ICC: ভারত এশিয়া কাপ জেতার পরেও মাঠের বাইরে দেশের ক্রিকেট ও বিভিন্ন আলাদা বিষয় নিয়ে আলোচনার ঝড় বইছে। হঠাৎ করেই ক্রিকেট প্রশাসনের অন্দরমহল নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার সরাসরি আইসিসির (ICC) মনসদে বসতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। বর্তমান আইসিসির মাথা জয় শাহকে (Jay Shah) সরিয়ে দিতে চান তিনি। সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি পোস্ট ভাইরাল (Viral Post) হয়েছে, যেখানে লেখা আছে, ভারত ব্যাতিত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজদের মতন বোর্ড নাকি নকভির পাশে দাঁড়িয়েছে বিসিসিআইয়ের (BCCI) বিরুদ্ধে।
ICC মনসদে বসতে চাইছেন নাকভি

সূত্রের খবর, নাকভি নাকি ইতিমধ্যেই বাঁকি ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপচারিতা করে ফেলেছেন। বাঁকি দেশ গুলিও নাকি তাঁর কথায় সারা দিয়েছে। মহসিন নকভি সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি হয়েছেন। আইসিসির মঞ্চে পাকিস্তান ক্রিকেটের (Pakistani Cricketers) অবদান নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে তিনি আইসিসির মনসদে বসতে চলেছেন যা যুক্তিসম্মত নয়। যে কারণে, আইসিসির মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদলানো এক দিনের খেলা নয়। এর জন্য বোর্ড ভোট, আন্তর্জাতিক সমর্থন আর আইনি প্রক্রিয়া লাগে। শুধু রাজনৈতিক চাপ (Political Issue) বা কোনো দেশের ইচ্ছায় এত বড় পদ পরিবর্তন সম্ভব নয়।
Read More: টিম ইন্ডিয়ায় খাওয়া শেষ ঋষভ পন্থের, এই তারকা ছিনিয়ে নেবেন জায়গা !!
নাকভির উপর ক্ষুব্ধ আফ্রিদি

এবারের, এশিয়া কাপের পর নকভি নিজেই কিছু বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন। ভারতকে নানান ভাবে কটাক্ষ, হ্যারিস রৌরফের আচরণকে সমর্থন করা এবং ট্রফি বিতরণ পর্ব পর্যন্ত সব মিলিয়ে তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অন্যদিকে, জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি এই পদে বসেছেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী আইসিসি চেয়ারম্যান হয়েছেন। বিসিসিআইয়ের বিশ্ব ক্রিকেটে প্রভাব অনেক বড়, তাই এই চেয়ার নড়ানো এত সহজ হবে না বলেই বোর্ডমহলের ধারণা।
অন্যদিকে নাকভির বোর্ড পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে। নাকভি প্রসঙ্গে আফ্রিদি বলেন, “আমি নাকভি সাহেবকে বলতে চাই, তুমি এখন দুটো গুরুত্বপূর্ণ পদে রয়েছো। দুটো কাজেই পর্যাপ্ত সময় দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পিসিবি আলাদা। তাই সেটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্ত নিতে হবে। তাঁকে এমন পরামর্শদাতা রাখতে হবে, যারা ক্রিকেট সম্বন্ধে জানে।” আফ্রিদি চান যেন পদ ছাড়েন পিসিবি প্রধান। তিনি আর্মি প্রধানের কাছে পদ ছাড়ার সিদ্ধান্ত নেন পিসিবির প্রধান।