এ্যসেজের পরবর্তী টেস্টে বেশ কিছু বদল দলে আনতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। খেলছেন না অলরাউন্ডার ক্রিস ওক্স, বরং তার বদলে দলে জায়গা পেলো ক্রেগ ওভার্টন। প্রসঙ্গত, ২০১৭ তে অস্ট্রেলিয়ায় আয়োজিত এ্যসেজে প্রথম বারের মতো টেস্ট খেলার সুযোগ পান ওভার্টন।তার প্রথম টেস্ট শিকারটি ছিলেন স্টিভ স্মিথ। ওক্স এবং শ্যাম কুরানকে দলে ঢুকে পড়ার দৌড়ে পিছিয়ে দিয়ে ঢুকে পড়েছেন ওভার্টন।চলতি সিরিজে এখনো অবধি নয়টি উইকেট নিয়েছেন ওক্স। যদিও বলের উপর তেমন বিশেষ নিয়ন্ত্রণ না দেখাতে পারার জন্য পরবর্তী টেস্টে দলে জায়গা হয়নি তার।
অন্যদিকে চলতি কাউন্টি মরশুমে ওভার্টন নিয়েছেন ৩২ টি উইকেট ,২১.৩২ গড়ে।তাই স্বাভাবিক ভাবেই তার বর্তমান ফর্ম ইংল্যান্ডকে আগামী এ্যসেজ টেস্টের জন্য একটি বাড়তি সুবিধা পাইয়ে দেবে এমনটাই মনে করা হচ্ছে।সমারসেটের এই ফাস্ট বোলার এখন ঋতিমতো খবরের শিরোনামে উঠে এসেছে। প্রসঙ্গত, চোটের দরুন জেমস এ্যন্ডারসন ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের দলে সুযোগ হয়েছিল ওভার্টনের।তাই সকলের নজর থাকছে এ্যন্ডারসনের পরিবর্তে সুযোগ পাওয়া এই ক্রিকেটার কি করে , সেই দিকেই।
অন্যদিকে ব্যাটিং অর্ডারে বদল আনার একটি সিদ্ধান্ত এনেছেন রুট। জো ডেনলি করতে চলেছেন ওপেন।যেখানে জেসন রয়কে দেখা যেতে চলেছে চার নম্বরে। এইমুহুর্তে চলতি এ্যসেজের ফলাফল ১ – ১।গতম্যাচেই স্টোকসের দুরন্ত ইনিংসের উপর ভর করে জয় পেয়েছিলো ইংল্যান্ড।