ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। আর এই টেস্ট সিরিজ জয় করেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানোর টিকিট কনফার্ম করে রাখতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাংলাদেশ টেস্ট সিরিজের আগে ভারতীয় টেস্ট দলের সবথেকে বড় ম্যাচ উইনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তার অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্টে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতার বিশ্ব রেকর্ড মুরালিধরনের। ১২ বার এই পুরস্কার জিতেছেন মুরালিধরন। তার ঠিক দুই কদম দূরে রয়েছেন অশ্বিন। তিনি টেস্ট ক্রিকেটে মোট ১০ বার সিরিজ সেরা হয়েছেন। সেই অর্থেই তিনি ভারতীয় টেস্ট দলের সেরা কিংবদন্তি দের একজন।
অবসরের ঘোষণা করলেন অশ্বিন
আর এই বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট অবসরের ঘোষণ দিয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রসঙ্গত, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি উইকেট কিংবদন্তি অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে মোট ৬১৯টি উইকেট নিয়েছিলেন। আর কুম্বলের গড়া এই রেকর্ড ভাঙবেন না বলেই প্রতিশ্রুতি নিয়েছেন অশ্বিন, এই রেকর্ড ভাঙার আগেই অবসর নেবেন বলে জানিয়েছেন অশ্বিন।
Read More: বাংলাদেশ সিরিজের আগে বড় চমক দিলো BCCI, দলের নেতৃত্বে সরফরাজ খান !!
একটি সাক্ষাৎকারে মন্তব্য করে অশ্বিন বলেন, “আমি ওই রেকর্ড (কুম্বলের ৬১৯ উইকেটের) ভাঙতে চাই না। অনিল কুম্বলের বড় ভক্ত আমি। আমি যদি ৬১৮টা উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই আমি অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।”
অশ্বিনের ক্রিকেট ক্যারিয়ার
কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে অবসর নেওয়ার তিন বছর পর ভারতীয় দলে অভিষেক হয় অশ্বিনের। প্রথম সিরিজ থেকেই নজরকাড়া পারফরমেন্স দেখিয়েছিলেন অশ্বিন এবং প্রথম সিরিজে ২২ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছিলেন। টেস্ট ক্রিকেটে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও তিনি বেশ কার্যকরী। ভারতীয় দলের জার্সিতে ১০০ টেস্টে অশ্বিন ২৬.২৬ গড়ে ৩৩০৯ রান বানিয়েছেন এবং ৫১৬টি উইকেট নিয়েছেন। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে ১১৬ ওডিআই ম্যাচে ১৫৬ উইকেট নিয়েছেন ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট পেয়েছেন।