কপিল দেব, শেন ওয়ার্নকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন ! ভারতের ম্যাচ উইনারের মুকুটে জুড়লো নতুন পালক !! 1

একটা সময় হারের আতঙ্ক গ্রাস করেছিলো ভারতকে। খাদের কিনারা থেকে দলকে তুলে আনলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখা গেলো অলরাউন্ডার অশ্বিনকে। প্রথম ইনিংসে বল হাতে ভেঙেছিলেন বাংলাদেশ ব্যাটিং-এর মেরুদন্ড। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অনবদ্য খেলে ভারতকে ম্যাচ জেতালেন তিনি। শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে অক্সিজেন দিলেন অশ্বিন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ‘টিম ইন্ডিয়া।’ ৭৪ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায় তাদের। ব্যাটিং নক্ষত্ররা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরও হাল না ছেড়ে লড়াই চালিয়ে যান অশ্বিন (Ravichandran Ashwin) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইয়ার অপরাজিত থাকেন ২৯ রানে। আর চারটি চার এবং ১ ছক্কার সাহয্যে ৬২ বলে ৪২ করে ম্যাচ জিতিয়ে নিয়ে যান অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পথে তিন তিনটি নতুন রেকর্ড করলেন ভারতীয় স্পিনার। এই প্রতিবেদনে রইলো সেই তিন রেকর্ডের হদিশ।

সফল রান তাড়া করার ক্ষেত্র ৯ নম্বরে নেমে সর্বোচ্চ রান-

Ravichandran Ashwin | image:Gettyimages
Ravichandran Ashwin became the highest scoring number 9 in a successful run chase

সাধারণত ৭ বা ৮ নম্বরে ব্যাট করেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তবে গতকাল দিনের শেষদিকে উইকেট পড়ায় নৈশপ্রহরী হিসেবে নামানো হয়েছিলো জয়দেব উনাদকাটকে। স্বভাবতই ব্যাটিং পজিশনের দিক থেকে পিছিয়ে যান অশ্বিন। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিলো ৪৫/৪। আজ সকালেই উইকেট হারান জয়দেব উনাদকাট। প্রথম ইনিংসে ৯৩ করলেও দ্বিতীয় ইনিংসে ১৩ বলে ৯ এর বেশী করতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। আউট হন অক্ষর প্যাটেলও (Axar Patel)। খানিক রুখে দাঁড়িয়ে ৩৪ রান করেন তিনি। ৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছিলো ভারত। তখনও বাকি ৭১ রান। হাতে মাত্র ৩ উইকেট। যেভাবে বল করছিলেন শাকিব (Shakib Al Hasan), মেহদী হাসান (Mehidy Hasan Miraz), তাইজুল ইসলামরা, মনে হচ্ছিলো ভারতের হার কেবল সময়ের অপেক্ষা। কিন্তু হিসেবনিকেশ উলটে দিয়ে ঘূর্ণি বোলিং-এর সামনে ঢাল হয়ে দাঁড়ান অশ্বিন এবং শ্রেয়স। অদম্য মনোভাব দেখিয়ে স্পিন আক্রমণ প্রতিহত করেন দুজনে। শ্রেয়স সাবধানী ২৯ করলেন। আর ৪ টি চার এবং ১ টি ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ডে রান তোলার দায়িত্ব নেন অশ্বিন (Ravichandran Ashwin)। দিনের শেষে তাঁর ৬২ বলে ৪২* রানের ইনিংসটি নতুন রেকর্ড গড়ল। রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটাই ক্রিকেট ইতিহাসে ৯ নম্বরে ব্যাট করতে নামা কারও সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের উইন্সটন বেঞ্জামিনের রেকর্ড ভাঙলেন অশ্বিন। দেখুন সম্পূর্ণ তালিকা-

বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় সামিল হলেন অশ্বিন-

Ravi Ashwin | image: twitter
RAvichandran Ashwin completed his 3000 runs in Test cricket

মূলত অফস্পিনার হিসেবেই ধরা হয় রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin)। কিন্তু টেস্ট ক্রিকেটে কতবার যে ব্যাট হাতে তিনি দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার ইয়ত্তা নেই। তাঁর পরিসংখ্যানের দিকে তাকালেও বোঝা যায় রীতিমত অলরাউন্ডার হিসেবেই পরিগণিত হওয়া উচিৎ অশ্বিনের। টেস্টে ৫ টি শতরান এবং ১৩ টি অর্ধশতক রয়েছে তাঁর। এর আগে হনুমা বিহারীর সাথে জুটি গড়ে সিডনিতে ভারতকে বাঁচিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজে শতরান করেছেন। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে বিগত চট্টগ্রাম টেস্টেও অর্ধশতক করেছিলেন। আজ আরও একটা ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিনি। আন্তর্জাতিক টেস্টে পূরণ করলেন ৩০০০ রান। আর সাথে সাথে কপিল দেব (Kapil Dev), শেন ওয়ার্নকে (Shane Warne) টপকে গেলেন তিনি। টেস্টে ৩০০০ রান এবং ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন তিনি। মাত্র ৮৮ টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন (Ravichandran Ashwin)। তালিকায় তিনি দ্বিতীয় দ্রুততম। সামনে রয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তী রিচার্ড হ্যাডলি (Richard Hadlee)। তালিকায় কপিল দেব (kapil Dev) রয়েছেন, তবে তাঁর কৃতিত্ব অর্জন করতে লেগেছিলো ১১৫ টেস্ট। শেন ওয়ার্নের লেগেছিলো ১৪২ টেস্ট। প্রোটিয়া কিংবদন্তী শন পোলক করেছিলেন ১০৩ ম্যাচে। সেই নিরিখে বলা যায় ক্রিকেট ইতিহাসে শ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করলেন অশ্বিন (Ravichandran Ashwin)। দেখুন সম্পূর্ণ তালিকা-

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের মধ্যে জায়গা হলো অশ্বিনের-

Ravichandran Ashwin | image: twitter
With 449 wickets to his name, Ashwin is among the top 10 wicket takers in test cricket history

১) মুথাইয়া মুরলীধরণ (৮০০)

২) শেন ওয়ার্ন (৭০৬)

৩) জেমস অ্যান্ডারসন (৬৭৫)

৪) অনিল কুম্বলে (৬১৯)

৫) স্টুয়ার্ট ব্রড (৫৬৬)

৬) গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)

৭) কোর্টনি ওয়ালস (৫১৯)

৮) নাথান লিয়ঁ (৪৫৪)

৯) রবিচন্দ্রণ অশ্বিন (৪৪৯)

১০) ডেল স্টেইন (৪৩৯)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *