IPL 2025: এক রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। নাইট রাইডার্সকে ৪৯ বল বাঁকি থাকতেই ৮ উইকেট হাতে থাকতে পরাস্ত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাওয়ার প্লের মধ্যেই নাইট রাইডার্সের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরায় শুরুতেই। প্রথম ওভারে সুনীল নারিনকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট, দ্বিতীয় ওভারে কুইন্টন ডি কককে আউট করেন দীপক (Deepak Chahar)। এরপর চতুর্থ ওভারে আজকের ম্যাচে অভিষেক কারী অশ্বিনী কুমারকে বোলিংয়ে আনেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
৮ উইকেটে জয় সুনিশ্চিত করলো MI

প্রথম বলেই বিপক্ষ দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে প্যাভিলিয়নে ফেরান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারিয়ে ফেলেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন রঘুবংশী। ১৭ রান বানান রিংকু সিং, ইমপ্যাক্ট প্লেয়ার রূপে মাঠে এসে মনিশ পান্ডে ১৯ রান বানিয়ে আউট হন এবং শেষের দিকে রমনদীপের ২২ রানের ইনিংসে নাইট রাইডার্স ১০ উইকেটে ১১৬ রান বানাতে সক্ষম হয়। মুম্বইয়ের হয়ে চার উইকেট তুলে নেন অশ্বিনী কুমার এবং দুই উইকেট নেন দীপক চাহার।
Read More: IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !!
জবাবে ব্যাটিং করতে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুরুতেই হিটম্যান রোহিত শর্মা তাঁর উইকেট হারিয়ে ফেলেন। ১২ বলে ১৩ রানে শেষ হয় রোহিতের ইনিংস। ব্যাট হাতে উইল জ্যাকসও নিজের বিধ্বংসী ইনিংস দেখাতে পারেননি। ১৪ বলে ১৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মুম্বইয়ের ওপেনার ব্যাটসম্যান রিয়ান রিকেলটন আজ ফর্ম ফিরে পেয়েছেন। ব্যাট হাতে তিনি ৪১ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন এবং ৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩০০’এর স্ট্রাইক রেটে ২৭ রান বানান সূর্যকুমার যাদব। মুম্বইয়ের ব্যাটিং দাপটে ৪৯ বল বাঁকি থেকেই জয় সুনিশ্চিত করে নেয়। এই জয়ের সাথে তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসলো মুম্বাই পল্টন। দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়ে আজকের ম্যাচের সেরা হয়েছেন অশ্বিনী কুমার।
ম্যাচের সেরা হয়ে বেশ খুশি অশ্বিনী কুমার

ম্যাচের সেরা হয়ে অশ্বিনী কুমার মন্তব্য করে বলেছেন, “এই সুযোগ পাওয়া এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার। আমার জন্মস্থান মোহালি জেলায়। অনেক পরিশ্রম করেছি এবং ঈশ্বরের কৃপায় আমি এখানে পৌঁছেছি। আমার পূর্ণ আত্মবিশ্বাস ছিল, কিন্তু প্রথম খেলার আগে আমি একটু নার্ভাস ছিলাম। আমি যা সুযোগ পাই না কেন আমি দেশের মানুষকে গর্বিত করতে চাই।”