কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্ট ম্য়াচ চলছে। এরপর সিরিজে আরও দু’টি টেস্টে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু, শ্রীলঙ্কার অলরাউন্ডার আসেলা গুনরত্নের দলে যোগ দেওয়া নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আপাতত, যা খবর তাতে এই অলরাউন্ডার টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দিতে ভারতে উড়ে আসতে পারছেন না। গত জুলাই-আগস্টে ভারত যখন শ্রীলঙ্কায় গিয়েছিল ক্রিকেট খেলতে, সেই সময় গলে প্রথম টেস্ট ম্য়াচে বুড়ো আঙুল ভেঙেছিল আসেলার। তারপর থেকে তিনি সমস্ত রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। ভাঙা আঙুল সেরা ওঠায় ডাক্তাররা তাঁকে দলে ফেরার জন্য় ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কিন্তু, শ্রীলঙ্কার নির্বাচক মণ্ডলীর চেয়ারম্য়ান গ্রেম ল্য়াব্রোয় এখনই গুনরত্নকে ভারতে পাঠাতে রাজি নন। তাঁর মতে টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার মতো এখনও সঠিক সময় আসেনি এই শ্রীলঙ্কার অলরাউন্ডারের।
গত শনিবার (১৮ নভেম্বর) একটি বেসরকারি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, ”শ্রীলঙ্কার অলরাউন্ডার আসেলা গুনরত্নে টেস্ট স্কোয়াডে এখনই যোগ দেবেন না। আসেলা গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এবছর মাত্র দু’টি টেস্ট ম্য়াচে অংশ নিয়েছেন। ওর ব্য়াটিং, বোলিং এবং ফিল্ডিং ক্ষমতা খুব ভালো। আমরা ওকে নিয়ে আলোচনা করেছি। তবে, এখনই ওকে দলে ফেরানোর মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে, হ্য়াঁ, ওকে একদিনের সিরিজের দলে রাখা হবে।”
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক একথাও জানিয়েছেন, আসেলা মতো গুনরত্নের মতো ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার কোনও ইচ্ছে নেই তাঁদের। তার চেয়ে বরং প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্য়ে থাকলে কাজে লাগবে তাঁর। ”ওকে ভারতে পাঠানোর কোনও প্রয়োজন নেই এখন। সেই তো রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখা হবে ওকে। তার চেয়ে ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্য়ে থাকুক। টিম ম্য়ানেজমেন্ট সবসময় নজর রাখছে কখন কি দরকার, কাকে দরকার। তাদের ওপরেই ব্য়াপারটা ছেড়ে দিন। তাদেরকেই সিদ্ধান্ত নিতে দিন।”
ভারত ও শ্রীলঙ্কা এখন প্রথম টেস্ট ম্য়াচ নিয়ে ব্য়স্ত ইডেনে। কলকাতা টেস্টের প্রথম দু’দিন বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। রবিবার (১৯ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৬৫/৪ স্কোরে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অতিথি দল। তার আগে বিরাট কোহলির টিম ১৭২ রানে অল-আউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বাধিক রান করেন চেতেশ্বর পূজারা। ৫২ রান করেন তিনি। প্রথম সারির বকি সব ব্য়াটসম্য়ান ব্য়র্থ হন। শ্রীলঙ্কার সুরঙ্গা লকমল ২৬ রান দিয়ে চার উইরকেট তুলে নেন। লাহিরু গামাগে, দাসুন শনকা এবং দিলরুয়ান পেরেরা দু’টি করে উইকেট নেন ভারতের প্রথম ইনিংসে।
ভারত-শ্রীলঙ্কা সিরিজ : তারকা খেলোয়াড়ের দলে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা
