মহেন্দ্র সিং ধোনির শহরে পঞ্চম ইনিংসে তৃতীয় সেঞ্চুরিটি হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ২৮০ দিনের অপেক্ষার পর বিরাটের ব্যাট থেকে আসলো মহামূল্যবান এই সেঞ্চুরি। বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখে আবেগে ভেসেছে গোটা ভারতীয় ড্রেসিংরুম। কোহলির সেঞ্চুরির মুহূর্তে রোহিত শর্মাকে (Rohit Sharma) দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে করমর্দনের সাথে সাথে রোহিত শর্মাকে মুখ নাড়িয়ে কিছু একটা বলতে শোনা গিয়েছে, অনেকের ধারণা তিনি নাকি আবেগে ‘কটু’ কিছু বলে ফেলেছেন।
কোহলির সেঞ্চুরি উপভোগ করেন রোহিত শর্মা

সেই জল্পনার জবাব দিলেন অর্ষদীপ সিং। কারণ, কোহলির সেঞ্চুরির সময় রোহিতের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। সোশাল মিডিয়ায় তাঁর কাছে অনেক ভক্ত রোহিত সেদিন ঠিক কি বলেছিলেন তা শুনতে চেয়েছিলেন। এবার হাসিমুখে সেই রহস্য ভেঙে দিলেন অর্ষদীপ নিজেই। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে অর্ষদীপ খোলাসা করেছেন। তিনি বলেছেন, “সবাই জানতে চাইছে রোহিত ভাই সেদিন ঠিক কি বলেছিলেন ? উনি কোনো গালাগালি দেননি, তিনি বলেছিলেন, ‘নীলি পরী, লাল পরী… কামরে মে বন্দ… মুঝে নাদিয়া পসন্দ!’”
Read More: বিরাট-রোহিতের ইনিংস ভাতে মারবে গম্ভীর-আগারকারের, ব্যাট হাতেই দিচ্ছেন যোগ্য জবাব !!
বড় খোলাসা অর্ষদীপের

এ কথা বলতে বলতেই নিজেই হেসে ফেলেন অর্ষদীপ। রোহিত শর্মা কোনো আপত্তিকর শব্দ বলেননি বলেই জানিয়ে দিলেন অর্ষদীপ। যদিও, আসলে ভিডিও দেখে অনেকেই আন্দাজ করেছেন, আবেগে ভেসে রোহিত কোনো সাধারণ উদ্দাম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সোশাল মিডিয়ায় তা নিয়ে যে বাড়াবাড়ি হয়েছে, তারই মজা করলেন তরুণ পেসার। অস্ট্রেলিয়া সফর চলাকালীন অধিনায়কত্ব থেকে ছাটাই করা হয়েছিল রোহিত শর্মা কে যার পর থেকে জল্পনা শুরু হয়েছিল রোহিত ও বিরাটের ওডিআই ভবিষ্যৎ নিয়ে এমনকি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে রোহিত বিরাটের সম্পর্কের টানাপড়েনের কথাও প্রকাশ্যে এসেছে। এমনকি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচের মধ্যে রোহিত – বিরাটের সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলি অনবদ্য ১৩৫ রানের ইনিংস খেলেন এবং রোহিতের ব্যাট থেকে ৫৭ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল।