জোর করেই ক্যাপ্টেনসি থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে, প্রাক্তন কোচ করলেন কনফর্ম !! 1

ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে। যার জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বর্তমানে ভারতীয় ক্রিকেটে বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার (Ajit Agarkar) এবার অস্ট্রেলিয়ান ধাঁচের কড়া ক্রিকেট সংস্কৃতি নিয়ে আসতে চলেছেন। অস্ট্রেলিয়া সফরের আগে বড়সড় চমক দিয়েই রোহিতকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ শুভমান গিলকে (Shubman Gill)। তবে, আপাতত রোহিত এবং বিরাট দু’জনকেই (Team India’s squad) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখতে পাওয়া যাবে। শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন ধরে খেলা এই দুই তারকা হয়তো নিজেদের ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারবেন না বলেই মনে করছেন গম্ভীর ও আগারকার।

ক্যাপ্টেনসি হারালেন রোহিত শর্মা

রোহিত শর্মা, ভারতীয় দল
Rohit Sharma | Image: Getty Images

আপাতত রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। যে কারণে তাদের দুজনকে কেবলমাত্র আইপিএল এবং ওডিআই ফরমেটে দেখতে পাওয়া যাবে। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানের খেলাটি খেলতে তারা অভ্যস্ত হবেন না। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত খেলোয়াড়দের জন্যই ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে। তবুও রোহিত শর্মার বয়সের উপরে ভিত্তি করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অজিত আগারকার। আগারকারের মতে তিন ফরমেটের তিন অধিনায়ক রাখাটা বাঞ্ছনীয়। তিন ফরম্যাটের জন্য এক অধিনায়ক চাইছেন তিনি এবং গম্ভীর দুজনেই।

Read More: “ওদের সাথে ছেলেখেলা করছে…”, রোহিত-বিরাটকে নিয়ে BCCI’এর সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !!

এ প্রসঙ্গে মন্তব্য করে আগারকার বলেছেন, “আমার মনে হয় তিন ফরমেটে তিনজন আলাদা আলাদা অধিনায়ক থাকাটা মুশকিলের ব্যাপার। তার ফলে হেড কোচের সমস্যা হতে পারে।” আগারকারের এই কথাতে স্পষ্ট হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের কারণেই কিন্তু রোহিত শর্মাকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে হটানো হয়েছে। পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন কোচ এবং রোহিত শর্মার বন্ধু অভিষেক নায়ার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন, “একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ওয়ান ডে ক্রিকেটের তিনি রাজা। এই সময়কালে তিনি প্রায় এগারো কিলো ওজন কমিয়েছেন। আমার মনে হয় রোহিতের ক্যাপ্টেন্সি থেকে এভাবে ছাটাই করাটার বিষয় নিয়ে যেন দুই পক্ষের মধ্যে ভালোভাবে আলোচনা হয়ে থাকে কারণ সেটি রোহিত এবং বোর্ডের জন্য খুব উপযুক্ত হবে।

গম্ভীরের কারণেই ক্যাপ্টেনসি হারালেন রোহিত

Rohit sharma,shreyas iyer
Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

সূত্রের দাবি, গম্ভীর আর আগারকার বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দুই ব্যক্তি। দু’জনেই বিশ্বাস করেন, যদি টিম ইন্ডিয়াকে ভবিষ্যতের জন্য তৈরি করতে রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতন বড় খেলোয়াড়দের দল থেকে ছাটাই করতে দ্বিতীয়বার ভাববেন না। যদিও এই প্রথম নয় এর আগেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথেও একই জিনিসটি হয়ে এসেছে। বিরাট কোহলি (Virat Kohli) যখন টি-টোয়েন্টি ফরমেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলেন তখন তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিভিন্ন ফর্মেটের জন্য অধিনায়ক আলাদা করতে চাননি। আর সেই সময়ই বিরাট কোহলিকে ছাটাই করা হয়েছিল অধিনায়ক হিসাবে।

তারপরেই রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক হিসেবে (new captain) বিবেচনা করা হয়েছিল। বিরাট যখন স্বইচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন তখন রোহিত শর্মাকে তিন ফরমেটের অধিনায়ক করা হয়েছিল। বর্তমানে ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের নেতৃত্বে থাকবেন শুভমান গিল এবং টি-টোয়েন্টি ফরমেটের নেতৃত্ব রয়েছেন সূর্যকুমার যাদব। তবে সূর্য কুমারকেও হয়তো ২০২৬’এর বিশ্বকাপের পর ক্যাপ্টেনসি থেকে ছেঁটে ফেলা হবে।

Read Also: BREAKING NEWS: বাদ হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *