এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) মঞ্চে আসছে সেই মহারণ, যেটা শুধু ক্রিকেট নয় অভিমান, আবেগ আর ইতিহাসেরও প্রতিচ্ছবি। আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) মহা ম্যাচ। তবে এবারের সংঘর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা নেই, যে কারণে এবারের এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও কেননেনি ভক্তরা। একদিকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তো অন্যদিকে আগা সালমানের নেতৃত্বে নামবে দুই দল। প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে ভারত নামছে নতুন চেহারায়। তবে গৌতম তাঁর দলের এক ‘দেশদ্রোহী’ খেলোয়াড়কে এই দলে সুযোগ দেবেন না।
এই খেলোয়াড়ের উপর উঠেছিল ‘দেশদ্রোহীর’ তকমা

ভারতীয় দলের তারকা পেসার অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh) নামে এই তকমাটি লাগানো হয়েছে। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা। সামান্য একটি ভুল ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক এমন এক ভুল করেছিলেন অর্ষদীপ। আসলে, ২০২২ সালের এশিয়া কাপে যখন পাকিস্তাবের বিরুদ্ধে ভারত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ খেলেছিল তখন পাকিস্তানের কাছে ভারতকে হারতে হয়েছিল সেই অর্ষদীপের ক্যাচ ছেড়ে দেওয়ার জন্য। আর এই ম্যাচের পরেই উইকিপিডিয়াতে লিখে দেওয়া হয়, ‘খলিস্তানিদের’ সঙ্গে যুক্ত রয়েছেন পাঞ্জাবের এই খেলোয়াড়। যদিও, পর দিনেই উইকিপিডিয়া থেকে সেই তথ্য মুছে ফেলা হয়েছিল।
Read More: Asia Cup 2025 IND vs PAK: বাদ পড়ছেন শিবম দুবে, পাক চ্যালেঞ্জ সামলাতে বোলিং-এ জোর টিম ইন্ডিয়ার !!
প্রসঙ্গত, ২০২২- এর এশিয়া কাপে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি এক কথায় ছিল হাইভোল্টেজ এবং ম্যাচটি দুই দলের কাছেই জেতার সম্ভাবনা ছিল। তবে, অর্ষদীপ একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন আসিফ আলীর। তারপর সেই আসিফ আলী ভারতের পরাজয়ের কারণ হয়ে উঠেছিলেন। এমনকি, সেই সময়ে মাঠে থাকা ভারতীয় দলের সদস্যরাও বেশ রেগে গিয়েছিলেন অর্শদীপের উপর। পাকিস্তানের বিরুদ্ধে অর্ষদীপকে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে। সূত্রের দাবি, গৌতম গম্ভীর অর্ষদীপকে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ দেবেন না কারণ দুবাইয়ের এই পিচে পেশার নয় বরং স্পিনার বেশি কার্যকর হয়ে উঠবে। UAE’এর বিরুদ্ধে ধীর গতির বল এবং স্পিন আক্রমন বেশ সমস্যায় ফেলেছিল ব্যাটসম্যানদের। তাই পাকিস্তানের বিরুদ্ধে বাড়তি স্পিনার নিয়েই খেলতে চাইবেন গম্ভীর।
পাকিস্তানের বিরুদ্ধে জায়গা হবে না অর্ষদীপের

প্রসঙ্গত UAE’এর বিরুদ্ধে ভারতের এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যায়নি। এই ফরম্যাটে ভারতের সবথেকে সফল বোলার অর্ষদীপ নিজেই। তাছাড়া, ২০২২ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ষদীপ ছিলেন ভারতের সফল বোলার। তবুও, প্ৰথম ম্যাচে দলে জায়গা হয়নি তার এবং পাকিস্তানের বিরুদ্ধেও তাঁকে দেখতে পাওয়া যাবে না। অর্ষদীপ ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচে ওভার পিছু ৮.৩ রান করে দিয়ে নিয়েছেন ৯৯টি উইকেট।