গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তবে বাইশ গজকে পুরোপুরি বিদায় জানান নি তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও কয়েক বছর খেলার ইচ্ছা রয়েছে তাঁর, জানিয়েছিলেন ৫৩৭ টেস্ট উইকেটের মালিক। সেইমত এই মরসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলেছেন। যদিও সেরা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। বিসিসিআই আয়োজিত টি-২০ টুর্নামেন্টের পর এবার তামিলনাড়ু প্রিমিয়ার লীগে (TNPL) অংশ নিয়েছেন তিনি। দিনকয়েক আগে এক মহিলা আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে গ্লাভস ছুঁড়েছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। জড়িয়েছিলেন বিতর্কে। তার রেশ কাটার আগেই ফের চর্চা শুরু হলো তাঁকে নিয়ে। এবার বল বিকৃতির অভিযোগ উঠলো তাঁর দিকে। কাঠগড়ায় তাঁর দল ডিন্ডিগুল ড্রাগনস’ও।
Read More: “ওর জন্য সুবর্ণ সুযোগ…” বুমরাহ নয় বরং সাফল্যের চাবিকাঠি সিরাজ, জানালেন প্রাক্তন বোলিং কোচ !!
অশ্বিনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ-

গত ১৪ তারিখ টিএনপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ডিন্ডিগুল ড্রাগনস (DD) ও মাদুরাই প্যান্থারস (MP)। প্রথম ব্যাটিং করে ৮ উইকেট খুইয়ে ১৫০ রান স্কোরবোর্ডে তুলেছিলো মাদুরাই। অধিনায়ক অশ্বিন (Ravichandran Ashwin) ৪ ওভারে ২৭ রান খরচ করলেও কোনো উইকেট পান নি। তবে ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। ওপেন করতে নেমে মাত্র ২৯ বলে করেন ৪৯ রান। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার শিবম সিং অপরাজিত থাকেন ৮৬ রান করে। ইমপ্যাক্ট প্লেয়ার হানি সাইনি করেন ৭ বলে ১৪*। ১২.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ডিন্ডিগুল। ৪৫ বল বাকি থাকতেই ছিনিয়ে নেয় জয়। ম্যাচ হারের পরেই ড্রাগনস শিবিরের দিকে আঙুল তোলে মাদুরাই। বিশেষ রাসায়নিকে ভেজানো তোয়ালে ব্যবহার করে নাকি বল বিকৃতি ঘটিয়েছেন অশ্বিনরা (Ravichandran Ashwin), অভিযোগ করেছিলো তারা।
ঠাণ্ডা পানীয়ের বোতলের ঢাকনা, বুটের স্পাইক বা শিরীষ কাগজ ব্যবহার করে বল বিকৃতি ঘটানোর বহু উদাহরণ এর আগে দেখা গিয়েছে ক্রিকেটের বাইশ গজে। কিন্তু রাসায়নিকে ভেজানো তোয়ালে ব্যবহারের অভিযোগ সম্ভবত এই প্রথম। মাদুরাই প্যান্থারস অভিযোগ করেছিলো যে তোয়ালেতে বল মোছার অছিলায় বলের ওজন বাড়িয়ে দিয়েছিলেন ডিন্ডিগুল ড্রাগনসের খেলোয়াড়রা। ব্যাটের সাথে সংযোগের পর বল থেকে ধাতব শব্দ পাওয়া যাচ্ছিলো বলেও নিজেদের অভিযোগপত্রে জানায় তারা। টিএনপিএলের (TNPL) সিইও প্রসন্ন কান্নন’ও অভিযোগ প্রাপ্তির ব্যাপারটি স্বীকার করে নেন। “আমরা ওনাদের (মাদুরাই প্যান্থারস) অনুরোধ জানিয়েছি প্রমাণ দেওয়ার জন্য। একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। যারা ঐ অভিযোগের সত্যতা খরিয়ে দেখবে,” জানিয়েছিলেন তিনি।
‘ক্লিন চিট’ পেলেন অশ্বিন’রা-

ধোপে টেকে নি মাদুরাইয়ের অভিযোগ। তদন্তের পর অশ্বিন (Ravichandran Ashwin) ও ডিন্ডিগুল ড্রাগনসের বিরুদ্ধে বল বিকৃতির কোনোরকম প্রমাণই পাওয়া যায় নি, ঘোষণা প্রসন্ন কান্ননের। “যে তোয়ালে গুলিকে নিয়ে বিতর্ক হচ্ছে, সেগুলি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেওয়া। দুই দলকেও সেগুলো দেওয়া হয়েছিলো। আম্পায়ার ও ম্যাচ রেফারি-সহ সম্পূর্ণ প্লেয়িং কন্ট্রোল টিম গোটা ম্যাচ জুড়ে বলের উপরে নজর রেখেছিলেন। খেলার সময় কোনোরকম প্রশ্ন তোলা হয় নি। কোনো যাচাইযোগ্য প্রমাণও দেওয়া হয় নি। কেবল অনুমানের উপর ভিত্তি করেই এই দাবী করা হচ্ছে বলে আমাদের ধারণা,” এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। তবে মাদুরাইয়ের দাবী এখনও পুরোপুরি খারিজ করা হয় নি। প্রমাণ-সহ স্বাধীন তদন্ত কমিশন চেয়ে অনুরোধ করতে পারে তারা, জানিয়েছেন টিএনপিএল উদ্যোক্তাররা। তবে ১৭ তারিখ দুপুর ৩টের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার জন্য।