ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটে রেকর্ড হবে আবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হবে এটাই যেন চিরাচরিত প্রথা। সেটা হতে পারে কোনো দলের ম্যাচ জেতা, রান, উইকেট অথবা ক্যাচ যেকোনো দিক থেকেই। শুধু দলেরই নয় ব্যক্তিগত রেকর্ডও হয়ে থাকে প্রায় প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই।
এশিয়া কাপ ২০১৮ এর আসরেও এর ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৯৯ রানে মুশফিকের আউট হওয়া, কিংবা ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হয়ে আরো নতুন একাধিক রেকর্ডের জন্ম দেওয়া হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে।
এবার দেখে নেওয়া যাক নতুন করে লেখা হয়েছে যে চারটি রেকর্ড।
১. ভারতীয় স্পিনার হিসেবে দ্রুত ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন কুলদিপ যাদব

সাদা বলে সম্প্রতি নিজের জাত চিনিয়েছেন কুলদিপ। ব্যাটসম্যানদের ঘায়েল করার জন্য টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র কুলদিপ সবশেষ ইংল্যান্ড সফরে ইংলিশদের ঘরের মাটিতেই তাঁদের নাস্তাতানাবুদ করেছেন। অভিষেকের পর মাত্র ২৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কুলদিপ। যা ভারতীয় স্পিনার হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেয়ার দিক থেকে সবার উপরে নিয়ে গেছে যাদবকে। অন্যদিকে স্পিনার হিসবে আন্তর্জাতিক ক্রিকেটে সবার মধ্যে কুলদিপ রয়েছেন তালিকার দুইয়ে। তাঁর আগে রয়েছেন কেবল লঙ্কান আজান্তা মেন্ডিস।
২. ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে বল করে সবচেয়ে বেশি বার ৬০+ রান দেওয়া বোলার লাসিথ মালিঙ্গা

ডেথ ওভার কিংবা ওপেনিং সবখানেই নিজের আলো ছড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যতিক্রমী পেসার লাসিথ মালিঙ্গা। ক্রিকেট মাঠে গতির ঝড় তোলা এই পেসার কিছুদিন আগেও দলের বাইরে ছিলেন ফর্ম না থাকায়। তবে এশিয়া কাপের মত বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার দিক বিবেচনা করেই হয়ত তাঁকে রাখা হয় দলে।
আফগানিস্তানের বিপক্ষে হেরে লঙ্কানদের বিদায় নিশ্চিত হওয়ার দিনে লাসিথ মালিঙ্গা রেকর্ড বইয়ে লিখিয়েছেন নাম। তবে সেটা মোটেও সুখকর নয়। সবচেয়ে বেশিবার এক ইনিংসে ৩০ বার ৬০+ রান দিয়েছেন ঝাঁকড়া চুলের অধিকারী এই বোলার। এর আগে এক ইনিংসে সবচেয়ে বেশি ২৯ বার ৬০+ রান দিয়েছিলেন কিউই বোলার টিম সাউদি।
৩. রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রোহিত ও ধবনের

একদিনের ক্রিকেটে রোহিত-ধবন কেমেস্ট্রি জমে উঠেছে অনেক আগে থেকেই। প্রতিপক্ষ বোলারদের তুলোধোনা করে আক্রমণাত্মক ব্যাটিং করাই মূলত লক্ষ্য থাকে এই জুটির। প্রথমে ব্যাট করতে নামলে আক্রমণের ধার যেন একটু বেশিই উর্ধ্বমুখী থাকে তাঁদের ব্যাটে। অন্যদিকে রান তাড়া করার ক্ষেত্রেও বিশাল টার্গেট টপকাতে ঠাণ্ডা মাথায় খেলে দলকে জয়ের ভিত গড়ে দেয়ায় বিশেষ অবদান রাখে রোহিত-ধবন জুটি।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে ২১০ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও শিখর ধবন যা রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় ওপেনিং জুটিতে সর্বোচ্চ। এর আগে রান তাড়া করতে নেমে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানের জুটি গড়েন সেহবাগ ও গম্ভীর।
৪. একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড মহেন্দ্র সিং ধোনির

‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই টিম ইন্ডিয়া ঘরে তুলেছে ওয়ানডে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপে বিরাট কোহলি বিশ্রামে থাকায় অধিনায়ক করা রোহিত শর্মাকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ভারত তাঁদের গুরুত্বপূর্ণ ৫ ক্রিকটারকে বিশ্রামে রাখলে কাপ্তানের দায়িত্ব সামাল দিতে হয় অভিজ্ঞ ধোনিকে। আর এই ম্যাচে নেতৃত্ব দেয়ার মাধ্যমেই একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়েন তিনি। যা ভারতীয় কোনো ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি এবং সারা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড।