শুভমান গিল বা ঋষভ পন্থ নন, ভারতীয় দলের অধীনয়ায়ক হিসাবে নিজের প্রিয় সতীর্থকেই বেছে নিলেন অশ্বিন !! 1

কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা হঠাৎ করে অবসর নিতেই এই ফরম্যাটে কে নতুন অধিনায়ক হবেন তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। রোহিত শর্মার পর শুভমান গিলের নাম প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে। কিছুদিন আগে একটি ভিডিও বার্তায় প্রাক্তন ভারতীয় দলের কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শুভমান গিলের আগে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিতে চান। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’ এ জানিয়েছিলেন, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অবসর নেওয়ার পরে দলে একটি শূন্যতা তৈরি হয়েছে।

শুভমানকে অধিনায়ক হিসেবে দেখতে চান না অশ্বিন

Ravichandran ashwin, rohit sharma
Ravichandran Ashwin and Rohit Sharma | Imags: Getty Images

তবে, অশ্বিন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ককে বাছাই করে নিয়েছেন। অশ্বিন (Ravichandran Ashwin) অবশ্য সাধারণ মানুষের ব্যাক্তিগত মতামত উপেক্ষা করার আর্জি জানিয়েছেন। মন্তব্য করে তিনি বলেন, “যদি কেউ কিছু সেটা বলে সেটা তার ব্যক্তিগত মতামত যখন সেটা পাঁচ জন বলে তখন তার ওজনটা বেড়ে যায়। আবার যখন ৫০ জন বলে তখন মনে হয় কথাটা সত্যি এটাই আমাদের সমস্যা।” বুমরাহকে সমর্থন করে অশ্বিন বলেন, ফাস্ট বোলারদের চোট আঘাত জনিত সমস্যা থাকবেই। সিরিজ যখন লম্বা হবে তখন চোট এড়িয়ে চলা খুব মুশকিল। তবে বুমরাহ জাতীয় সম্পদ। বুমরাহকে নিয়ে মন্তব্য করে অশ্বিন বলেছেন, “বুমরাহের একটি অস্ত্রোপচার হয়েছে। আমি খুবই অবাক হব যদি ও সিরিজের পাঁচটা টেস্টই খেলে। তার সাথে খুবই হতাশ হবো যদি যে অধিনায়কত্ব না পান।” অশ্বিন সাথে তাঁর সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন।

প্রিয় সতীর্থকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চান অশ্বিন

Ashwin Jadeja
Ravichandran Ashwin & Ravindra Jadeja | Image: Getty Images

অশ্বিনের (Ravichandran Ashwin) মতে রবীন্দ্র জাদেজাও হতে পারেন দলের ক্যাপ্টেন হওয়ার ভালো বিকল্প। তিনি মনে করেন, তরুণ প্রজন্মকে তৈরি হওয়া পর্যন্ত কয়েক বছর জাদেজাকে দলের অধিনায়ক হিসেবে রাখা যেতে পারে। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, “জাদেজাকে ভুলে গেলে চলবে না। এখন দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার তিনিই। ওনার কথাও ভাবা যেতে পারে।” অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান মডেল পছন্দ তারকা স্পিনারের। অশ্বিন বলেন, “অধিনায়ক, কোচ এবং নির্বাচক যেমন একজনের ক্যারিয়ার গড়ে দিতে পারেন, ঠিক তেমনই একজনের ক্যারিয়ার ভেঙে দিতে পারেন। আগেও এটা হয়েছে, আর ভবিষ্যতে তা হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি মনে করি ক্যাপ্টেন বেছে নিতে ইন্টারভিউ হওয়া উচিত।” অল্প বয়সে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হয়েছিলেন গ্রেম স্মিথ, তবে অশ্বিনের মতে এখন গিলকে ভারতীয় দলের অধিনায়ক না করাটাই শ্রেয়।

Read Also: Ravichandran Ashwin: ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন রবিচন্দ্রন অশ্বিন, ১৫ বছরের ক্যারিয়ারে পেলেন যোগ্য সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *