আইপিএলে (IPL) একই দলের সতীর্থ প্যাট কামিন্স ও ট্রেভিস হেড এবার খবরের শিরোনামে উঠে এসেছেন ভিন্ন কারণে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানাচ্ছে, দুই তারকাকে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে- প্রতি বছর প্রায় ৫৮ কোটি টাকা করে! তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক বড় শর্ত- অস্ট্রেলিয়ার জাতীয় দলে আর না খেলে সারা বছর ওই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে হবে তাঁদের।
বড় শর্ত রাখলো সানরাইজার্স

এই প্রস্তাব অবশ্য সরাসরি ফিরিয়ে দিয়েছেন কামিন্স ও হেড দু’জনেই। দুজনেই জানিয়েছেন, দেশের হয়ে খেলা তাঁদের কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়, আর জাতীয় দলের জার্সি তারা কখনও ছাড়বেন না। উল্লেখ্য, দু’জনই বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। বিদেশে এই ফ্র্যাঞ্চাইজির আরও কয়েকটি লিগে দল রয়েছে, তবে এই প্রস্তাব হায়দরাবাদ শিবির থেকেই এসেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ২০২৪ সালের নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় দলে নিয়েছিল হায়দরাবাদ, পরে তাঁকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়। অন্যদিকে, ট্রেভিস হেডকে প্রথমে ৬.৮ কোটি টাকায় কেনা হলেও, পরের মৌসুমে ১৪ কোটিতে রিটেইন করে ফ্র্যাঞ্চাইজি।
Read More: “ও বলার কে আমার সিদ্ধান্ত আমি নেব..”, অবসরের জল্পনার প্রসঙ্গে গম্ভীরকে চাঁচাছোলা আক্রমণ রোহিতের !!
কামিন্স-হেডকে মোটা টাকা দিতে রাজি ফ্রাঞ্চাইজি

অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা বছরে প্রায় ৮.৭৪ কোটি টাকা পান। তবে কামিন্স টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হওয়ায় তাঁর আয় প্রায় ১৭.৫ কোটি টাকার মতো। অন্যদিকে, জানা গিয়েছে, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (BBL) বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে প্রতিটি দল ব্যক্তিগত মালিকানায় যাবে এবং বিনিয়োগও বাড়বে। এর ফলে খেলোয়াড়দের আয় বাড়বে ও আরও আন্তর্জাতিক তারকা বিবিএলে অংশ নিতে আগ্রহী হবেন। এই বিষয়ে ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া, প্রাদেশিক বোর্ড ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে আলোচনা শুরু হয়েছে।