ডিল ফাইনাল, KKR-এ এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীরের ‘চোখের বিষ’ !! 1

আইপিএল ট্রান্সফার উইন্ডোতে বড়সড় চমক! কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আগামী মরসুমে খেলতে দেখা যাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চোখের বিষকে। আইপিএল নিলামের তারিখ যত ঘনিয়ে আসছে ততই যেন ট্রেড নিয়ে বেশ জল্পনা তৈরি হচ্ছে। আসন্ন আইপিএলের আগে হট টপিক হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসলে, কলকাতা নাইট রাইডার্স দল ২০২৪ সালের আইপিএলে অসামান্য পারফরমেন্স দেখানোর পর গতবারের আইপিএলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল দল। স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে দলের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। যে কারণে নতুন ছন্দে গড়ে উঠতে চলেছে কলকাতা নাইট শিবির।

গম্ভীরের চোখের বিষ নিচ্ছেন KKR দলে এন্ট্রি

Kkr
Harshit Rana and Arshdeep Singh | Image: Getty Images

এবারের আইপিএলে বড় চমক হতে চলেছে পাঞ্জাবের তারকা পেসারের অন্তর্ভুক্তি। আসলে, অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দলে টানার চেষ্টা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স শিবির। সূত্রের খবর, ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ট্রেড করে অর্ষদীপকে দলে নিচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এই ডিল, এবং খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা হতে পারে। গৌতম গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ আইপিএল জিতে ইতিহাস গড়েছিল। তবে, গম্ভীর এখন ভারতীয় দলের হেড কোচ। আর ভারতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে অর্ষদীপের সাথে শত্রুতা করে বসেছেন। একাধিক ম্যাচেই তাঁকে বেঞ্চে বসিয়েছেন গম্ভীর। বামহাতি এই পেসার নতুন বলে সুইং এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কারের জন্য পরিচিত। গত কয়েক মরসুমে পাঞ্জাব কিংসের হয়ে তিনি ছিলেন দলের প্রধান উইকেট-টেকারদের একজন, এমনকি ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার হলেন অর্ষদীপই।

Read More: বিয়ের পিঁড়িতে বসছেন ‘জাতীয় ক্রাশ’ স্মৃতি মান্ধানা, হবু বরের পরিচয় জানলে চমকে যাবেন আপনিও !!

ভেঙ্কটেশকে ছাড়তে চলেছে KKR ব্রিগেড

Ipl 2025, kkr
Venkatesh Iyer | Image: Getty Images

তবে এখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় গম্ভীর এবং অর্ষদীপের সম্পর্ক। ভারতীয় দলে নির্বাচনের সময় গম্ভীর একাধিকবার অর্ষদীপকে দলে না রাখার পক্ষে মত দিয়েছিলেন। গত মরসুমে নাইটদের বোলিং আক্রমণ ছিল না ভারসাম্যপূর্ণ, তাই এক জন নির্ভরযোগ্য বামহাতি পেসারকে স্কোয়াডে শামিল করতে মোরিয়া KKR শিবির। হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলকে নিয়ে গঠিত এই আক্রমণে অর্ষদীপ যোগ দিলে তা আরও প্রাণবন্ত হবে। পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট অবশ্য এই তরুণ পেশার কে ছাড়তে বেশ কিন্তু বোধ করছে বলেই সূত্রের দাবি। অর্ষদীপ দলের তারকা পেসার, গত কয়েক মৌসুমে পাঞ্জাবের বোলিং আক্রমন তিনিই সামলে এসেছেন। এই মৌসুমে তাকে কেকেআরের জার্সিতে দেখতে পাওয়া গেলে সেটি হতে চলেছে নাইট ভক্তদের মস্ত বড় জয়।

Read Also: “ভালো ক্রিকেটার কিন্তু মানুষটা…”, গৌতম গম্ভীরের উপর ক্ষুব্ধ অভিমন্যু ঈশ্বরণ, করলেন বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *