শুভমানের অধ্যায় শেষ, ওডিআই দলে ফের রোহিত শর্মার হাতে রাজত্ব !! 1

২০২৫ সাল শেষের পথে, আর মাত্র কয়েক দিনের মধ্যেই আমরা পা রাখতে চলেছি ২০২৬ সালে। বছরটি ওডিআই ক্রিকেটের দিক থেকেও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এবছরেই অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। ফেব্রুয়ারি-মার্চেই শিরোপা নিজেদের নামে করে নিয়েছিল টিম ইন্ডিয়া। বছরের শুরুতে ভারত ওডিআই ক্রিকেটে দাপট দেখিয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জেতার পর নেতৃত্ব হারাতে হয়েছিল তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যর পর বছরের বাঁকি সময় বিশেষ করে অস্ট্রেলিয়াতে ভারতের পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক ছিল না। তবুও অভিজ্ঞ দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত ছন্দ দেখাচ্ছেন এবং আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন। কেরিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়েও, এবং টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও, ওডিআই ফরম্যাটে তাঁদের প্রভাব যে এখনও অটুট, তা প্রমাণ করেছেন দু’জনেই।

দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

বিশেষ করে ২০২৫ সালে রোহিত শর্মার ওডিআই পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৪টি ম্যাচে তিনি ৬৫০ রান সংগ্রহ করেন, যেখানে তাঁর গড় ছিল ৫০ এবং স্ট্রাইক রেট ১০০.৪৬। এই সময়ে রোহিতের ব্যাট থেকে আসে দুটি শতরান ও দুটি অর্ধশতরান। অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জেতে। সেই অসাধারণ নেতৃত্ব ও ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই আবার তার হাতে উঠছে ভারতীয় ওডিআই দলের নেতৃত্বের ভার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মাকে শেষবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখতে পাওয়া গিয়েছিল। রোহিতকে সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় দলের অধিনায়ক বানানো হয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুভমান গিল ছিলেন ভারতীয় দলের ওডিআই ক্যাপ্টেন, আর তার ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন শ্রেয়াস আইআর।

Read More: খোলামেলা পোশাকে বড়দিন পালন হার্দিক-মাহিকার, সমাজ মাধ্যমে ভাইরাল ছবি !!

ওডিআই দলের দায়িত্ব ফিরে পাচ্ছেন রোহিত

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

কয়েকদিন আগে সমাপ্ত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে অনুপলুব্ধ ছিলেন শ্রেয়াস এবং শুভমান দুজনেই। যে কারণে এই সময় ভারতের দায়িত্ব পালন করেছিলেন কে এল রাহুল তাছাড়া সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রান পেতে দেখা যায়নি শুভমানকে এমনকি তাকে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছাটাই করা হয়েছে। বেশ কিছু সূত্র দাবি করছে ভারতীয় ওডিআই দলের দায়িত্ব আবার সেপে দেওয়া হবে রোহিত শর্মার হাতে, বিসিসিআই কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবে শুভমান গিলকে ব্যবহার করতে চাইছে। যে কারণে আবার হিটম্যানের হাতে দায়িত্ব সেঁপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Read Also: “সব চোখ বাংলাদেশে..”, প্রতিবেশী দেশের নির্মমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যুজবেন্দ্র চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *