aryavir-sehwag-scores-double-century

“অন্য ওপেনাররা বল ছেড়ে পুরনো করেন, আর ও করে মেরে…,” বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag) নিয়ে মন্তব্যটি করেছিলেন তাঁরই এক সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টেস্ট, ওডিআই হোক বা টি-২০, ফিফথ গিয়ারেই সাধারণত ব্যাটিং করতে দেখা যেত নজফগড়ের নবাব’কে। লাল বলের ফর্ম্যাটে দেশের হয়ে ১০৪ ম্যাচে প্রায় ৮৩ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছেন তিনি। ওয়ান ডে’তে স্ট্রাইক রেট রেখেছেন ১০৫-এর কাছে। দেশের জার্সিতে টি-২০তে তাঁর স্ট্রাইক রেট ১৪৬। আইপিএলে তা ১৫৫। কতটা বিস্ফোরক ছিলেন শেহবাগ (Virender Sehwag)) তা স্পষ্ট পরিসংখ্যান থেকেই। যে ধুন্ধুমার ক্রিকেট তিনি নিজে খেলেছেন, তাঁর ছায়া এবার পুত্র আর্য্যবীরের (Aryavir Sehwag) মধ্যে দেখতে পেলো ক্রিকেটমহল।

Read More: ক্যাপ্টেনসি পেতেই দাদাগিরি শুরু জসপ্রীত বুমরাহের, রোহিত শর্মার প্রধান অস্ত্রদের দিলেন বাদ !!

ওপেনার আর্য্যবীরের দুর্দান্ত দ্বিশতক-

Aryavir Sehwag | Image: Twitter
Aryavir Sehwag | Image: Twitter

দিল্লীর হয়ে অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফিতে ওপেন করতে নেমেছিলেন বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্য্যবীর শেহবাগ (Aryavir Sehwag) । ব্যাট হাতে বাবাকেই মনে করালেন তিনি। ধুন্ধুমার ইনিংস খেললেন ১৭ বর্ষীয় কিশোর। মেঘালয়ের বিরুদ্ধে করলেন দুর্দান্ত দ্বিশতরান। ২২৯ বলে ৩৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা’র সৌজন্যে ২০০ করে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে আর্য্যবীরকে যোগ্য সঙ্গত করেন আরেক ওপেনার অর্ণব বাগগা (Arnav Bagga)। মাত্র ১০৭ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এই প্রথম নয়, এর আগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন আর্য্যবীর (Aryavir Sehwag) । অক্টোবরে বীনু মাঁকড় ট্রফিতে অভিষেক ম্যাচেই ঝোড়ো ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মণিপুরের বিপক্ষে দিল্লী’র ৬ উইকেটের ব্যবধানে জয়ে বড় ভূমিকা রেখেছিলো আর্য্যবীরের ইনিংস।

অনুর্দ্ধ-১৯ ক্রিকেটে দেশের সেরা লাল বলের টুর্নামেন্ট কুচবিহার ট্রফি (Cooch Behar Trophy)। ভবিষ্যতের তারকাদের বেড়ে ওঠার মঞ্চ হিসেবে এই প্রতিযোগিতাকে দেখে ক্রিকেটমহল। চলতি ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স দিল্লী’র। প্রথম ব্যাটিং করে উত্তর-পূর্বের রাজ্য গুটিয়ে গিয়েছিলো ২৬০ রানে। বৃহস্পতিবার অর্থাৎ দ্বিতীয় দিনের শেষেই অনবদ্য ব্যাটিং পারফর্ম্যান্সের জেরে মাত্র ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬৮ তুলে ফেলে দিল্লী। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন আর্য্যবীর  (Aryavir Sehwag)  ও অর্ণব বাগগা (Arnav Bagga)। সাথে অপরাজিত ৯৮ করেন ধন্য নাকড়া’ও (Dhanya Nakra)। ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে দিল্লীর জয় এখন সময়ের অপেক্ষা। তবে সবকিছু ছাড়ীয়ে আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে আর্য্যবীর শেহবাগ’ই।

ছেলের উপর কিছু চাপাতে চান না শেহবাগ-

Virender Sehwag | Image: Twitter
Virender Sehwag | Image: Twitter

বিখ্যাত পিতার সন্তানদের যে বেশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তা বিলক্ষণ জানেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। সেই কারণেই তিনি চান না ক্রিকেট বা অন্য কোনো কিছু দুই পুত্র আর্য্যবীর (Aryavir Sehwag) ও বেদান্তের (Vedant Sehwag) উপর চাপিয়ে দিতে। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। খোলাখুলিই বলেন, “আমি আরেকটা বীরেন্দ্র শেহবাগ ওদের মধ্যে দেখতে চাই না। ওরা বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া বা মহেন্দ্র সিং ধোনি হতেই পারে। ওদের যে ক্রিকেটারই হতে হবে তার কোনো মানে নেই। নিজেদের কেরিয়ার নিজেরাই বেছে নিতে পারে ওরা। আমাদের পক্ষে যতটা সম্ভব ততটাই সাহায্য আমরা করবো। কিন্তু ওদের আগে ভালো মানুষ হতে হবে। সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই।”

Also Read: “অবসর নিয়ে নাও…” প্রথম টেস্টে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো নিন্দার ঝড় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *