Ashes 2023: এজবাস্টনের পর লর্ডস, অস্ট্রেলীয় অশ্বমেধের ঘোড়া থামাতে ফের একবার ব্যর্থ হলো ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জয় দিয়ে যে স্বপ্নের দৌড় শুরু করেছে প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া, সেই দৌড় অব্যাহত রইলো অ্যাসেজের (Ashes 2023) দ্বিতীয় টেস্টেও। ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর বিরুদ্ধে অ্যাসেজের প্রথম টেস্টে হারের পরেও নিজেদের আগ্রাসী ‘বাজবল’ স্ট্র্যাটেজি থেকে সরে নি ইংল্যান্ড দল।
সেই একই আগ্রাসন লর্ডসেও জারি রাখার প্রয়াস ছিলো তাদের। কিন্তু বার্মিংহ্যামের মতই দিনের শেষে মাটিতে বসে গেলো ‘বাজবলের’ রথের চাকা। অধিনায়ক স্টোকসের (Ben Stokes) দুর্দান্ত লড়াই সত্ত্বেও জয় থেকে ৪৩ রান দূরেই থামতে হলো ইংল্যান্ডকে। সিরিজে ২-০ এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।লর্ডসের পঞ্চম দিন নানা কারনে ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিলো। প্রথম কারণ অবশ্যই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। বেন ডাকেটকে সঙ্গী করে শেষ দিনে ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করেছিলেন তিনি।
ডাকেট (Ben Duckett) আউট হওয়ার পরেও সেই সংঘর্ষ জারি রইলো স্টোকসের ব্যাটেই। তবে এর পাশাপাশি আলোচনায় জায়গা করে নিলো জনি বেয়ারেস্টোর আউট। অস্ট্রেলীয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি যেভাবে বেয়ারেস্টোকে (Jonny Bairstow) সাজঘরের রাস্তা দেখালেন তা আদৌ ক্রিকেটের স্পিরিটের সাথে সঙ্গতি রাখে কিনা সেই প্রশ্নে উত্তপ্ত হলো লর্ডসের গ্যালারি। সাধারণ সমর্থকদের পাশাপাশি এই বিতর্কে জড়িয়ে পড়লেন ঐতিহ্যশালী লং রুমের সদস্যরাও। লর্ডসের লং রুমে রীতিমত একদল ইংরেজ সমর্থকদের সাথে বাদানুবাদ হয় অজি ক্রিকেটারদের। বিতর্ক সামলাতে শেষ অবধি আসরে নামতে হয় মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে। বিবৃতি জারি করে ক্ষমা চাইতে হলো তাদের।
Read More: THE ASHES: শেষমেষ চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন নাথান লিয়ন, গভীর সমস্যায় অস্ট্রেলিয়া !!
ব্যর্থ স্টোকসের লড়াই, ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া-
চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ছিলো ৪ উইকেটের বিনিময়ে ১১৪ রান। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো স্কোরবোর্ড দেখে। কিন্তু মাঠে দেখা গেলো উলটো দৃশ্য। চতুর্থ দিনে অর্ধেকের বেশী ইংল্যান্ডের স্পেশ্যালিস্ট ব্যাটারকে সাজঘরে ফেরাতে পারলেও অজি শৌর্য্যের সামনে প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। বেন ডাকেটকে নিয়ে দিনের শুরুটা ভালো করেছিলেন তিনি। ডাকেট (Ben Duckett) প্রথম ইনিংসে ৯৮এর পর দ্বিতীয় ইনিংসে আউট হলেন ৮৫ রানে। কাছাকাছি গিয়েও দুই ইনিংসেই শতরান স্পর্শ করা হলো না তাঁর।
ডাকেট ফেরার পর ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন উইকেটরক্ষক জনি বেয়ারেস্টো (Jonny Bairstow)। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হলেন তিনি। বেয়ারেস্টো ১৬ রান করে আউট হওয়ার পর একা কুম্ভ হয়ে ইংল্যান্ডের লড়াই বাঁচিয়ে রাখলেন স্টোকস (Ben Stokes)।চার বছর আগে হেডিংলে’তে প্রায় হারতে বসা ম্যাচকে একা হাতে ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। সমতা ফিরিয়ে ছিলেন অ্যাসেজে (Ashes 2019)। গতকাল আবার হেডিংলের স্মৃতি লর্ডসের মাঠে ফেরানোর প্রচেষ্টা দেখা গেলো স্টোকসের ব্যাটে। সেই ম্যাচে বিপরীত প্রান্তে ছিলেন জ্যাক লিচ (Jack Leach)। আর গতকাল স্টোকসের থাকে জুটি গড়েন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)।
সিঙ্গল নিয়ে লাভ যে হবে না তা বুঝেছিলেন স্টোকস। বড় শট ছাড়া উপায়ন্তর নেই দেখে টি-২০’র ঢঙে খেলা শুরু করেন। হুক, পুলের মত একের পর এক শট বেরোতে থাকে ইংল্যান্ড অধিনায়কের তূণ থেকে। ৯টি চার এবং ৯টি বিশাল ছক্কায় সাজান ২১৪ বলে ১৫৫ রানের ইনিংস। শেষমেশ জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে ক্যারির (Alex Carey) হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন তখন জয় থেকে ৭০ রান দূরে ইংল্যান্ড। গোটা মাঠ উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানায় স্টোকসের লড়াইকে। ব্রড, রবিনসন, টাং এবং অ্যান্ডারসনের পক্ষে বাকি রান তোলা সম্ভব হয় নি। ৪৩ রানে হারে ইংল্যান্ড।
বেয়ারেস্টোর আউট ঘিরে ধুন্ধুমার লর্ডসে-
জনি বেয়ারেস্টোর আউটকে গিয়ে ‘জেন্টলম্যানস গেম’ আর ভদ্রলোকের খেলা রইলো না গতকাল। ক্যামেরন গ্রিনের শর্ট বল ‘ডাক’ করার পর বলটি ‘ডেড’ হয়ে গেছে ভেবে নিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন বেয়ারেস্টো (Jonny Bairstow)। উপস্থিত বুদ্ধির দারুণ পরিচয় রেখে বল উইকেটে ছুঁড়ে দেন অস্ট্রেলীয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (Alex Carey)। ক্রিকেটের নিয়ম মেনেই বেয়ারেস্টোকে আউট ঘোষণা করতে বাধ্য হন তৃতীয় আম্পায়ার। এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠা আবহাওয়া।
এই ঘটনা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী বলে মনে করেন ইংল্যান্ড সমর্থকেরা। গ্যালারি থেকে ‘চোর’, ‘প্রতারকের’ মত বাছাই করা বিশেষণ উড়ে আসতে থাকে অজি ক্রিকেটারদের উদ্দেশ্যে। লর্ডসের ঐতিহ্যাশালী লংরুমেও ছড়ায় বিক্ষোভের আগুন। মধ্যাহ্নভোজের বিরতির সময় লং রুম দিয়েই সাজঘরে ফিরছিলেন অজি ক্রিকেটাররা। সেই সময় উসমান খোয়াজা (Usman Khawaja) এবং ডেভিড ওয়ার্নারের (David Warner) সাথে বাদানুবাদ হয় তিন ইংল্যান্ড সমর্থকের।
নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ না করলে আরও বহুদূর গড়াতে পারত বিষয়টি। ক্রিকেটারদের হেনস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। এই বার্তায় জানানো হয়েছে, “লর্ডস টেস্টের পঞ্চম দিন লং রুমে দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের যে বিবাদ হয়েছে তার নিন্দা করছি আমরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কাছে আবেদন করছি, ঘটনার তদন্ত করা হোক। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হেনস্থা করা হয়েছে। ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।” বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দুই অধিনায়কও। বিজিত অধিনায়ক স্টোকস (Ben Stokes) বলেন, “আমি হলে ঐ আবেদন ফিরিয়ে নিতাম।” এই সিদ্ধান্ত নিয়ে কোনোরকম আক্ষেপ অবশ্য নেই প্যাট কামিন্সের (Pat Cummins)। অস্ট্রেলীয় আগ্রাসন দেখিয়েছেন তিনি। স্টোকসের মন্তব্য শুনে তাঁর ছোট্ট প্রতিক্রিয়া, “Okay।”
তবে এই ঘটনা যে অনভিপ্রেত তা মেনে নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। লর্ডসের রক্ষণাবেক্ষণ তাঁদের হাতেই। এই ঘটনা যে ক্রিকেটের মক্কার সম্মানহানি করেছে তা জানিয়েছেন তারা। এক বিবৃতিতে এমসিসি লিখেছে, “লং রুম লর্ডসের ঐতিহ্য। পঞ্চম দিন সকালের পর থেকে মাঠের উত্তাপ গ্যালারিতে ছড়িয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে এমসিসি-র কয়েক জন সদস্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার জন্য আমরা অস্ট্রেলিয়া দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার সাথে জড়িত তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। ফলাফল সামনে না আসা পর্যন্ত তাঁদের লর্ডসে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও জানা যাচ্ছে।