আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে ১৩তম এশিয়া কাপ। এশিয়া কাপকে সামনের রেখে এশিয়ার ক্রিকেট দল গুলো দল গুছাইতে ব্যস্ত ক্রিকেট সময় পার করছে। ভারত দল এশিয়া কাপের আগের ১৮টি ওয়ানডে ম্যাচ খেলবে তার আগে।
এশিয়া কাপে ১৫ সদস্যের দলে কে কে জায়গা পেতে পারে তা জেনে নেই-
১) শিখর ধবন:
ওয়ানডে তে শিখর ধবন নিঃসন্দেহে সেরা ওপেনার ব্যাটসম্যান। তার ব্যাটিং পারফরমেন্স বর্তমানে অন্য ব্যাটসম্যানদের তুলনায় অনেক এগিয়ে। তাই ওপেনার হিসেবে ধাওয়ানেই জায়গা পাবেন দলে।
২) রোহিত শর্মা:
ওয়ানডেতে রোহিত শর্মা ও ধবনের ওপেনিং জুটি খুব ভালো জমে। বড় বড় জুটি গড়ার রেকর্ড রয়েছে তাদের, তাছাড়া রোহিত ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানদের একজন তাই ধাওয়ানের সঙ্গী হিসেবে রোহিতেই সেরা।
৩) বিরাট কোহলি:
নাম্বার তিনের জন্য কোহলির বিকল্প আর কেউ নেই তাই নিঃসন্দেহ এই পজিশনে ও একজন সফল অধিনায়ক হিসেবে কোহলি দলে সবার আগেই জায়গা পাবেন।
৪) লোকেশ রাহুল:
নবাগত এই স্টার ক্রিকেটার ইতিমধ্যে সবাইকে অবাক করে জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। বর্তমান পারফরমেন্সও অনেক ভাল তাই বলা যায় ধারাবাহিকতা বজায় রাখলে তিনিও দলে জায়গা পাবেন।
৫) সুরেশ রায়না:
মিডল অর্ডারের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার। ওয়ানডের জন্য সবসময়ই ভারতে দলে জায়গা ডিজার্ব করেন তাই এই অভিজ্ঞ ক্রিকেটার কে দেখা যাতে পারে এশিয়া কাপে।
৬) শ্রেয়স আইয়ার:
ভারতে উঠতি ক্রিকেট তারকা, তা উদীয়মান ক্রিকেটার হিসেবে সুযোগ পেতে পারেন এশিয়া কাপে।
৭) দীনেশ কার্তিক:
অভিজ্ঞ এই ক্রিকেটার অনেক দিন পর জাতীয় দলে ফিরে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন তাই ধারাবাহিকতা বজায় থাকলে জায়গা পাবেন এশিয়া কাপে।
৮) মহেন্দ্র সিং ধোনি:
ধোনি যদি এশিয়া কাপের আগে অবসরের ঘোষণা না দেন তাহলে মিডল অর্ডারের অভাব পূরণ ও উইকেটরক্ষক হিসেবে তাকে দলে দেখা যাবে।
৯) হার্দিক পান্ডিয়া:
নিঃসন্দেহ দলে জায়গা পাবেনন। তার অলরাউন্ডার পারফরমেন্স, ব্যাটিং, বোলিং সবকিছুর জন্যই তিনি দলে জায়গা ডিজার্ব করেন।
১০) অক্ষর প্যাটেল:
স্পিন বোলার ও অলরাউন্ডার হিসেবে প্যাটেলও দলে জায়গা পাবেন বলে আশা করা যাচ্ছে।
১১) ভুবেনশ্বর কুমার:
দলের প্রধান পেস বোলার ও মিতব্যয়ী তে সেরা বোলার হিসেবে সবার আগে তাকেই এশিয়া কাপের দলে দেখা যাবে।
১২) জসপ্রীত বুমরাহ:
বিনয় কুমার কে সঙ্গ দেওয়ার জন্য বুমরাহই সেরা বোলার। তাই দে দ্বিতীয় পেস বোলার হিসেবে জায়গা পাবে।
১৩) কুলদীপ যাদব:
বর্তমান সময়ের সেরা তরুণ ক্রিকেটার ও স্পিন বোলার হিসেবে সে যোগ্য ক্রিকেটার হিসেবেই ভারতের একাদশে জায়গা পাবে।
১৪) যজুবেন্দ্র চহেল:
কুলদীপ কে সঙ্গ দেওয়ার জন্য এই তরুণ বোলারও দলে জায়গা করে নিতে পারে।
১৫) উমেশ যাদব:
বিনয় কুমার ও বুমরাহ’র বিকল্প হিসেবে উমেশকে দলে দেখা যেতে পারে। উমেশও ওদের ক্যাটাগরির প্লেয়ার তাই ওরা যদি ইঞ্জুরিতে পরে তিনি একাদশে জায়গা পাবেন।