ফের হৃদয়ভাঙা চাহাল, সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতে সঙ্গ ছাড়ছেন মাহভাশও !! 1

সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের তারকা ক্রিকেটার জুজভেন্দ্র চাহলের (Yuzvendra Chahal)। সোশ্যাল মিডিয়া আজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং সম্পর্কের ওঠানামা বোঝার এক নতুন সূচক। আর সেই সূচক ধরেই নতুন করে আলোচনায় এসেছেন যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ। সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। এই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বেশ জল্পনা তৈরি হয়েছিল। সূত্রের দাবি, চাহাল ও মাহভাশ আর একে অপরের ইনস্টাগ্রাম ফলোয়ার নন। বিষয়টি সামনে আসতেই নেটমাধ্যমে প্রশ্নের বন্যা ছড়িয়ে পড়েছে। তবে কেন একে অপরকে আনফলো করেছে তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে এটি নিছক কাকতালীয়, নাকি এর নেপথ্যে রয়েছে কোনও অজানা গল্প?

বন্ধুত্বের ভাঙন ধরলো চাহাল-ধনশ্রীর

চাহাল
Yuzvendra Chahal and RJ Mahvash | Image: Twitter

উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন দু’জনই তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সতর্ক ছিলেন। অতীতে দু’জনই একাধিকবার জানিয়েছেন, তাঁদের সম্পর্ক প্রেমের নয়, শুধুই বন্ধুত্বের। তা হলে হঠাৎ এই আনফলো কেন? কেউ কেউ মনে করছেন, হয়তো ব্যক্তিগত কোনও মতপার্থক্য থেকেই এই সিদ্ধান্ত। চাহালের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু। ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর নাম বিভিন্নভাবে আলোচনায় এসেছে। সেই সময়েই RJ মাহভাশের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবর সামনে আসে। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও বেড়ে যায়।

Read More: “মেরে ছাতু বানিয়ে দিলো…” নিউজিল্যান্ডের সামনে ২৩৮ রান বানালো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় চাহলের

Yuzvendra Chahal and Dhanashree Verma
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter

এই প্রেক্ষাপটে ধনশ্রী বর্মার পুরনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সম্পর্কে পরিবর্তন টের পেলেও তিনি বিশ্বাস হারাননি। তাঁর বক্তব্য অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছিল। তবে চাহাল নিজে এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাঁর বক্তব্য, তিনি কখনওই প্রতারণা করেননি। তাঁর মতে, সম্পর্ক ভাঙার জন্য একাধিক কারণ থাকতে পারে এবং সব কিছুর দায় একতরফা চাপানো ঠিক নয়। এই অধ্যায় তাঁর জীবনে শেষ হয়ে গেছে। তিনি চান, সকলেই সামনে এগিয়ে যাক। তবে ইনস্টাগ্রাম আনফলো এই মুহূর্তে শুধুই একটি অনলাইন ঘটনা। এর পিছনের কারণটা যত সময় পর্যন্ত প্রকাশ্যে না আসে তত সময়ে জল্পনা চলতেই থাকবে।

Read Also: মাহিকা নয় এই RCB ক্রিকেটার জয় করলেন হার্দিকের মন, ভিডিও বার্তা পাঠিয়ে প্রশংসা তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *