীত বুমরাহ

ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ দুজনের জুটি বেধে বোলিং করা যেন একটা নিয়মে পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেটে। সংক্ষিপ্ত ফরম্যাটে শুরুর দিকে নতুন বলে কিংবা ডেথ ওভারে পুরনো বলে উভয় বোলারই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন বারবার। তাঁদের দিনে যেকোনো প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুষড়ে যেতে পারে।
অন্যদিকে স্পিনের দিক থেকে ভেলকি দেখাতে প্রস্তুত রয়েছেন কুলদিপ যাদব ও যজুবেন্দ্র চহেল। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে বিরুদ্ধ কন্ডিশনেও এই বোলিং জুটি তাঁদের সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছে। তাই এশিয়া কাপ কিংবা পরের বছর বিশ্বকাপ খেলার ক্ষেত্রে তাঁদের দিকে একটু বাড়তি নজর দিতেই পারে টিম ম্যানেজমেন্ট।