দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হেড-কামিন্সের, আইপিএল দলের সাথে ৫৮ কোটি টাকার ডিল !! 1

আইপিএলে (IPL) একই দলের সতীর্থ প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্রেভিস হেড (Travis Head) এবার খবরের শিরোনামে উঠে এসেছেন ভিন্ন কারণে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে এই দুই তারকাকে এবার বড় প্রস্তাব দিয়ে বসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ফ্রাঞ্চাইজি। বছর পিছু ৫৮ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ কতৃপক্ষ। তবে, এই টাকা দেওয়ার পিছনে ছিল একটি বড় শর্ত। সানরাইজার্স হায়দ্রাবাদ কতৃপক্ষ অস্ট্রেলিয়ার এই দুই খেলোয়াড়কে সারা বছর ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার স্বর্ত রেখেছে।

বড় শর্ত রাখলো সানরাইজার্স

Srh , ipl
Sunrisers Hyderabad | Image: Getty Images

কোটি টাকার (Crore rupee) প্রস্তাব হলেও, সরাসরি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্যাট কামিন্স ও ট্রেভিস হেড দু’জনেই। দুজনেই জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলা তাঁদের কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়। টাকার জন্য তাঁরা দেশের খেলা ছেড়ে বিদেশের মাটিতে খেলতে যেতে আগ্রহী নয়। উল্লেখ্য, দু’জনই বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে থাকেন। কামিন্স আইপিএলে দলকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের ফাইনালে পৌঁছেছিল SRH দল। শুধু যে আইপিএলের (IPL) মঞ্চে সানরাইজার্স দল রয়েছে এমনটা নয়, দেশ বিদেশের নানান লিগে  ফ্রাঞ্চাইজির নাম রয়েছে। যদিও, এই প্রস্তাবটি হায়দ্রাবাদ শিবির থেকে এসেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০২৪ সালের নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় দলে নিয়েছিল SRH। তার পর তাঁকে ১৮ কোটি টাকায় এবছর ধরে রেখেছিল SRH দল।

Read More: “ও বলার কে আমার সিদ্ধান্ত আমি নেব..”, অবসরের জল্পনার প্রসঙ্গে গম্ভীরকে চাঁচাছোলা আক্রমণ রোহিতের !!

কামিন্স-হেডকে মোটা টাকা দিতে রাজি ফ্রাঞ্চাইজি

দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হেড-কামিন্সের, আইপিএল দলের সাথে ৫৮ কোটি টাকার ডিল !! 2
Travis Head and Pat Cummins | Image: Getty Images

অন্যদিকে হেডকে ৬.৮ কোটিতে কিনেছিল সানরাইজার্স, এই মৌসুমে ১৪ কোটিতে সানরাইজার্সকে রিটেন করে ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা বছরে প্রায় ৮.৭৪ কোটি টাকা (ভারতীয় মূল্যে) পান। তবে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করে থাকেন। যে কারণে তিনি বার্ষিক প্রায় ১৭.৫ কোটি টাকা আয় করে থাকেন। দুই তারকা আপাতত বিশ্ব ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের দৌলতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। যে কারণে এই দুই খেলোয়াড়কে পেতে মোরিয়া ছিল সানরাইজার্স।

Read Also: “কিছুই করেন নি গম্ভীর”, চ্যাম্পিয়ন ট্রফিতে প্রধান কোচের ভুমিকা নিয়ে সরব রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *