ক্রিকেট মানেই আবেগ, উত্তেজনা ও নাটকীয়তা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে এই তিনটি উপাদানই ছিল ভরপুর। তবে ম্যাচটি আলাদা করে নজর কেড়েছে মাঠের বাইরের এক বিতর্কিত ঘটনায়, যেখানে ভারতীয় পেসার অর্ষদীপ সিং দর্শকের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভিডিওটিতে দেখা যায়, ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন অর্ষদীপ। ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসে, যখন নিউজিল্যান্ড ব্যাট করছিল। বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে আসা ধারাবাহিক কটূক্তি ও ব্যক্তিগত মন্তব্যে বিরক্ত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত দর্শকের দিকে তাকিয়ে তীব্র ভাষায় চুপ থাকার ইঙ্গিত দেন অর্ষদীপ।
ম্যাচ শেষে মেজাজ হারান অর্ষদীপ

এই মুহূর্তটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ অর্ষদীপের পাশে দাঁড়িয়ে দর্শকের আচরণকে নিন্দা করেছেন, আবার কেউ আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করেছেন। এই দ্বিমুখী প্রতিক্রিয়াই প্রমাণ করে – আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের প্রতিটি আচরণ কতটা সূক্ষ্মভাবে বিশ্লেষিত হয়। তবে বিতর্কের মাঝেও আর্শদীপ মাঠে নিজের কাজটা ঠিকই করে গেছেন। একাদশে ফিরে তিনি ছিলেন ভারতের অন্যতম সফল বোলার। ১০ ওভারে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন তিনি। বিশেষ করে সেট হয়ে যাওয়া ব্যাটারদের আউট করে ম্যাচে ভারতের ফেরার সম্ভাবনা জাগিয়েছিলেন।
কিন্তু বাকি বোলারদের ব্যর্থতা ও মাঝের ওভারগুলোতে রান আটকাতে না পারার কারণে নিউজিল্যান্ড বড় স্কোরের ভিত গড়ে ফেলে। ৫০ ওভারে ৩২৮ রান তুলে তারা ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ শুরুটা ভালো করলেও চাপের মুখে ভেঙে পড়ে। ৪১ রানে হারের সঙ্গে সঙ্গে সিরিজ হাতছাড়া হয় ভারতের। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড – ৭টি সিরিজ পর অবশেষে এই প্রথমবার তারা ভারতীয় মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়।