এশিয়া কাপ ২০১৮ এর জন্য ১৭ সদস্যের শক্তিশালী আফগানিস্থান ক্রিকেট টিম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। প্রথম বারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিন তরুণ ক্রিকেটার। সৈয়দ শেরজাদ, মুনির আহমেদ ও মোমান্দ ওয়াফদার এই তিন অনভিষিক্ত ওয়ানডে ক্রিকেটার রয়েছেন দলে। এদিকে, এশিয়া কাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দিবেন আজগর আফগান।
এদের মধ্যে ওয়াফদার গত জুন মাসে ভারতের বিপক্ষে আফগানিস্থানের অভিষেক টেস্টে খেলেছেন। অন্যদিকে, শেরজাদ আফগানিস্থানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মুনির আহমেদ এবার প্রথমবারের গত দেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন।
আফগানিস্থান আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুতই উন্নতি করছে। ধীরে ধীরে হয়ে উঠছে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি। এখন তারা ক্রিকেট বিশ্বের যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এবছরের শুরুতে কিছুদিন আগেই তারা দুই বার হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। তারা গত কয়েক বছর ধরেই বড় বড় দলের বিপক্ষে চমক দেখিয়ে আসছে।

এদিকে, এশিয়া কাপে আফগানিস্থানের গ্রূপে রয়েছে এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
চলুন দেখে নিই ১৭ সদস্যের আফগানিস্তান স্কোয়াড
আজগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও মোমান্দ ওয়াফদার।
এশিয়া কাপের সূচি-
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই (গ্রূপ-বি)
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম বাছাইপর্ব থেকে উঠে আসা দল, দুবাই (গ্রূপ-এ)
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্থান, আবুধাবি (গ্রূপ-এ)
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম বাছাইপর্ব থেকে উঠে আসা দল, আবুধাবি (গ্রূপ-এ)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান, দুবাই, (গ্রূপ-এ)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্থান, দুবাই (গ্রূপ-বি)
সুপার ফোর-
২৩ সেপ্টেম্বর- গ্রূপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রূপ বি রানার্স আপ, দুবাই
২৪ সেপ্টেম্বর- গ্রূপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রূপ এ রানার্স আপ, আবুধাবি
২৫ সেপ্টেম্বর- গ্রূপ এ রানার্স আপ বনাম গ্রূপ বি রানার্স আপ, দুবাই
২৬ সেপ্টেম্বর- গ্রূপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রূপ বি চ্যাম্পিয়ন, আবুধাবি
২৭ সেপ্টেম্বর- গ্রূপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রূপ এ রানার্স আপ, দুবাই
২৮ সেপ্টেম্বর- গ্রূপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রূপ বি রানার্স আপ, আবুধাবি
৩০ সেপ্টেম্বর- ফাইনাল, দুবাই