আইপিএলের (IPL) ট্রেড উইন্ডো শুরু হতেই নতুন এক বড় জল্পনা ঘিরে ধরেছে ভারতীয় ক্রিকেট মহলকে। আসন্ন আইপিএলের জন্য জাকজমক পূর্ণ একটি দল গঠন করতে চাইছে নাইট রাইডার্স দল। এবারের আইপিএলে অষ্টম পর্যায়ে অভিযান সমাপ্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। কয়েকদিন ধরেই নাইট শিবিরে প্রধান কোচের পালাবদলের ঢেউ উঠেছে। নাইট দলের প্রাক্তন প্রধান কোচ ছিলেন চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। পন্ডিত আসন্ন আইপিএলের আগেই ইস্তফা দিয়েছেন তাই KKR দলের নতুন প্রধান কোচ হিসেবে এন্ট্রি নিতে দেখা যাবে অভিষেক নায়ারকে (Abhishek Nayar), যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা করেনি নাইট দল। তবে, শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স (KKR) ভারতের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে টানতে আগ্রহী।
রোহিত শর্মাকে দলে নিতে মোরিয়া KKR

সূত্রের খবর অনুযায়ী, কেকেআর রোহিতকে ট্রেডের মাধ্যমে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। রোহিত শর্মা, যিনি মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়েছেন, তিনি ২০২৪ সালের আইপিএলের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। MI ম্যানেজমেন্টের কথা শুনেই ক্যাপ্টেনসি ছেড়েছিলেন রোহিত, তাঁর জায়গায় নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। হার্দিক দলের নেতৃত্ব গ্রহণ করার পর থেকেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই জল্পনাকেই আরও উস্কে দিয়েছে কেকেআরের আগ্রহ। শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি রোহিতকে তাদের দলে টানতে ইচ্ছুক। রোহিত শর্মা ও অভিষেক নায়ারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আর সেই সম্পর্কের জেরেই নাইট শিবিরে দেখতে পাওয়া যাবে রোহিতকে।
Read More: রাতারাতি বদলে গেল দলের অধিনায়ক, প্রাক্তন নেতার হাতেই উঠছে দায়িত্ব !!
ক্যাপ্টেন রূপে নিতে পারেন এন্ট্রি

রোহিত শর্মা ২০২৫’এর আইপিএলে ১৬ কোটিতে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আসন্ন আইপিএলে রোহিতকে ট্রেডিং-এর মাধ্যমে কিনতে চাইলে নাইটকে এই মোটা টাকা সহ ট্রান্সফার ফি প্রদান করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে, রোহিত যদি সত্যিই কেকেআরে যোগ দেন, তাহলে এটি আইপিএলের ইতিহাসে অন্যতম বড় স্থানান্তর হবে। আগে এক সাক্ষাৎকারে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কলকাতা নাইট রাইডার্স দলের হয়েও খেলার আর্জি পেশ করেছিলেন। রোহিত শর্মা আইপিএলের অন্যতম বড় মুখ এবং তিনি KKR দলে এন্ট্রি নিলে তাঁর হাতেই ক্যাপ্টেনসি তুলে দেওয়া হবে। ২০২৩ মৌসুমে আইপিএলের মঞ্চে শেষবার ক্যাপ্টেনসি করেছিলেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স যদি তাঁদের সফল ক্যাপ্টেন ও খেলোয়াড়কে ছেড়ে দিতে রাজি হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের কাছে এটি হতে চলেছে জ্যাকপট।