“তোমার মেয়ে যদি মারা যেত..”, IND vs PAK ম্যাচের আগেই বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি !! 1

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতিবাদ জানিয়েছিলেন। দেশের উর্ধ্বে কখনও ক্রিকেট খেলা এগিয়ে থাকতে পারে না বলে উল্লেখ করেছেন অনেকেই। কিন্তু সমস্ত বিতর্ক উড়িয়ে আজ এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে মাঠে নামতে চলেছে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দল। এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুবই টালমাটাল অবস্থায় রয়েছে। এর মধ্যেই আজ এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়ায় ভারতীয় সরকারের তীব্র সমালোচনা করলেন এআইএম‌আইএম’এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)।

Read More: IND vs PAK: পাকিস্তানকে হালকাভাবে নেওয়া উচিত নয়, থাকছে ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কা !!

বিতর্কের প্রেক্ষাপট-

“তোমার মেয়ে যদি মারা যেত..”, IND vs PAK ম্যাচের আগেই বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি !! 2
IND vs PAK | Images: Getty Images

মুম্বাইয়ে ২৬/১১’র পাকিস্তান জঙ্গি বাহিনীদের আক্রমণ এবং সাধারণ মানুষদের হত্যা করার ইতিহাস এখনও ক্ষত হয়ে আছে। এর মধ্যেই এই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে সাধারণ পর্যটকদের উপর নির্মমভাবে গুলি চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠনের সদস্যরা। এই ঘটনা ভারতীয় সরকার মেনে নিতে পারিনি। প্রত্যাঘাত হিসাবে অপারেশন ‘সিঁদুর’ চালিয়ে প্রতিবেশী দেশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় সেনাবাহিনী। ফলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

এরপরই এই দেশের সরকার পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে কোনঠাসা করে দেওয়ার চেষ্টা করেন কূটনীতিবিদরা। ফলে এর মধ্যে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ আয়োজনের বিষয়ে বিরোধিতার ঝড় উঠে। এশিয়া কাপ বন্ধের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে এবং এক‌ই গ্ৰুপে রাখা হয় ভারত এবং পাকিস্তানকে।

ভারত সরকারকে আক্রমণ-

edgbaston-to-host-ind-vs-pak-wcl-game
IND vs PAK | Image: Getty Images

আজ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হবে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির পর এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। এর মধ্যেই এআইএম‌আইএম’এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) বিস্ফোরক মন্তব্য সামনে এলো। তিনি এক বক্তব্যে বলেন, “আসামের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাদের সকলের কাছে আমার প্রশ্ন হল পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলতে অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের নেই যারা পাহেলগামে ২৬ জন নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়েছিল?

যদি তোমার মেয়ে মারা যেত তাহলে তুমি কি খেলতে? আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন সন্ত্রাসবাদ এবং আলাপচারিতা একসাথে চলতে পারে না। ম্যাচ হবে ৭০০-৮০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা আসবে‌ বিসিসিআইয়ের (BCCI) কাছে। আমার প্রশ্ন টাকার চেয়ে কি এই মৃতদেহগুলির দাম বেশি।” উল্লেখ্য ভারত বনাম পাকিস্তান ম্যাচ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টেও পর্যন্ত আবেদন করা হয়েছিল।

Read Also: “এদের খেলার যোগ্যতা নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *