Ashes 2023: ক্রমেজ বেড়ে চলেছে অ্যাসেজের (Ashes 2023) উত্তাপ। প্রথম টেস্টে প্যাট কামিন্সের ব্যাট হাতে প্রাণপাত লড়াই অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছিলো ১-০ ফলে। দ্বিতীয় টেস্টেও দাপট বজায় রাখলো তারা। এজবাস্টনের পর লর্ডসেও জিতলো অস্ট্রেলিয়া। শেষ পাঁচ টেস্টের মধ্যে এটা অজিদের চতুর্থ জয়। এর মধ্যে ভারতকে তারা হারিয়েছে দুইবার। দুইবার হারালো ইংল্যান্ডকেও। ক্রিকেটের মক্কা লর্ডসেও অনবদ্য লড়াই দেখা গেলো দুই দলের মধ্যে। ব্যাট ও বলের দ্বৈরথ গড়ালো পঞ্চম দিনের শেষ সেশন অবধি। বল হাতে সাঁড়াশি আক্রমণ চালাতে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে একা কুম্ভ হয়ে লড়লেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes), তার কোনো প্রশংসাই সম্ভবত যথেষ্ট নয়। ইংল্যান্ড হারলেও স্টোকসের লড়াইকে কুর্নিশ করছে ক্রিকেটদুনিয়া।
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়, স্টোকসের চতুর্থ ইনিংসে ২১৪ বলে ১৫৫ রানের অনবদ্য ইনিংস-সবকিছুকে ছাপিয়ে লর্ডসের গ্যালারি পঞ্চম দিন ব্যস্ত রইলো জনি বেয়ারেস্টোর (Jonny Bairstow) আউট হওয়া নিয়ে। যেভাবে অস্ট্রেলীয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি সাজঘরের রাস্তা দেখান ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে, তা আদৌ ক্রিকেটীয় স্পিরিটের সাথে যায় কিনা তা নিয়ে চর্চা চললো দীর্ঘসময়। চললো কটাক্ষ, পাল্টা কটাক্ষের ঝড়।
কেবল ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বের ক্রিকেটমহলই অংশ নিয়েছে এই আলোচনায়। আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে ক্রিকেটসমাজ। একপক্ষ অ্যালেক্স ক্যারির পক্ষেই সরব হয়েছেন। আর বাকিরা তুলোধোনা করছেন তাঁকে। ‘জেন্টলম্যানস গেম’-এর সাথে ক্যারি’র (Alex Carey) ‘মাইন্ড গেম’ খাপ খায় না বলেই মনে করছেন তাঁরা। চলছে দুই পক্ষের দড়ি টানাটানি। বিষয়টি নিয়ে মুখ খুলে অ্যাসেজের (Ashes 2023) আগুনে আরও খানিকটা ঘৃতাহূতি দিলেন ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: The Ashes: “এখনো দুধের শিশু বেন স্টোকস…” লাগাতার দুই টেস্ট হারায় চরম ট্রল ইংলিশ অধিনায়ক !!
বেয়ারেস্টোর আউট নিয়ে বিতর্ক ছড়ালো লং-রুমেও-
জনি বেয়ারেস্টোর আউট নিয়ে উত্তাল হয়ে ওঠে পঞ্চম দিনের লর্ডস। ক্যামেরন গ্রিনের শর্ট বল ‘ডাক’ করার পর বলটি ‘ডেড’ হয়ে গেছে ভেবে নিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন বেয়ারেস্টো (Jonny Bairstow)। উপস্থিত বুদ্ধির দারুণ পরিচয় রেখে বল উইকেটে ছুঁড়ে দেন অস্ট্রেলীয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (Alex Carey)। ক্রিকেটের নিয়ম মেনেই বেয়ারেস্টোকে আউট ঘোষণা করতে বাধ্য হন তৃতীয় আম্পায়ার। এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠা আবহাওয়া।
এই ঘটনা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী বলে মনে করেন ইংল্যান্ড সমর্থকেরা। গ্যালারি থেকে ‘চোর’, ‘প্রতারকের’ মত বাছাই করা বিশেষণ উড়ে আসতে থাকে অজি ক্রিকেটারদের উদ্দেশ্যে। লর্ডসের ঐতিহ্যাশালী লংরুমেও ছড়ায় বিক্ষোভের আগুন। মধ্যাহ্নভোজের বিরতির সময় লং রুম দিয়েই সাজঘরে ফিরছিলেন অজি ক্রিকেটাররা। সেই সময় উসমান খোয়াজা (Usman Khawaja) এবং ডেভিড ওয়ার্নারের (David Warner) সাথে বাদানুবাদ হয় তিন ইংল্যান্ড সমর্থকের।
নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ না করলে আরও বহুদূর গড়াতে পারত বিষয়টি। ক্রিকেটারদের হেনস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। এই বার্তায় জানানো হয়েছে, “লর্ডস টেস্টের পঞ্চম দিন লং রুমে দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের যে বিবাদ হয়েছে তার নিন্দা করছি আমরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কাছে আবেদন করছি, ঘটনার তদন্ত করা হোক। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হেনস্থা করা হয়েছে। ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।” বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দুই অধিনায়কও। বিজিত অধিনায়ক স্টোকস (Ben Stokes) বলেন, “আমি হলে ঐ আবেদন ফিরিয়ে নিতাম।” এই সিদ্ধান্ত নিয়ে কোনোরকম আক্ষেপ অবশ্য নেই প্যাট কামিন্সের (Pat Cummins)। অস্ট্রেলীয় আগ্রাসন দেখিয়েছেন তিনি। স্টোকসের মন্তব্য শুনে তাঁর ছোট্ট প্রতিক্রিয়া, “Okay।”
গম্ভীরের মন্তব্যে বাড়ছে বিতর্ক-
বেয়ারেস্টোর আউট হওয়া অ্যাসেজের আবহাওয়াকে করে তুলেছে উত্তপ্ত। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), অধিনায়ক স্টোকস (Ben Stokes) মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তাঁরা যে একে ভালো চোখে দেখছেন না স্পষ্ট করেছেন তা। অস্ট্রেলিয়া শিবির আবার এর মধ্যে দোষের কিছুই দেখছে না। ওয়ার্নার (David Warner) ও খোয়াজার (Usman Khawaja) সাথে যে তিন সমর্থকের বাদানুবাদ হয়, তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। আপাতত বরখাস্ত করা হয়েছে তাঁদের। তবে ইংল্যান্ডের জনমানসে অ্যাসেজের খলনায়ক যে এখন অ্যালেক্স ক্যারি তা চোখ বুজেই বলে দেওয়া যায়। খেলা চলাকালীনই স্টুয়ার্ট ব্রড (Stuart Borad) ক্যারিকে ব্যাঙ্গ করে বলেন, “তোমাকে এই স্টাম্পিং-এর কারণেই সবাই মনে রাখবে।” প্রাক্তনী জিওফ্রে বয়কট (Geoffrey Boycott) বলেছেন, “অস্ট্রেলিয়ার উচিৎ ক্ষমা চেয়ে নেওয়া।”
ইংল্যান্ডে কটাক্ষের মুখে পড়লেও দেশ-বিদেশের বহু ক্রিকেট ব্যক্তিত্ব সমর্থনই করেছেন ক্যারিকে (Alex Carey)। এমনকি মাইকেল আথারটন, নাসির হুসেনের মত ইংল্যান্ড কিংবদন্তিরাও এই আউটে অক্রিকেটীয় কিছু দেখছেন না। ভারতের স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ট্যুইট করে লেখেন, “উইকেট ছেড়ে ব্যাটারের বাইরে বেরোনোর স্বভাব খেয়াল না করলে উইকেটরক্ষক কখনোই অতটা দূর থেকে বল ছুঁড়তেন না। আমাদের একজন ব্যক্তির উপস্থিত বুদ্ধির তারিফ করা উচিৎ, এটাকে অক্রিকেটীয় তকমা দিয়ে দাগিয়ে দেওয়ার বদলে।”
We must get one fact loud and clear
“The keeper would never have a dip at the stumps from that far out in a test match unless he or his team have noticed a pattern of the batter leaving his crease after leaving a ball like Bairstow did.”
We must applaud the game smarts of… https://t.co/W59CrFZlMa
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) July 2, 2023
আরেক ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর (Gautam Gambhir) আবার ফোকাস করেছেন অজি ক্রিকেটমহলের দ্বিচারিতা নিয়ে। এর আগে ‘মানকাডিং’ বা নানা বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘অক্রিকেটীয় মনোভাবসম্পন্ন’ বলে দাগিয়ে দিতে চেয়েছিলেন তাঁরা। আজ ক্যারিকে (Alex Carey) সমর্থন করায় তাঁদের দিকে আঙুল তুলে গম্ভীরের (Gautam Gambhir) মন্তব্য, “ওহে স্লেজার্স…ক্রিকেটীয় স্পিরিটের যুক্তিটা কি তোমাদের জন্যও? নাকি সেটা কেবল ভারতীয়দের জন্য প্রযোজ্য?”
দেখে নিন গম্ভীরের ট্যুইটাবার্তাটি-
Hey sledgers….does spirit of the game logic apply to u or is it just for Indians?
— Gautam Gambhir (@GautamGambhir) July 2, 2023