WI vs IND

Team India: যুগ পরিবর্তনের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট নিয়ামক সংস্থা চাইছে নতুনদের কাঁধে আস্তে আস্তে দায়িত্ব তুলে দিতে। টি-২০ ক্রিকেটে এই বদলটা শুরু হয়েছিলো আগেই। এবার টেস্ট ও একদিনের ক্রিকেটেও নতুন মুখেদের সুযোগ দেওয়ার পথে হাঁটলো বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ২০৯ রানে হারের পর এক মাসের বিরতি পেয়েছে টিম ইন্ডিয়া। এরপর জুলাইয়ের গোড়ায় তারা উড়ে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ,তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ রয়েছে ভারতের। ১২ জুলাই থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। গতকাল টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড। পুরাতনের বিদায় এবং নতুনের আগমনের জন্য দরজা খুলে দিতে দেখা গিয়েছে নির্বাচকদের।

জেসন হোল্ডার, রস্টন চেজদের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয় নি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) মত অভিজ্ঞ ক্রিকেটারদের। অফ ফর্মে থাকা দুই ক্রিকেটারকে ছেঁটেই ফেললো বোর্ড। আগামীতেই সম্ভবত প্রত্যাবর্তনের দরজা বন্ধ থাকবে তাঁদের সামনে। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকেও। বদলে টেস্ট দলে জায়গা পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, বাংলার মুকেশ কুমাররা (Mukesh Kumar)। একদিনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী। থাকছেন ঋতুরাজ, মুকেশ কুমারও। পাশপাশি প্রত্যাবর্তন ঘটেছে কেরলের উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের (Sanju Samson)। ঈশান কিষণের (Ishan Kishan) পাশাপাশি বিশ্বকাপের আগে সঞ্জুকেও দস্তানা হাতে পরখ করে নিতে চায় বোর্ড। উইন্ডিজ সফরকে বিশ্বকাপ ও এশিয়া কাপের রিহার্সাল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একদিনের দলে অর্শদীপ সিং’কে (Arshdeep Singh) জায়গা না দিয়ে BCCI বুঝিয়ে দিলো বিশ্বকাপের পরিকল্পনায় নেই তিনি।

Read More: WC 2023: দীর্ঘ ১২ বছর পর ঘরে আসবে বিশ্বকাপের ট্রফি, এই তুখোড় প্লেয়ারই করবেন কিস্তিমাত !!

ক্যারিবিয়ান সফরে নেই অর্শদীপ সিং-

Arshdeep Singh | Team India | Image: Getty Images
Arshdeep Singh | Image: Getty Images

বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) গত বছর বেশ কিছু ভালো পারফর্ম্যান্স দিয়েছিলেন জাতীয় দলের জার্সিতে। বিশেষ করে টি-২০ ক্রিকেটে নিজেকে প্রথম একাদশে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন তিনি। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে দেখা গিয়েছিলো তাঁকে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নিয়ে তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন অর্শদীপ (Arshdeep Singh)। নিজের স্পেলের প্রথম বলেই পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সাজঘরের রাস্তা দেখিয়ে তাক লাগিয়েছিলেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে সফল হলেও একদিনের ম্যাচে এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নি অর্শদীপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বছরের শেষ দিকে তাঁর অভিষেক সিরিজে অর্শদীপকে (Arshdeep Singh) বেশ ফিকে লেগেছিলো।

‘মেন ইন ব্লু’ জার্সিতে এখনো অবধি টি-২০ ও ওডিআই মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৪১ উইকেট। পাঞ্জাবের হয়ে ৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩.৮৪ গড়ে ২৫টি উইকেট রয়েছে অর্শদীপের (Arshdeep Singh) ঝুলিতে। বর্তমানে তিনি রয়েছেন ইংল্যান্ডে। কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। কুনওয়ার শামশেরা সিং, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং নবদীপ সাইনির (Navdeep Saini) পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে কেন্টের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে নেই জসপ্রীত বুমরাহ। চোট সারে নি তাঁর। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকেও। পেস বোলিং বিভাগে জায়গা দেওয়া হয়েছে মহম্মদ সিরাজ (Mohammed Siraj), উমরান মালিকদের (Umran Malik) মত তরুণ তুর্কিকে। অভিজ্ঞ জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) সাথে জায়গা পেয়েছেন নবাগত মুকেশ কুমারও (Mukesh Kumar)। কিন্তু রাখা হয় নি অর্শদীপকে (Arshdeep Singh)। বড় অঘটন না ঘটলে বিশ্বকাপেও যে বাইরেই থাকতে হচ্ছে পাঞ্জাবের বাঁ-হাতি পেসারকে তা একপ্রকার নিশ্চিত।

অর্শদীপের সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন গাওস্কর-

Sunil Gavaskar | Team India | Image: Twitter
Sunil Gavaskar | Image: Twitter

বাদ পড়া আদপে সাপে বর হয়েছে অর্শদীপের (Arshdeep Singh) জন্য। এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। টেস্ট ক্রিকেটে প্রথম দশহাজার রানের মালিক গাওস্কর বলেছেন, “মাঝেমধ্যে কোনো ক্রিকেটারের জন্য বাদ পড়াটাও ভালো হতে পারে। কারণ এটা তাঁকে আরও বেশী উইকেট নিতে অনুপ্রাণিত করে। হয়ত সেটাই অর্শদীপের করা প্রয়োজন। ও যদি পরপর পাঁচ উইকেট নিতে থাকে, নিজের সেরাটা দেয়, তাহলে ঠিকই দলে সুযোগ পাবে।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ODI দল-

IND vs WI | Team India | Image: Getty Images
WI va IND | Image: Getty Images

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট, উমরান মালিক, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার।

Also Read: World Cup 2023: “WTC ফাইনাল হারলেও…” ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *